শাহরিয়ার হাসান, ঢাকা
মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা অর্ধেকেরও বেশি মামলার আসামিরা খালাস পেয়ে যাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, তদন্ত, সাক্ষ্যপ্রমাণের দুর্বলতাই এর কারণ; যাতে দায় আছে পুলিশেরও। এ জন্য পুলিশ সদর দপ্তর মাদক মামলায় সাজার হার বাড়াতে পদক্ষেপ নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে। কোনো পুলিশ সদস্য সাক্ষ্য দিতে না গেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সদর দপ্তরের নির্দেশনার পর ডিএমপি কমিশনারও এ বিষয়ে মহানগরের ৫০ থানার কর্মকর্তাদের তদন্তে ফাঁক না রাখার এবং সাক্ষ্যপ্রমাণ নিশ্চিত করার নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, মাদক মামলার আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা গেলে মাদকদ্রব্যের কারবার কমে যাবে।পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র বলছে, দুর্বল তদন্ত, অভিযোগপত্রে ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক বর্ণনা না থাকা, সাক্ষীদের অনুপস্থিতি, অভিযোগপত্রের সঙ্গে অসংগতিপূর্ণ সাক্ষ্য, আলামত জব্দ তালিকার গরমিলসহ বেশ কয়েকটি কারণে সাজা থেকে বেঁচে যাচ্ছে মাদক মামলার আসামিরা। উপযুক্ত সাজা না হওয়ায় মাদকের কারবার বাড়ছেই।
পরিসংখ্যান বলছে, ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৩ বছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ লাখ ৫৬ হাজার ৫৪০ মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৫২১ জনকে। একই সময়ে বিভিন্ন আদালতে ৩৪ হাজার ৪৫৭টি মামলার রায় হয়েছে।এর মধ্যে ১৬ হাজার ৮১২টি মামলায় সাজা হয়েছে। আসামিরা খালাস পেয়েছে ১৭ হাজার ৬৪৫টি মামলায়। এই ৩৪ হাজার ৪৫৭টি মামলায় আসামি ছিল ৩৭ হাজার ৬৭ জন। তাদের মধ্যে সাজা হয়েছে ১৭ হাজার ৪২৪ জনের। খালাস পেয়েছে ১৯ হাজার ৬৪৩ জন।
সাজার হার কম হওয়ার কারণ সম্পর্কে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, মাদক মামলার জব্দ তালিকার সাক্ষী অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু সাক্ষীদের অনেকে আদালতে আসতে অনীহা দেখান। আবার অনেক মামলায় সাক্ষীদের সঠিক নাম-ঠিকানা না থাকায় আদালতে হাজির করা যায় না। আবার যাঁরা আসেন, তাঁদের কেউ কেউ আসামিপক্ষের সঙ্গে যোগাযোগ করে আসামির পক্ষে কথা বলেন। এসব কারণে মূলত মামলা থেকে আসামিরা খালাস পায়। আবার অনেক সময় পুলিশ আসামিকে আদালতে হাজির করতে ব্যর্থ হয়।
পুলিশের কর্মকর্তারা বলছেন, সঠিক তদন্ত, পূর্ণাঙ্গ অভিযোগপত্র, জব্দ তালিকা, সাক্ষী ও আসামি আদালতে হাজির করা পুলিশের দায়িত্ব। এ জন্য মাদক মামলায় আসামিদের সাজার হার বাড়ানো ও সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, চলতি বছর পুলিশ সদর দপ্তরের প্রথম ত্রৈমাসিক সভায় মাদক মামলার আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সভায় বলা হয়, পুলিশ সদস্য সাক্ষীর পাশাপাশি অন্য সাক্ষীদেরও আদালতে উপস্থিতি নিশ্চিত করতে হবে। জব্দ তালিকার প্রকৃত সময়, তারিখ ও ঘটনাস্থলের সঙ্গে মিল রেখে মামলা করতে হবে। এজাহার দায়েরকারী কর্মকর্তাকে ছাড়া অন্য কর্মকর্তাকে দিয়ে মামলার তদন্ত করাতে হবে। জব্দ আলামত সংখ্যায় নয়, ওজনে সঠিক পরিমাপ করতে হবে। সাক্ষী পুলিশ সদস্য আদালতে অনুপস্থিত থাকলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। মামলাগুলো ধাপে ধাপে আলাদা কর্মকর্তা দিয়ে তদারকি করালে সাজার হার বৃদ্ধি নিশ্চিত করা যাবে।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি-অপারেশনস) আনোয়ার হোসেন বলেন, ছোট ছোট কিছু বিষয়ের জন্য মাদক মামলার আসামিরা খালাস পেয়ে যাচ্ছে। প্রকৃত কোনো আসামি যেন সাজা থেকে মাফ না পায়, সে জন্য সংশ্লিষ্ট তদন্তকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনার পর এ বিষয়ে ডিএমপির ৫০টি থানার কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে দিয়েছেন ডিএমপি কমিশনার। চিঠিতে বলা হয়েছে, জব্দ তালিকার সাক্ষীদের জবানবন্দি কার্যবিধির ১৬১ ধারায় লিপিবদ্ধ করে সাক্ষীদের সঙ্গে সঙ্গে পড়ে শোনাতে হবে।
মামলার বিচার চলাকালে কাঠগড়ায় ওঠার আগেই সাক্ষীকে ঘটনা সম্পর্কে, জব্দ তালিকার বিষয়ে মনে করিয়ে দিতে হবে। সংশোধিত সাক্ষ্য আইনে ছবি ও ভিডিও চিত্রের সাক্ষ্যগত মূল্য রয়েছে। সুতরাং, জব্দ তালিকা প্রস্তুতকালে অবশ্যই ছবি ও ভিডিও ধারণ করে মামলার নথিপত্রে সংযুক্ত করতে হবে। মামলার তদন্ত শেষে ‘চার্ট অব এভিডেন্স’ অবশ্যই দাখিল করতে হবে।
জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, মাদক মামলায় আসামিদের সাজার হার বাড়ানোর চেষ্টা চলছে। মাদক মামলার আসামিদের কারাগারে আটক রাখতে পারলে মাদকের সরবরাহ কমে যাবে। ব্যবসা ছোট হয়ে আসবে। তাই তদন্তে যেন কোনো ফাঁক না থাকে, পুলিশ কর্মকর্তারা সেই চেষ্টা করছেন।
মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা অর্ধেকেরও বেশি মামলার আসামিরা খালাস পেয়ে যাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, তদন্ত, সাক্ষ্যপ্রমাণের দুর্বলতাই এর কারণ; যাতে দায় আছে পুলিশেরও। এ জন্য পুলিশ সদর দপ্তর মাদক মামলায় সাজার হার বাড়াতে পদক্ষেপ নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে। কোনো পুলিশ সদস্য সাক্ষ্য দিতে না গেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সদর দপ্তরের নির্দেশনার পর ডিএমপি কমিশনারও এ বিষয়ে মহানগরের ৫০ থানার কর্মকর্তাদের তদন্তে ফাঁক না রাখার এবং সাক্ষ্যপ্রমাণ নিশ্চিত করার নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, মাদক মামলার আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা গেলে মাদকদ্রব্যের কারবার কমে যাবে।পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র বলছে, দুর্বল তদন্ত, অভিযোগপত্রে ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক বর্ণনা না থাকা, সাক্ষীদের অনুপস্থিতি, অভিযোগপত্রের সঙ্গে অসংগতিপূর্ণ সাক্ষ্য, আলামত জব্দ তালিকার গরমিলসহ বেশ কয়েকটি কারণে সাজা থেকে বেঁচে যাচ্ছে মাদক মামলার আসামিরা। উপযুক্ত সাজা না হওয়ায় মাদকের কারবার বাড়ছেই।
পরিসংখ্যান বলছে, ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৩ বছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ লাখ ৫৬ হাজার ৫৪০ মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৫২১ জনকে। একই সময়ে বিভিন্ন আদালতে ৩৪ হাজার ৪৫৭টি মামলার রায় হয়েছে।এর মধ্যে ১৬ হাজার ৮১২টি মামলায় সাজা হয়েছে। আসামিরা খালাস পেয়েছে ১৭ হাজার ৬৪৫টি মামলায়। এই ৩৪ হাজার ৪৫৭টি মামলায় আসামি ছিল ৩৭ হাজার ৬৭ জন। তাদের মধ্যে সাজা হয়েছে ১৭ হাজার ৪২৪ জনের। খালাস পেয়েছে ১৯ হাজার ৬৪৩ জন।
সাজার হার কম হওয়ার কারণ সম্পর্কে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, মাদক মামলার জব্দ তালিকার সাক্ষী অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু সাক্ষীদের অনেকে আদালতে আসতে অনীহা দেখান। আবার অনেক মামলায় সাক্ষীদের সঠিক নাম-ঠিকানা না থাকায় আদালতে হাজির করা যায় না। আবার যাঁরা আসেন, তাঁদের কেউ কেউ আসামিপক্ষের সঙ্গে যোগাযোগ করে আসামির পক্ষে কথা বলেন। এসব কারণে মূলত মামলা থেকে আসামিরা খালাস পায়। আবার অনেক সময় পুলিশ আসামিকে আদালতে হাজির করতে ব্যর্থ হয়।
পুলিশের কর্মকর্তারা বলছেন, সঠিক তদন্ত, পূর্ণাঙ্গ অভিযোগপত্র, জব্দ তালিকা, সাক্ষী ও আসামি আদালতে হাজির করা পুলিশের দায়িত্ব। এ জন্য মাদক মামলায় আসামিদের সাজার হার বাড়ানো ও সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, চলতি বছর পুলিশ সদর দপ্তরের প্রথম ত্রৈমাসিক সভায় মাদক মামলার আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সভায় বলা হয়, পুলিশ সদস্য সাক্ষীর পাশাপাশি অন্য সাক্ষীদেরও আদালতে উপস্থিতি নিশ্চিত করতে হবে। জব্দ তালিকার প্রকৃত সময়, তারিখ ও ঘটনাস্থলের সঙ্গে মিল রেখে মামলা করতে হবে। এজাহার দায়েরকারী কর্মকর্তাকে ছাড়া অন্য কর্মকর্তাকে দিয়ে মামলার তদন্ত করাতে হবে। জব্দ আলামত সংখ্যায় নয়, ওজনে সঠিক পরিমাপ করতে হবে। সাক্ষী পুলিশ সদস্য আদালতে অনুপস্থিত থাকলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। মামলাগুলো ধাপে ধাপে আলাদা কর্মকর্তা দিয়ে তদারকি করালে সাজার হার বৃদ্ধি নিশ্চিত করা যাবে।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি-অপারেশনস) আনোয়ার হোসেন বলেন, ছোট ছোট কিছু বিষয়ের জন্য মাদক মামলার আসামিরা খালাস পেয়ে যাচ্ছে। প্রকৃত কোনো আসামি যেন সাজা থেকে মাফ না পায়, সে জন্য সংশ্লিষ্ট তদন্তকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনার পর এ বিষয়ে ডিএমপির ৫০টি থানার কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে দিয়েছেন ডিএমপি কমিশনার। চিঠিতে বলা হয়েছে, জব্দ তালিকার সাক্ষীদের জবানবন্দি কার্যবিধির ১৬১ ধারায় লিপিবদ্ধ করে সাক্ষীদের সঙ্গে সঙ্গে পড়ে শোনাতে হবে।
মামলার বিচার চলাকালে কাঠগড়ায় ওঠার আগেই সাক্ষীকে ঘটনা সম্পর্কে, জব্দ তালিকার বিষয়ে মনে করিয়ে দিতে হবে। সংশোধিত সাক্ষ্য আইনে ছবি ও ভিডিও চিত্রের সাক্ষ্যগত মূল্য রয়েছে। সুতরাং, জব্দ তালিকা প্রস্তুতকালে অবশ্যই ছবি ও ভিডিও ধারণ করে মামলার নথিপত্রে সংযুক্ত করতে হবে। মামলার তদন্ত শেষে ‘চার্ট অব এভিডেন্স’ অবশ্যই দাখিল করতে হবে।
জানতে চাইলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, মাদক মামলায় আসামিদের সাজার হার বাড়ানোর চেষ্টা চলছে। মাদক মামলার আসামিদের কারাগারে আটক রাখতে পারলে মাদকের সরবরাহ কমে যাবে। ব্যবসা ছোট হয়ে আসবে। তাই তদন্তে যেন কোনো ফাঁক না থাকে, পুলিশ কর্মকর্তারা সেই চেষ্টা করছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে