আজ সিটির ভাগ্য নির্ধারণ নিজেদের মাঠেই

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেও চ্যাম্পিয়নস লিগে এখনো ব্যর্থ ম্যানচেস্টার সিটি। ইউরোপীয় শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চে সিটির শিরোপার ঘর এখনো শূন্য। এবারের মৌসুমে সেই স্বপ্ন পূরণ করতে হলে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে তাদের।

স্বপ্নপূরণে প্রতি মৌসুমে দলবদলে খেলোয়াড়দের পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে সিটি। কিন্তু সাফল্যের দেখা পায় না তারা।

আজ শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকতে নিজেদের মাঠে ভাগ্য লেখার সুযোগ পাচ্ছে তারা। শেষ ষোলোর প্রথম লেগে আরবি লাইপজিগের মাঠে ১-১ গোল ড্র হওয়ায় আজ জিততেই হবে। পারফরম্যান্স অবশ্য তাদের পক্ষেই কথা বলছে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের চার জয়ের সঙ্গে এক ম্যাচ ড্র করেছে তারা। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ সিটির।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর অন্য ম্যাচে পোর্তোর মাঠে খেলবে ইন্টার মিলান। প্রথম লেগে নিজেদের মাঠ সান সিরোতে ১-০ গোলের জয়ে এগিয়ে আছে ইতালিয়ান ক্লাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত