Ajker Patrika

জলাশয়ে মাছ ধরতে বাধা, থানায় মামলা

ফুলছড়ি( গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৪: ৪৫
জলাশয়ে মাছ ধরতে বাধা, থানায় মামলা

গাইবান্ধার ফুলছড়িতে সরকারি জলাশয় থেকে মাছ ধরতে ইজারাদারকে বাধা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এতে মৎস্যজীবী সংগঠনের সদস্যরা মাছ ধরতে পারছেন না।

জানা যায়, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ফুলছড়ি বদ্ধ ঘাঘট নদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিন বছরের জন্য ইজারা নেয় দিগন্ত মৎস্যজীবী সমবায় সমিতি নামে একটি সংগঠন। সে মোতাবেক সমিতির সদস্যরা জলাশয়ে মাছ চাষ করেন। সম্প্রতি সমিতির সদস্যরা মাছ ধরতে গেলে বাউশি বালুচর গ্রামের মোহাম্মদ আলী ব্যাপারী ও তাঁর লোকজন বাধা দেন এবং ভয়ভীতি দেখান। এতে সমিতির সভাপতি বিজয় কুমার সরকার গত ২৭ অক্টোবর ফুলছড়ি থানায় একটি মামলা করেন। এর আগে তিনি গাইবান্ধা জেলা প্রশাসক ও ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে বিষয়টি অবগত করেন।

বিজয় কুমার সরকার জানান, মাছ ধরতে বাধা পেয়ে থানায় মামলা ও প্রশাসনকে অবহিত করেন। কিন্তু সহকারী কমিশনার (ভূমি) কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহারের নির্দেশ দেন বলে অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘মৎস্যজীবী সমিতির সভাপতির অভিযোগটি সঠিক নয়। আমি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য বলেছি। তবে মাছ আহরণে আর কেউ বাধা প্রদান করবে না।’

গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেবুন নাহার বলেন, ‘আমরা তিন বছরের জন্য ওই সমিতিকে জলাশয়টি ইজারা দিয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত