সংক্রমণ বাড়লেও অনীহা মাস্কে

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ০৮: ২৯
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১২: ২৯

বগুড়ায় বেড়েই চলেছে করোনার সংক্রমণ। বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যা। কিন্তু প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তথ্য অফিসের প্রচারের পরও স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষের মধ্যে অনীহা বিরাজ করছে। সংক্রমণ বাড়লেও ঘরের বাইরে প্রাত্যহিক কাজকর্মে রাস্তায় বের হওয়াদের মধ্যে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। মাস্ক ছাড়াই রাস্তা, বাজার, শপিংমলসহ সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন মানুষ।

গতকাল শনিবার জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, রাস্তাঘাটে চলাচলকারী অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। দু-একজনের মাস্ক থাকলেও সেগুলো থুতনিতে ঝুলতে দেখা যায়। আবার অনেকের কাছে মাস্কের খোঁজ করলে কেউ বলেছেন বাড়িতে আছে, আবার কেউ বলেছেন পকেটে রেখেছেন।

উপজেলার মোকামতলা বন্দরের গোডাউন রোডে মাস্কবিহীন চলাচলকারী রোহান (২৫) নামের এক যুবকের কাছে জিজ্ঞেস করলে তিনি পকেট থেকে মাস্ক বের করে দেখান। বলেন, ‘আসলে দম বন্ধ হয়ে আসে। তাই পকেটে রেখেছি।’

আলতাফ আলী (৪৫) নামের আরেক পথচারী বিনা মাস্কে বের হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মাস্ক পরতে অস্বস্তি লাগে।’ করোনার বিষয়ে বলেন, ‘আমার আশপাশে কারও করোনা হয়নি। আর করোনা ধরলে, মাস্ক পরলেও ধরবে।’

উপজেলার কিচক বাজারে আসা শোলাগাড়ি গ্রামের আব্দুর রহিম (২৯) বলেন, ‘করোনা বাড়লেও এখন আগের মতো আতঙ্ক নেই। তাই আর মাস্ক পরি না।’

উপজেলার মোকামতলা ও মহাস্থান বাসস্ট্যান্ডে গেলে দেখা যায়, বগুড়া-রংপুর মহাসড়কে চলাচলকারী বাস-ট্রাকের যাত্রীদের অধিকাংশই পরেননি মাস্ক। এ সময় চলাচলকারী আন্তজেলা পরিবহনগুলোতে গাদাগাদি করে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

এদিকে গতকাল বগুড়া জেলায় আরও ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণ বৃদ্ধির শুরু থেকে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা। এ সময় জরিমানা আদায়সহ পথচারীদের মাঝে মাস্কও বিতরণ করতে দেখা গেছে তাঁকে।

এ বিষয়ে ইউএনও উম্মে কুলসুম সম্পা আজকের পত্রিকাকে বলেন, ‘যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, তা মাঠপর্যায়ে বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। জনসচেতনতা বাড়াতে মাইকিং এবং লিফলেট ও মাস্ক বিতরণ করা হচ্ছে। এ ছাড়া নিয়মিত পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত