আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রওশন আরা জলিল বালিকা উচ্চবিদ্যালয়ের জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ জেলা মহিলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনার কলি স্কুলের জায়গা দখল করে আছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আশুগঞ্জ রেলগেট এলাকায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই মানববন্ধনসহ অবরোধে অংশ নেন।
পরে শিক্ষার্থীরা স্কুলের সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে এই সড়কে চলাচলকারীরা দুর্ভোগে পড়েন।
রওশন আরা জলিল বালিকা উচ্চবিদ্যালয়ের ভূমি লিজ গ্রহণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও স্কুলের অভিভাবক সদস্য আবু মোছার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আতাউর রহমান, মোহাম্মদ খলিল, ফেরদৌস আলম, সেলিম রেজাসহ স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা। এ ছাড়া তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মুজিবর রহমান, আশুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান সরকার, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সরকার কামরুজ্জামান, অভিভাবক মাসুদ সরকার প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা জেলা মহিলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনার কলির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং অবৈধভাবে দখল থেকে স্কুলের জায়গা উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা মহিলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনার কলি বলেন, ‘যে জায়গায় আমি আছি, সেটি আমার শ্বশুরালয়ের জায়গা। এখানে স্কুলের বা অন্য কারও কোনো জায়গা নেই। আমি কোনো জায়গা অবৈধভাবে দখল করিনি।’
স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের করা মানববন্ধন নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এসব বিষয়ে আমার কোনো কিছু জানা নেই।’
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রওশন আরা জলিল বালিকা উচ্চবিদ্যালয়ের জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ জেলা মহিলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনার কলি স্কুলের জায়গা দখল করে আছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার আশুগঞ্জ রেলগেট এলাকায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এই মানববন্ধনসহ অবরোধে অংশ নেন।
পরে শিক্ষার্থীরা স্কুলের সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে এই সড়কে চলাচলকারীরা দুর্ভোগে পড়েন।
রওশন আরা জলিল বালিকা উচ্চবিদ্যালয়ের ভূমি লিজ গ্রহণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও স্কুলের অভিভাবক সদস্য আবু মোছার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আতাউর রহমান, মোহাম্মদ খলিল, ফেরদৌস আলম, সেলিম রেজাসহ স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা। এ ছাড়া তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মুজিবর রহমান, আশুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান সরকার, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সরকার কামরুজ্জামান, অভিভাবক মাসুদ সরকার প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা জেলা মহিলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনার কলির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং অবৈধভাবে দখল থেকে স্কুলের জায়গা উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা মহিলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আনার কলি বলেন, ‘যে জায়গায় আমি আছি, সেটি আমার শ্বশুরালয়ের জায়গা। এখানে স্কুলের বা অন্য কারও কোনো জায়গা নেই। আমি কোনো জায়গা অবৈধভাবে দখল করিনি।’
স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের করা মানববন্ধন নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এসব বিষয়ে আমার কোনো কিছু জানা নেই।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে