শিল্পকলা পদক পেলেন ১৮ গুণীজন ও দুই সংগঠন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১০: ১১

শিল্পের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় ২০১৯ ও ২০২০ সালের ‘শিল্পকলা পদক’ পেলেন ১৮ গুণীজন ও দুই সংগঠন। গতকাল বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে তাঁদের এ পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সংস্কৃতিসচিব মো. আবুল মনসুর।

২০১৯ ও ২০২০ সালের পদক পেয়েছেন নাট্যকলায় মাসুদ আলী খান ও মলয় ভৌমিক, কণ্ঠসংগীতে হাসিনা মমতাজ ও মাহমুদুর রহমান বেণু, চারুকলায় আবদুল মান্নান ও শহিদ কবীর, চলচ্চিত্রে অনুপম হায়াৎ ও শামীম আখতার, নৃত্যকলায় লুবণা মারিয়াম ও শিবলী মোহাম্মদ, লোকসংস্কৃতিতে শম্ভু আচার্য্য ও শাহ আলম সরকার, যন্ত্রসংগীতে মো. মনিরুজ্জামান ও মো. সামসুর রহমান, ফটোগ্রাফিতে এম এ তাহের ও আ ন ম শফিকুল ইসলাম স্বপন, আবৃত্তিতে হাসান আরিফ ও ডালিয়া আহমেদ এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ছায়ানট ও দিনাজপুর নাট্য সমিতি। 
সম্মাননা হিসেবে প্রত্যেকেই পেয়েছেন একটি করে স্বর্ণপদক (১ ভরি), সনদপত্র এবং এক লাখ টাকার চেক। আলোচনা ও পদক প্রদান শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিলরুবা সাথী ও ইমতিয়াজ আহমেদ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত