সম্পাদকীয়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভুল কৌশলের কারণে আওয়ামী লীগ একচেটিয়া বিজয় পেয়েছে। আওয়ামী লীগের আনুকূল্য নিয়েও জাতীয় পার্টি জয়পেয়েছে মাত্র ১১টি আসনে। ৬২ আসনে যে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন এর মধ্যে ৫৮ জনই আওয়ামী লীগের।
স্বতন্ত্র সদস্যরা দলে ফিরতে চাইলেও আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী তাঁদের সংসদের ভেতরে স্বতন্ত্র ভূমিকাই পালন করতে বলেছেন। সংসদকে একদলীয় সংসদের অপবাদ মুক্ত করার জন্যই সম্ভবত এই ছাড়। কিন্তু স্বতন্ত্র সদস্যরা কেউ সরকারের কোনো নীতির সমালোচনা করবেন কি না, বলা মুশকিল। কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী টাঙ্গাইলের আবদুল লতিফ সিদ্দিকী, ফরিদপুর থেকে নির্বাচিত ব্যবসায়ী নেতা এ কে আজাদ সংসদে কতটুকু স্বতন্ত্র থাকেন, সরকার তাঁদের কতটুকু বলার স্বাধীনতা দেয়, সবই এখনো দেখার বিষয়।
এর মধ্যে এসেছে সংরক্ষিত মহিলা আসনে ৫০ জন সংসদ সদস্য নির্বাচনের দিনক্ষণ। আওয়ামী লীগ ৪৮টি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিতে পারবে। বাকি ২টি জাতীয় পার্টির। এখন আওয়ামী লীগ কোন ৪৮ জনকে নারী কোটায় সংসদে আনবে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। কারা মনোনয়ন পেতে আগ্রহী তা এরই মধ্যে জানা গেছে। আজকের পত্রিকায় প্রকাশিত এক খবরে জানা যাচ্ছে, আওয়ামী লীগের ভাগে থাকা ৪৮টি সংরক্ষিত মহিলা আসনের প্রতিটির বিপরীতে মনোনয়নপ্রত্যাশী গড়ে ৩২ জনের বেশি। নারী আসনের জন্য তিন দিনে দলটির মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৫৪৯টি। এই ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
গত বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৪ ফেব্রুয়ারি দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেদিনই জানা যাবে,
কারা হচ্ছেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য।
রাজনীতিতে সরাসরি সক্রিয় ছাড়াও অনেক ‘তারকা’ এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। দীর্ঘদিন সরাসরি রাজনীতি করার পর, দলের নীতি-আদর্শের প্রতি সন্দেহাতীত আনুগত্য প্রকাশের পরই আগে কাউকে দলের পক্ষ থেকে সংসদ সদস্য পদের জন্য যোগ্য বিবেচনা করা হতো। কিন্তু এখন রীতিনীতি বদলেছে। ওবায়দুল কাদের একসময় যাঁদের ‘হাইব্রিড’ ও ‘কাউয়া’ বলে তিরস্কৃত করেছিলেন, এখন তাঁরাও মনোনয়ন পাচ্ছেন এবং জিতেও আসছেন। শীর্ষ নেতৃত্ব যাঁকে পছন্দ করবেন, মনোনয়ন দেবেন, তিনিই নির্বাচিত হবেন।
৭ জানুয়ারির ভোটেও এমন কেউ কেউ জিতেছেন, রাজনীতির সঙ্গে যাঁদের তেমন কোনো সম্পর্ক ছিল না। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী কিংবা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে দাবি করলেই কি কাউকে সংসদ সদস্য বানানো উচিত? সংসদে আইন প্রণয়ন হয়, দেশ পরিচালনার নীতি-পদ্ধতি নিয়ে আলোচনা-বিতর্ক হয়। সংসদ তো বিচিত্রা অনুষ্ঠানের মঞ্চ নয়।
আমরা আশা করব, এ বিষয়গুলো বিবেচনায় নিয়েই আওয়ামী লীগ এবার সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভুল কৌশলের কারণে আওয়ামী লীগ একচেটিয়া বিজয় পেয়েছে। আওয়ামী লীগের আনুকূল্য নিয়েও জাতীয় পার্টি জয়পেয়েছে মাত্র ১১টি আসনে। ৬২ আসনে যে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন এর মধ্যে ৫৮ জনই আওয়ামী লীগের।
স্বতন্ত্র সদস্যরা দলে ফিরতে চাইলেও আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী তাঁদের সংসদের ভেতরে স্বতন্ত্র ভূমিকাই পালন করতে বলেছেন। সংসদকে একদলীয় সংসদের অপবাদ মুক্ত করার জন্যই সম্ভবত এই ছাড়। কিন্তু স্বতন্ত্র সদস্যরা কেউ সরকারের কোনো নীতির সমালোচনা করবেন কি না, বলা মুশকিল। কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী টাঙ্গাইলের আবদুল লতিফ সিদ্দিকী, ফরিদপুর থেকে নির্বাচিত ব্যবসায়ী নেতা এ কে আজাদ সংসদে কতটুকু স্বতন্ত্র থাকেন, সরকার তাঁদের কতটুকু বলার স্বাধীনতা দেয়, সবই এখনো দেখার বিষয়।
এর মধ্যে এসেছে সংরক্ষিত মহিলা আসনে ৫০ জন সংসদ সদস্য নির্বাচনের দিনক্ষণ। আওয়ামী লীগ ৪৮টি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিতে পারবে। বাকি ২টি জাতীয় পার্টির। এখন আওয়ামী লীগ কোন ৪৮ জনকে নারী কোটায় সংসদে আনবে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। কারা মনোনয়ন পেতে আগ্রহী তা এরই মধ্যে জানা গেছে। আজকের পত্রিকায় প্রকাশিত এক খবরে জানা যাচ্ছে, আওয়ামী লীগের ভাগে থাকা ৪৮টি সংরক্ষিত মহিলা আসনের প্রতিটির বিপরীতে মনোনয়নপ্রত্যাশী গড়ে ৩২ জনের বেশি। নারী আসনের জন্য তিন দিনে দলটির মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৫৪৯টি। এই ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
গত বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৪ ফেব্রুয়ারি দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেদিনই জানা যাবে,
কারা হচ্ছেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য।
রাজনীতিতে সরাসরি সক্রিয় ছাড়াও অনেক ‘তারকা’ এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। দীর্ঘদিন সরাসরি রাজনীতি করার পর, দলের নীতি-আদর্শের প্রতি সন্দেহাতীত আনুগত্য প্রকাশের পরই আগে কাউকে দলের পক্ষ থেকে সংসদ সদস্য পদের জন্য যোগ্য বিবেচনা করা হতো। কিন্তু এখন রীতিনীতি বদলেছে। ওবায়দুল কাদের একসময় যাঁদের ‘হাইব্রিড’ ও ‘কাউয়া’ বলে তিরস্কৃত করেছিলেন, এখন তাঁরাও মনোনয়ন পাচ্ছেন এবং জিতেও আসছেন। শীর্ষ নেতৃত্ব যাঁকে পছন্দ করবেন, মনোনয়ন দেবেন, তিনিই নির্বাচিত হবেন।
৭ জানুয়ারির ভোটেও এমন কেউ কেউ জিতেছেন, রাজনীতির সঙ্গে যাঁদের তেমন কোনো সম্পর্ক ছিল না। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী কিংবা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে দাবি করলেই কি কাউকে সংসদ সদস্য বানানো উচিত? সংসদে আইন প্রণয়ন হয়, দেশ পরিচালনার নীতি-পদ্ধতি নিয়ে আলোচনা-বিতর্ক হয়। সংসদ তো বিচিত্রা অনুষ্ঠানের মঞ্চ নয়।
আমরা আশা করব, এ বিষয়গুলো বিবেচনায় নিয়েই আওয়ামী লীগ এবার সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে