Ajker Patrika

ডিআইজি হলেন লালপুরের শাফিউর

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২২, ১২: ৪২
ডিআইজি হলেন লালপুরের শাফিউর

নাটোরের লালপুরের বাসিন্দা রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) শাহ মিজান শাফিউর রহমান অনু ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) হিসেবে পদোন্নতি পেয়েছেন। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে ডিআইজি হিসেবে ৩২ জন পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে শাহ মিজান শাফিউর রহমান বলেন, ‘ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) পদে পদোন্নতিতে আমার প্রতি দয়া করার জন্য আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও স্মরণ করি; যিনি আমাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। তাঁর অবদান ও অনন্য নেতৃত্বের কারণে আমরা পদোন্নতি পেয়েছি। আমি সর্বদা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব, সম্মানিত সংস্থাপন সচিব, সম্মানিত স্বরাষ্ট্রসচিব, সম্মানিত আইজিপি, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীদের মনে রাখব; যাঁরা আমাদের ডিআইজি হিসেবে পদোন্নতি পেতে সহায়তা করেন।’

শাফিউর রহমান নাটোরের লালপুরের মুরদহ গ্রামে ১৯৭১ সালের ২৫ জুলাই জন্ম গ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। তাঁর বাবা প্রয়াত শিক্ষক হাফিজুর রহমান ও মা নাজনীন বেগম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত