Ajker Patrika

ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১২: ৪০
ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর থানার সিঅ্যান্ডবি বাড়ৈগাঁও মাদ্রাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বেলাব উপজেলার হাড়িসাংগান গ্রামের বাসিন্দা মো. শাহআলম (২৩) ও আলাদিন সানি (২০)।

পুলিশ ও নিহতের স্বজনেরা বলেন, হাড়িসাংগান এলাকা থেকে তিনটি মোটরসাইকেল যোগে সাতজন বন্ধু কেনাকাটা করার জন্য শিবপুরে যাচ্ছিলেন। এর মধ্যে একটি মোটরসাইকেলে ছিলেন শাহ আলম, আলাদিন সানি ও শাওন নামের তিন বন্ধু। তারা সিঅ্যান্ডবি বাড়ৈগাঁও মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে যান এবং ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়। পরে গুরুতর আহতাবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে আলাদিন সানির মৃত্যু হয়। আহত শাওন মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ, হাসপাতালে গিয়ে নিহত দুজনের তথ্য সংগ্রহ করেছে। নিহতদের স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত