Ajker Patrika

সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মানববন্ধন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৩: ১৫
সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার  সকাল ১০টায় পাবলিক ইনস্টিটিউটের আয়োজনে উপজেলার শহীদ মিনার সংলগ্ন যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয় ৷

 ­শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য আ’লীগ নেতা বিএম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল খায়ের, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট শেখ কামাল রেজা, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আ. রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক গোলাম রহমান, শেখ মোসলেম আহমেদ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, এমএ সাজেদ, জাহাঙ্গীর আলম লিটন, তরিকুল ইসলাম, সরদার জিল্লুর রহমান, জুলফিকার আলী, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ কুমার রায়, সনাতন ধর্মীয় নেতা মাস্টার ষষ্ঠী চন্দ্র পাল, মাস্টার উত্তম কুমার পাল, রণজিৎ কুমার ঘোষ, নিত্য গোপাল, রাম লাল দত্ত, শিক্ষার্থী আল মামুন, লাবণ্য রহমান লামিয়াসহ অসংখ্য শিক্ষার্থী, প্রতিবাদী মহিলা ও সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত