আম আদমির নজর এবার হরিয়ানাতে

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৪: ৪০
Thumbnail image

ভারতের দিল্লি ও পাঞ্জাবের ক্ষমতা দখলের পর এবার হরিয়ানাতেও শক্তিশালী হচ্ছে আম আদমি পার্টি (এএপি)। উত্তরাঞ্চলীয় এ রাজ্যটিতে ইতিমধ্যে কংগ্রেস ও বিজেপির শিবিরে বড় ধরনের ভাঙন ধরিয়ে এএপি নিজেদের তুলে ধরতে চাইছে কংগ্রেসের বিকল্প হিসেবে।

আম আদমি পার্টির নির্বাচনী প্রতীক ‘ঝাড়ু’। সেই ঝাড়ু হাতেই দেশ থেকে দুর্নীতি দূর করার শপথ নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল। পশ্চিমবঙ্গেও বেড়েছে দলটির সক্রিয়তা।

হরিয়ানার সাবেক মন্ত্রী ও কংগ্রেস নেতা বীজেন্দ্র সিং, বিজেপির সাবেক বিধায়ক উমেশ আগরওয়ালসহ এক ঝাঁক নেতা যোগ দিয়েছেন আম আদমি পার্টিতে। তাঁদের দলে বরণ করে নিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।

তাঁর দাবি, মানুষ কাজের সরকারকে বেছে নিচ্ছে। তাই আগামী দিনে ভারতের কেন্দ্রীয় সরকার গঠন করবে আম আদমি। আর কেজরিওয়ালই হবেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী।

পাঞ্জাব জয়ের পর গোটা দেশেই বাড়তি ‘অক্সিজেন’ পেয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর দল। তাই কংগ্রেস ও বিজেপির বিক্ষুব্ধদের ভাগিয়ে নিয়ে সর্বভারতীয় স্তরে নিজেদের শক্তি বৃদ্ধিতে তারা সক্রিয়। তবে পশ্চিমবঙ্গে কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, বিজেপির ‘বি-টিম’ হিসেবে কাজ করছে আম আদমি পার্টি।

যদিও অধীরের অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেছেন, গণতান্ত্রিক দেশে সবারই রাজনীতি করার অভিযোগ রয়েছে। আগামী বছর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন। গ্রাম দখলের সেই নির্বাচনেও প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে আম আদমি পার্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত