Ajker Patrika

খোকসায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ১৬ নেতাকে বহিষ্কারের সুপারিশ

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ১০
খোকসায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ১৬ নেতাকে বহিষ্কারের সুপারিশ

কুষ্টিয়ার খোকসায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৬ নেতাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগ বরাবর খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এ বহিষ্কারের সুপারিশ করা হয়। গত শনিবার রাতে এ খবর জানাজানি হয়।

বহিষ্কারের সুপারিশ তালিকায় আছেন খোকসা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী বিশ্বাস, খোকসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সুপারিশপ্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম, খোকসা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুকুল, জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কুদ্দুস, উপজেলা যুবলীগের সদস্য সিরাজুল ইসলাম, জয়ন্তী হাজরা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আবদুস শকীব খান, বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলাম, গোপগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রহমান খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজমুস সালেহীন। এ ছাড়া জানিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার ঘোষ ও শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলামকে বিদ্রোহী প্রার্থীর মনোনয়নের প্রস্তাবকারী হওয়ায় দল থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়।

বাবুল আক্তার বলেন, স্থায়ী বহিষ্কারের সুপারিশকারীদের মধ্যে কেউ বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আবার কেউ তাঁদের মদদ দিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত