কুমিল্লা, হোমনা ও দাউদকান্দি প্রতিনিধি
শঙ্কা ও উৎকণ্ঠায় আজ রোববার কুমিল্লার তিনটি উপজেলার ৩০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এবারের নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগেই কয়েকটি ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুষ্ঠু ও নিরাপদ ভোটগ্রহণ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে শঙ্কা ও আতঙ্ক বিরাজ করছে।
কুমিল্লার তিন উপজেলার ৩০টি ইউপিতে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১ হাজার ৪৯৭ জন প্রতিনিধি লড়ছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩০টি ইউপিতে ২৮৮টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে বরুড়ায় রয়েছে ৯২টি কেন্দ্র, হোমনায় ৮৩টি ও দাউদকান্দিতে ১১১টি কেন্দ্র রয়েছে। এসব ইউপিতে ভোটার রয়েছেন ৫ লাখ ১১ হাজার ৮০০ জন।
সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ: উপজেলার ৯টি ইউপিতে ৮৩টি কেন্দ্রে ৪৪২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ এবং ৪৩টিকে অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রশাসন। যোগাযোগ ব্যবস্থা এবং অপরাধপ্রবণ এলাকা বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।
১ নম্বর মাথাভাঙা ইউপির চারটি, ২ নম্বর ঘাগুটিয়া ইউপির পাঁচটি, ৩ নম্বর দুলালপুর ইউপির সাতটি, ৪ নম্বর চান্দেরচর ইউপির চারটি, ৫ নম্বর আসাদপুর ইউপির চারটি, ৬ নম্বর নিলখী ইউপির চারটি, ৭ নম্বর ভাষানিয়া ইউপির ছয়টি, ৮ নম্বর ঘারমোড়া ইউপির পাঁচটি ও ৯ নম্বর জয়পুর ইউপির চারটিকে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলাবাহিনী পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
উপজেলার ৯টি ইউপির মোট ভোটার রয়েছে ১ লাখ ৩৭ হাজার। এঁদের মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৭০১ জন এবং নারী ভোটার রয়েছেন ৬৬ হাজার ৩২৮ জন।
এবার চেয়ারম্যান পদে ৪২, সংরক্ষিত সদস্য ৮৯ এবং সাধারণ সদস্য পদে ২৯৩ জনসহ মোট ৪২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নিলখী ইউপির বর্তমান চেয়ারম্যান জালাল উদ্দিন, ভাষানিয়া ইউপির ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী সদস্য পদে মাফিয়া বেগম নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদী আজকের পত্রিকাকে বলেন, ‘একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্যই আমাদের সব প্রচেষ্টা। আশা করি, সবার সহযোগিতায় সেটি করতে পারব।’
ঝুঁকি এবং নিরাপত্তা ব্যবস্থাসহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত যোগাযোগ ব্যবস্থা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির নিকটবর্তী কেন্দ্র, অতীতে সহিংসতার ঘটনা, অপরাধপ্রবণ এলাকা বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা, বিশেষ আইনশৃঙ্খলা সভা, আচরণবিধি লঙ্ঘনের জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিশেষ অভিযান, গোয়েন্দা সংস্থার মাধ্যমে কঠোর নজরদারি অব্যাহত আছে।’
ইউএনও জানান, ভোট কেন্দ্রে আনসার সদস্য, পুলিশের কেন্দ্র ইনচার্জ, মোবাইল টিম, স্পেশাল মোবাইল টিম, স্ট্রাইকিং পার্টি, ডিবি টিম, সেক্টর ইন-চার্জ, ১২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সঙ্গে ৩ প্লাটুন বিজিবি, র্যাবের ৩টি টিম নিয়োজিত থাকবে। পুলিশের ৪৮২ জন সদস্য নিয়োজিত থাকবেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ‘সবগুলো কেন্দ্রের নিরাপত্তাসহ অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন থাকবে।’
সংঘর্ষ এড়াতে সতর্ক প্রশাসন: উপজেলার ১২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়ানো হয়েছে বাড়তি নজরদারিও। ইউপিগুলোতে চেয়ারম্যান পদে ৫৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১২ জন এবং সাধারণ সদস্য পদে ৪১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান জানান, ‘নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। যদি কেউ প্রভাব খাঁটিয়ে অনিয়ম ও বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাঁকে বা তাঁদের দমন করা হবে। ভোটাররা নির্ভয়ে স্ব স্ব ভোটকেন্দ্রে এসে তাঁদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবেন।’
ইউপিগুলোতে ১১১টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৫টি স্থায়ী এবং ১৭টি অস্থায়ী কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এসব ইউপিতে ভোটারসংখ্যা ১ লাখ ৯৪ হাজার ২৬৫ জন। এঁদের মধ্যে তৃতীয় লিঙ্গের দুজন ভোটার রয়েছেন।
উপজেলায় নির্বাচন ঘিরে ইতিমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল শনিবার বিভিন্ন এলাকায় ঘুরে র্যাব, পুলিশ ও আনসার সদস্যের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তা ছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।’
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘অনিয়মকারী কাউকে ছাড় দেওয়া হবে না।’
শঙ্কা ও উৎকণ্ঠায় আজ রোববার কুমিল্লার তিনটি উপজেলার ৩০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এবারের নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগেই কয়েকটি ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুষ্ঠু ও নিরাপদ ভোটগ্রহণ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে শঙ্কা ও আতঙ্ক বিরাজ করছে।
কুমিল্লার তিন উপজেলার ৩০টি ইউপিতে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১ হাজার ৪৯৭ জন প্রতিনিধি লড়ছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩০টি ইউপিতে ২৮৮টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে বরুড়ায় রয়েছে ৯২টি কেন্দ্র, হোমনায় ৮৩টি ও দাউদকান্দিতে ১১১টি কেন্দ্র রয়েছে। এসব ইউপিতে ভোটার রয়েছেন ৫ লাখ ১১ হাজার ৮০০ জন।
সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ: উপজেলার ৯টি ইউপিতে ৮৩টি কেন্দ্রে ৪৪২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ এবং ৪৩টিকে অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রশাসন। যোগাযোগ ব্যবস্থা এবং অপরাধপ্রবণ এলাকা বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।
১ নম্বর মাথাভাঙা ইউপির চারটি, ২ নম্বর ঘাগুটিয়া ইউপির পাঁচটি, ৩ নম্বর দুলালপুর ইউপির সাতটি, ৪ নম্বর চান্দেরচর ইউপির চারটি, ৫ নম্বর আসাদপুর ইউপির চারটি, ৬ নম্বর নিলখী ইউপির চারটি, ৭ নম্বর ভাষানিয়া ইউপির ছয়টি, ৮ নম্বর ঘারমোড়া ইউপির পাঁচটি ও ৯ নম্বর জয়পুর ইউপির চারটিকে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলাবাহিনী পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
উপজেলার ৯টি ইউপির মোট ভোটার রয়েছে ১ লাখ ৩৭ হাজার। এঁদের মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ৭০১ জন এবং নারী ভোটার রয়েছেন ৬৬ হাজার ৩২৮ জন।
এবার চেয়ারম্যান পদে ৪২, সংরক্ষিত সদস্য ৮৯ এবং সাধারণ সদস্য পদে ২৯৩ জনসহ মোট ৪২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নিলখী ইউপির বর্তমান চেয়ারম্যান জালাল উদ্দিন, ভাষানিয়া ইউপির ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী সদস্য পদে মাফিয়া বেগম নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদী আজকের পত্রিকাকে বলেন, ‘একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্যই আমাদের সব প্রচেষ্টা। আশা করি, সবার সহযোগিতায় সেটি করতে পারব।’
ঝুঁকি এবং নিরাপত্তা ব্যবস্থাসহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত যোগাযোগ ব্যবস্থা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির নিকটবর্তী কেন্দ্র, অতীতে সহিংসতার ঘটনা, অপরাধপ্রবণ এলাকা বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা, বিশেষ আইনশৃঙ্খলা সভা, আচরণবিধি লঙ্ঘনের জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিশেষ অভিযান, গোয়েন্দা সংস্থার মাধ্যমে কঠোর নজরদারি অব্যাহত আছে।’
ইউএনও জানান, ভোট কেন্দ্রে আনসার সদস্য, পুলিশের কেন্দ্র ইনচার্জ, মোবাইল টিম, স্পেশাল মোবাইল টিম, স্ট্রাইকিং পার্টি, ডিবি টিম, সেক্টর ইন-চার্জ, ১২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সঙ্গে ৩ প্লাটুন বিজিবি, র্যাবের ৩টি টিম নিয়োজিত থাকবে। পুলিশের ৪৮২ জন সদস্য নিয়োজিত থাকবেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ‘সবগুলো কেন্দ্রের নিরাপত্তাসহ অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন থাকবে।’
সংঘর্ষ এড়াতে সতর্ক প্রশাসন: উপজেলার ১২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়ানো হয়েছে বাড়তি নজরদারিও। ইউপিগুলোতে চেয়ারম্যান পদে ৫৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১২ জন এবং সাধারণ সদস্য পদে ৪১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান জানান, ‘নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। যদি কেউ প্রভাব খাঁটিয়ে অনিয়ম ও বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাঁকে বা তাঁদের দমন করা হবে। ভোটাররা নির্ভয়ে স্ব স্ব ভোটকেন্দ্রে এসে তাঁদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবেন।’
ইউপিগুলোতে ১১১টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৫টি স্থায়ী এবং ১৭টি অস্থায়ী কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এসব ইউপিতে ভোটারসংখ্যা ১ লাখ ৯৪ হাজার ২৬৫ জন। এঁদের মধ্যে তৃতীয় লিঙ্গের দুজন ভোটার রয়েছেন।
উপজেলায় নির্বাচন ঘিরে ইতিমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল শনিবার বিভিন্ন এলাকায় ঘুরে র্যাব, পুলিশ ও আনসার সদস্যের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তা ছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।’
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘অনিয়মকারী কাউকে ছাড় দেওয়া হবে না।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে