শাহ আমানত নিরাপদ রুট সোনা চোরাচালানের!

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
আপডেট : ২১ মে ২০২২, ০৯: ৫১
Thumbnail image

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে সোনার চোরাচালান আসছেই। এই বিমানবন্দর যেন নিরাপদ চোরাচালানের রুট হিসেবে পরিণত হয়েছে। কী পরিমাণ সোনা চোরাচালানের মাধ্যমে আসছে, তার হিসাব অবশ্য নেই। তবে গত তিন বছরে এই বিমানবন্দর দিয়ে অবৈধভাবে আনা ১৩৪ কেজি সোনা আটক করা হয়েছে। এসব পণ্যের বাজার মূল্য ৭০ কোটি টাকার বেশি।

কাস্টমস সূত্র জানায়, ২০১৯-২০ অর্থবছরে অবৈধভাবে ১১টি চালানে প্রায় ৩৬ কেজি সোনা আটক করা হয়। যার বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। ২০২০-২১ অর্থ বছরে এই বিমানবন্দর দিয়ে ১৮টি অবৈধ চালানে প্রায় ৭৮ কেজি সোনা আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪১ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বছরে এই বছরের মার্চ পর্যন্ত ১৮টি অবৈধ চালানে প্রায় ২০ কেজি সোনা আটক করা হয়। যার বাজার মূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অর্থনীতিবিদ ড. মইনুল ইসলামের মতে, সোনা চোরাচালানের নামমাত্র আটক হয়। যারা আটক করবে তারাই সোনা চালানের সঙ্গে জড়িত। সোনা চোরাচালানের বেশির ভাগই আটক হয় না বলে উল্লেখ করেন তিনি।

চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. ফখরুল আলম চট্টগ্রাম শাহ্ আমানত বিমানবন্দর দিয়ে দফায় দফায় অবৈধ উপায়ে সোনার চালান আসার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

চট্টগ্রাম শাহ্ আমানত বিমান বন্দরে কর্মরত কাস্টমসের উপকমিশনার মো. এইচ এম কবির আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম শাহ্ আমানত বিমানবন্দর দিয়ে অবৈধভাবে সোনার চালান আসার কথা স্বীকার করে বলেন এসব চালান বেশির ভাগই আসে মধ্যপ্রাচ্যের দেশ থেকে। বিশেষ করে আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েত থেকে। বিভিন্ন সময় আটককৃত স্বর্ণের মামলা গুলোর কী অবস্থা জানতে চাইলে কাস্টমসের উপকমিশনার মো. এইচ এম কবির বলেন, চলমান এবং মামলা গুলো কাস্টমসের পক্ষ থেকে তদারকি করা হয় না।

চট্টগ্রাম শাহ্ আমানত বিমান বন্দরের পরিচালক ফরহাদ হোসেন খান বলেন, ‘অনেকে লাভের আশায় ডিউটি না দিয়ে চোরাই পথে স্বর্ণের বার নিয়ে আসে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এসব অবৈধ কারবার বন্ধ করতে।’

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, শাহ্ আমানত বিমান বন্দরে সোনা চোরা চালানের বেশির ভাগ মামলাই পতেঙ্গা থানায় হয়ে থাকে। মামলাগুলো তদন্ত করে সিআইডি। অনেক মামলা অভিযোগপত্র দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত