Ajker Patrika

দারিদ্র্যের কাছে হার মানেননি বাইজীদ

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৫
দারিদ্র্যের কাছে হার মানেননি বাইজীদ

চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করেও নানা প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে ছাপাখানার ব্যবসায়ে সফলতা পেয়েছেন পাইকগাছার বাইজীদ নামের এক যুবক। পরের একটি ছাপাখানায় কাজ করা সৎ, আত্মবিশ্বাসী ও কঠোর পরিশ্রমী এই মানুষটি আজ নিজেই একটি ছাপাখানার মালিক।

বাইজীদ জানান, পাইকগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সরল গ্রামের মৃত শওকত আলী গাজীর অতি দরিদ্র পরিবারে জন্ম নেন বাইজীদ। পরিবারের অভাব অনটনের কারণে পড়ালেখা বাদ দিয়ে কিশোর বয়স থেকেই কাজ শুরু করেন। ১৯৯৩ সালে উপজেলা সদরের একটি ছাপাখানায় ভাতের বিনিময়ে কাজ শুরু করেন তিনি। ১ বছর পর মাসিক ৫০০ টাকা বেতন পাওয়া শুরু করেন। সেখানে ৭-৮ বছর কাজ করার পর অফসেট ছাপাখানার কাজ শিখতে ঢাকায় চলে যান বাইজীদ।

ঢাকার ওই ছাপাখানায় ৮ মাস কাজ করার পর অফসেট মেশিন পরিচালনায় তিনি দক্ষ হয়ে ওঠেন। এরপর নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে নিকট এক আত্মীয়ের কাছ থেকে কিস্তিতে একটি মুদ্রণযন্ত্র কেনেন। সেটি দিয়ে কাজ শুরু করেন। পরবর্তী সময়ে বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে পুরোনো মুদ্রণ যন্ত্রটি বিক্রি করে নতুন মডেলের যন্ত্র স্থাপন করেন। কম খরচে কাজের মান ভালো হওয়ায় বাইজীদের সুনাম ছড়িয়ে পড়ে এলাকার সবখানে। কিন্তু ২০২০ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদ্রণযন্ত্রসহ ছাপাখানার বিভিন্ন জিনিস পুড়ে কয়েক লাখ টাকা ক্ষতি হয়। কিন্তু এতে দমে না গিয়ে পাশে আরেকটি মার্কেটে নতুন ঘরে ঋণ নিয়ে নতুনভাবে ব্যবসা শুরু করে। সম্প্রতি তাঁর ছাপাখানায় নতুনভাবে যুক্ত হয়েছে ডিজিটাল প্যানা মেশিন।

বর্তমানে বাইজীদ দুটি ঘরে ব্যবসা পরিচালনা করছেন, যার একটি ঘরে রয়েছে মুদ্রণ যন্ত্র, আরেকটি ঘরে রয়েছে ডিজিটাল প্যানা মেশিন। ৩-৪ জন কর্মচারী তাঁর প্রতিষ্ঠানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন।

বাইজীদ আরও বলেন, ‘অতীতের কথা মনে পড়লে এখনো চোখে জল চলে আসে। তবে চেষ্টা, শ্রম, সততা ও আত্মবিশ্বাস থাকলে এগিয়ে যাওয়ার পথে দারিদ্র্য কোনো প্রতিবন্ধকতা নয়। প্রেস ব্যবসা করে আমি এখন পরিবার পরিজন নিয়ে সুখেই আছি। আমার এখানে কাজ শিখে এখন অনেকেই ছাপাখানার ব্যবসা করছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত