বন্দরে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ

বন্দর প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১০: ২৪
Thumbnail image

নারায়ণগঞ্জের বন্দরে পলি রাণী বর্মণ (২৫) নামে এক গৃহবধূর গায়ে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও স্বামীর প্রেমিকার বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে বন্দর থানায় পলি রাণী বর্মন নিজে বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন আসামিরা।

অভিযুক্তরা হচ্ছেন, ইস্পাহানি এলাকার রাজন চন্দ্র বর্মণ (৩৪) এবং শীলা রানি বর্মণ (২৩)।

পলি রাণী বর্মণ জানান, প্রায় ১৫ বছর পূর্বে রাজন চন্দ্র বর্মণের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তবে কন্যার জন্মের পরেই রাজন শীলা রানি বর্মণ নামে একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে যান। এতে বাঁধা দিলে রাজন প্রায়ই হত্যার হুমকি দিতেন তাকে। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজন তাঁর প্রেমিকা শীলার সহযোগিতায় টিনের চালে উঠে তার ফাঁকা দিয়ে পলির গায়ে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে ভুক্তভোগীর চিৎকারে স্বজনেরা এগিয়ে এলে পালিয়ে যান রাজন। পরে পলিকে দ্রুত শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঘটনার ৩ দিন পর কিছুটা সুস্থ হয়ে বন্দর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন পলি।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক আসমা আক্তার জানান, ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এই ঘটনায় আসামিদের কেউই এখনো গ্রেপ্তার হননি। তবে তাঁদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত