কুমিল্লা ও দেবিদ্বার প্রতিনিধি
কুমিল্লায় বেড়িবাঁধ ভাঙার আতঙ্কে আছে গোমতীপাড়ের বাসিন্দারা। দিনে দুই পাড়ের বাসিন্দারা সতর্ক থাকলেও রাতভর বাঁধ ভাঙার আতঙ্কে থাকেন। সদর ও বুড়িচং উপজেলার ২০টি স্থান দিয়ে বাঁধ চুইয়ে পানি প্রবেশ চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এদিকে বাঁধে ফাটলের খবরে গত সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসন ও পাউবোর কর্মকর্তারা। তাঁরা বলছেন, গোমতীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচে। সোমবারের চেয়ে গতকাল মঙ্গলবার উন্নতি হয়েছে। পানির উচ্চতা ওঠানামা করলেও আতঙ্ক ছড়ানোর কিছু নেই।
গোমতীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর, সংরাইশ, শুভপুর, চানপুর, কাপ্তান বাজার; বুড়িচং উপজেলার বালিখাড়া, কামারখাড়া; দেবিদ্বারের জাফরগঞ্জ গঙ্গামণ্ডল, রঘুরামপুরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ফলে সেখান থেকে সরে যাচ্ছেন বাসিন্দারা।
কুমিল্লা পাউবো উপবিভাগীয় প্রকৌশলী মো. সেলিম জানান, গোমতীতে পানি ৮ দশমিক ৫ সেন্টিমিটার বিপৎসীমার বিপরীতে বর্তমানে ৭ দশমিক ১০ সেন্টিমিটার রয়েছে। প্রতি ঘণ্টায় ৭ থেকে ১০ সেন্টিমিটার হারে পানির উচ্চতায় বাড়ছে। তবে রাতের দিকে পানি কমার সম্ভাবনা আছে।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের দুর্গাপুর জেলেপাড়াসংলগ্ন ও আলেখার চর সেতুসংলগ্ন বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও এলাকার লোকজন তাৎক্ষণিকভাবে বাঁধ মেরামতের কাজ করেন। এ জন্য আমতলী থেকে পালপাড়া সেতু পর্যন্ত অংশে বাঁধের রাস্তায় ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
খবর পেয়ে সোমবার রাতেই গোমতীর বাঁধ পরিদর্শনে যান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, পাউবোর নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। সেখানে তাঁরা তাৎক্ষণিক মেরামতকাজসহ স্থানীয়দের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক থাকার আহ্বান জানান।
দুর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘গোমতী নদীসংলগ্ন জেলেপাড়া এলাকার অধিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাঁরা রাতভর বাঁধ ভাঙার আতঙ্কে থাকেন। অনেক সময় বাঁধ ভাঙার গুজব ওঠে। বাঁধে অঘটন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আমরা সতর্কাবস্থায় রয়েছি।’
আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাত ৩টার দিকে দুর্গাপুরে গোমতীর বাঁধে যাই। সেখানে দেখা যায়, বাঁধের বিভিন্ন স্থানে ছোট ছোট গর্ত হয়েছে। স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আশ্বস্ত করেছি।’
এদিকে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেড়িবাঁধের ভেতরের দুটি গ্রাম ঢলে প্লাবিত হয়ে প্রায় অর্ধসহস্র পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া দেবিদ্বার পৌর এলাকার পুরোনো বাজার বেড়িবাঁধের ভেতরেও ১০-১২টি পরিবার পানিবন্দী অবস্থায় আছে।
জাফরগঞ্জ ইউনিয়নের বেড়িবাঁধের ভেতরের রঘুরামপুরে গতকাল দুপুরে দেখা গেছে, এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ ফসলি জমি ডুবে গেছে। কেউ কেউ কোমরপানিতে আসবাবসহ মালামাল মাথায় করে নিয়ে নৌকায় তুলছেন। পুকুরের মাছ ভেসে যাওয়ায় ক্ষতিতে পড়েছেন চাষিরা।
জাফরগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান মো. সোহরাব হোসেন জানান, ইউনিয়নের দুটি গ্রামে সাড়ে ৪ শতাধিক পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। সেখানে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন, ‘বেড়িবাঁধের নিচে হওয়ায় উপজেলার দুটি গ্রাম প্লাবিত হয়েছে। ইতিমধ্যে লোকজনকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।’
কুমিল্লা পাউবো নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান বলেন, ‘সোমবারের চেয়ে মঙ্গলবার উন্নতি হয়েছে। তবে পানির উচ্চতা ওঠানামা করছে। সমতল কোথাও প্লাবিত হয়নি। তবে যারা নদীর চরে বসবাস করে, তাদের বাড়িঘর ও স্থাপনায় পানি ঢুকছে। তবে আতঙ্ক ছড়ানোর কিছু নেই।’
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘বাঁধ সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় জিও ব্যাগ প্রস্তুত আছে । প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।’
কুমিল্লায় বেড়িবাঁধ ভাঙার আতঙ্কে আছে গোমতীপাড়ের বাসিন্দারা। দিনে দুই পাড়ের বাসিন্দারা সতর্ক থাকলেও রাতভর বাঁধ ভাঙার আতঙ্কে থাকেন। সদর ও বুড়িচং উপজেলার ২০টি স্থান দিয়ে বাঁধ চুইয়ে পানি প্রবেশ চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এদিকে বাঁধে ফাটলের খবরে গত সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসন ও পাউবোর কর্মকর্তারা। তাঁরা বলছেন, গোমতীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচে। সোমবারের চেয়ে গতকাল মঙ্গলবার উন্নতি হয়েছে। পানির উচ্চতা ওঠানামা করলেও আতঙ্ক ছড়ানোর কিছু নেই।
গোমতীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর, সংরাইশ, শুভপুর, চানপুর, কাপ্তান বাজার; বুড়িচং উপজেলার বালিখাড়া, কামারখাড়া; দেবিদ্বারের জাফরগঞ্জ গঙ্গামণ্ডল, রঘুরামপুরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ফলে সেখান থেকে সরে যাচ্ছেন বাসিন্দারা।
কুমিল্লা পাউবো উপবিভাগীয় প্রকৌশলী মো. সেলিম জানান, গোমতীতে পানি ৮ দশমিক ৫ সেন্টিমিটার বিপৎসীমার বিপরীতে বর্তমানে ৭ দশমিক ১০ সেন্টিমিটার রয়েছে। প্রতি ঘণ্টায় ৭ থেকে ১০ সেন্টিমিটার হারে পানির উচ্চতায় বাড়ছে। তবে রাতের দিকে পানি কমার সম্ভাবনা আছে।
কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের দুর্গাপুর জেলেপাড়াসংলগ্ন ও আলেখার চর সেতুসংলগ্ন বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও এলাকার লোকজন তাৎক্ষণিকভাবে বাঁধ মেরামতের কাজ করেন। এ জন্য আমতলী থেকে পালপাড়া সেতু পর্যন্ত অংশে বাঁধের রাস্তায় ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
খবর পেয়ে সোমবার রাতেই গোমতীর বাঁধ পরিদর্শনে যান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, পাউবোর নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। সেখানে তাঁরা তাৎক্ষণিক মেরামতকাজসহ স্থানীয়দের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক থাকার আহ্বান জানান।
দুর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘গোমতী নদীসংলগ্ন জেলেপাড়া এলাকার অধিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাঁরা রাতভর বাঁধ ভাঙার আতঙ্কে থাকেন। অনেক সময় বাঁধ ভাঙার গুজব ওঠে। বাঁধে অঘটন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আমরা সতর্কাবস্থায় রয়েছি।’
আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাত ৩টার দিকে দুর্গাপুরে গোমতীর বাঁধে যাই। সেখানে দেখা যায়, বাঁধের বিভিন্ন স্থানে ছোট ছোট গর্ত হয়েছে। স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার আশ্বস্ত করেছি।’
এদিকে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেড়িবাঁধের ভেতরের দুটি গ্রাম ঢলে প্লাবিত হয়ে প্রায় অর্ধসহস্র পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া দেবিদ্বার পৌর এলাকার পুরোনো বাজার বেড়িবাঁধের ভেতরেও ১০-১২টি পরিবার পানিবন্দী অবস্থায় আছে।
জাফরগঞ্জ ইউনিয়নের বেড়িবাঁধের ভেতরের রঘুরামপুরে গতকাল দুপুরে দেখা গেছে, এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ ফসলি জমি ডুবে গেছে। কেউ কেউ কোমরপানিতে আসবাবসহ মালামাল মাথায় করে নিয়ে নৌকায় তুলছেন। পুকুরের মাছ ভেসে যাওয়ায় ক্ষতিতে পড়েছেন চাষিরা।
জাফরগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান মো. সোহরাব হোসেন জানান, ইউনিয়নের দুটি গ্রামে সাড়ে ৪ শতাধিক পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। সেখানে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন, ‘বেড়িবাঁধের নিচে হওয়ায় উপজেলার দুটি গ্রাম প্লাবিত হয়েছে। ইতিমধ্যে লোকজনকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।’
কুমিল্লা পাউবো নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান বলেন, ‘সোমবারের চেয়ে মঙ্গলবার উন্নতি হয়েছে। তবে পানির উচ্চতা ওঠানামা করছে। সমতল কোথাও প্লাবিত হয়নি। তবে যারা নদীর চরে বসবাস করে, তাদের বাড়িঘর ও স্থাপনায় পানি ঢুকছে। তবে আতঙ্ক ছড়ানোর কিছু নেই।’
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘বাঁধ সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় জিও ব্যাগ প্রস্তুত আছে । প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে