নুরুল আমীন রবীন, শরীয়তপুর
শরীয়তপুরের মাঝিরঘাট এলাকার পাইনপারা চ্যানেলে নাব্য সংকটে ব্যাহত হচ্ছে শিমুলিয়া মাঝিরঘাট নৌরুটে ফেরি চলাচল। সঙ্গে রাতে ঘন কুয়াশা। এতে প্রতিদিন গড়ে ৩ থেকে ৬ ঘণ্টা বন্ধ থাকছে ফেরি চলাচল। ফলে প্রতিদিন দীর্ঘ হচ্ছে মাঝিরঘাট ফেরি ঘাটের যানবাহনের সারি। ভোগান্তিতে পড়েছেন এই পথের যাত্রীরা।
মাঝিরঘাট বিআইডব্লিউটিসি কার্যালয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর সঙ্গে ফেরির ধাক্কা লাগার ঝুঁকি এড়াতে গত ৭ ডিসেম্বর থেকে মাঝিরঘাট শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। প্রাথমিকভাবে শুধু রাতের বেলা এই ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হতো। তবে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় গত নভেম্বরের শেষের দিক থেকে ২৪ ঘণ্টা ফেরি চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বর্তমানে এই ঘাটে দিনে ২টি ও রাতে ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে শীতের মাঝামাঝি সময়ে এসে কুয়াশার কারণে প্রায়ই বন্ধ হয়ে যায় রাতে ফেরি চলাচল। এ ছাড়া মাঝিরঘাট প্রান্তের পাইনপাড়া চ্যানেলে নাব্য সংকটে দেখা দেওয়ায় ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সংকট নিরসনে প্রতিনিয়ত যন্ত্রের সাহায্যে খনন করে ফেরি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ। ফলে প্রতিনিয়ত যানবাহনের চাপ বাড়ছে শরীয়তপুরের মাঝিরঘাট প্রান্তে।
গতকাল রোববার দুপুরে মাঝিরঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, পদ্মা নদী পারাপারের অপেক্ষায় সড়কে যানবাহনের দীর্ঘ সারি। পারাপারের অপেক্ষায় রয়েছে অন্তত দুই শতাধিক যানবাহন। দীর্ঘ সময় ফেরি ঘাটে আটকা থাকায় ভোগান্তিতে রয়েছেন যাত্রী ও চালকেরা। সবচেয়ে ভোগান্তিতে রয়েছে নারী ও শিশুরা। সড়কে থাকা যানজট নিরসনে নিয়মিত কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যরা।
গত শনিবার রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পরিবারসহ রওনা দেন ব্যবসায়ী রোমান ফরাজী। কিন্তু ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটে আটকা পড়েন তিনি। দিনে ছেড়ে যাওয়া দুই ফেরিতে জায়গা হয়নি তাঁদের মাইক্রোবাসের। ফলে সারা দিনই ফেরিঘাটে অপেক্ষায় থাকতে হচ্ছে এই ব্যবসায়ীর। রাতে ফেরিতে উঠতে না পারলে সমস্যায় পড়তে হবে তাঁদের।
আক্ষেপ করে তিনি বলেন, ‘দীর্ঘদিন এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। পুনরায় ফেরি চালু করার পর কিছুদিন স্বাভাবিক ছিল। কিন্তু সম্প্রতি কুয়াশার কারণে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। পরিবার-পরিজন নিয়ে কখন ফেরিতে উঠতে পারব তার নিশ্চয়তা নেই।’
জরুরি রপ্তানি পণ্য সামগ্রী নিয়ে পিকআপ ভ্যানে ঢাকা যাওয়ার পথে ঘাটে আটকা পড়েন ব্যবসায়ী আমির হোসেন। তিনি বলেন, ‘আগামীকাল সকালের মধ্যে এ সব পণ্য নিয়ে গন্তব্যে পৌঁছতে না পারলে বড় ধরনের লোকসান গুনতে হবে। রাতে কুয়াশায় ফেরি বন্ধ না হলে আশা করি পৌঁছতে পারব।’
বিআইডব্লিউটিসির মাঝিরঘাট ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ‘দিনে মাঝিরঘাট শিমুলিয়া নৌরুটে ২টি ও রাতে ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। কুয়াশা ও নাব্য সংকটে নদী পারাপারে সময় কিছুটা বেশি লাগছে। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। ফলে ঘাটে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। পাইনপাড়া চ্যানেলের খনন কাজ শেষ হলে নাব্য সংকট কেটে যাবে। তখন এই সমস্যার সমাধান হবে।’
শরীয়তপুরের মাঝিরঘাট এলাকার পাইনপারা চ্যানেলে নাব্য সংকটে ব্যাহত হচ্ছে শিমুলিয়া মাঝিরঘাট নৌরুটে ফেরি চলাচল। সঙ্গে রাতে ঘন কুয়াশা। এতে প্রতিদিন গড়ে ৩ থেকে ৬ ঘণ্টা বন্ধ থাকছে ফেরি চলাচল। ফলে প্রতিদিন দীর্ঘ হচ্ছে মাঝিরঘাট ফেরি ঘাটের যানবাহনের সারি। ভোগান্তিতে পড়েছেন এই পথের যাত্রীরা।
মাঝিরঘাট বিআইডব্লিউটিসি কার্যালয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর সঙ্গে ফেরির ধাক্কা লাগার ঝুঁকি এড়াতে গত ৭ ডিসেম্বর থেকে মাঝিরঘাট শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। প্রাথমিকভাবে শুধু রাতের বেলা এই ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হতো। তবে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় গত নভেম্বরের শেষের দিক থেকে ২৪ ঘণ্টা ফেরি চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বর্তমানে এই ঘাটে দিনে ২টি ও রাতে ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে শীতের মাঝামাঝি সময়ে এসে কুয়াশার কারণে প্রায়ই বন্ধ হয়ে যায় রাতে ফেরি চলাচল। এ ছাড়া মাঝিরঘাট প্রান্তের পাইনপাড়া চ্যানেলে নাব্য সংকটে দেখা দেওয়ায় ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সংকট নিরসনে প্রতিনিয়ত যন্ত্রের সাহায্যে খনন করে ফেরি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ। ফলে প্রতিনিয়ত যানবাহনের চাপ বাড়ছে শরীয়তপুরের মাঝিরঘাট প্রান্তে।
গতকাল রোববার দুপুরে মাঝিরঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, পদ্মা নদী পারাপারের অপেক্ষায় সড়কে যানবাহনের দীর্ঘ সারি। পারাপারের অপেক্ষায় রয়েছে অন্তত দুই শতাধিক যানবাহন। দীর্ঘ সময় ফেরি ঘাটে আটকা থাকায় ভোগান্তিতে রয়েছেন যাত্রী ও চালকেরা। সবচেয়ে ভোগান্তিতে রয়েছে নারী ও শিশুরা। সড়কে থাকা যানজট নিরসনে নিয়মিত কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যরা।
গত শনিবার রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পরিবারসহ রওনা দেন ব্যবসায়ী রোমান ফরাজী। কিন্তু ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাটে আটকা পড়েন তিনি। দিনে ছেড়ে যাওয়া দুই ফেরিতে জায়গা হয়নি তাঁদের মাইক্রোবাসের। ফলে সারা দিনই ফেরিঘাটে অপেক্ষায় থাকতে হচ্ছে এই ব্যবসায়ীর। রাতে ফেরিতে উঠতে না পারলে সমস্যায় পড়তে হবে তাঁদের।
আক্ষেপ করে তিনি বলেন, ‘দীর্ঘদিন এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। পুনরায় ফেরি চালু করার পর কিছুদিন স্বাভাবিক ছিল। কিন্তু সম্প্রতি কুয়াশার কারণে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। পরিবার-পরিজন নিয়ে কখন ফেরিতে উঠতে পারব তার নিশ্চয়তা নেই।’
জরুরি রপ্তানি পণ্য সামগ্রী নিয়ে পিকআপ ভ্যানে ঢাকা যাওয়ার পথে ঘাটে আটকা পড়েন ব্যবসায়ী আমির হোসেন। তিনি বলেন, ‘আগামীকাল সকালের মধ্যে এ সব পণ্য নিয়ে গন্তব্যে পৌঁছতে না পারলে বড় ধরনের লোকসান গুনতে হবে। রাতে কুয়াশায় ফেরি বন্ধ না হলে আশা করি পৌঁছতে পারব।’
বিআইডব্লিউটিসির মাঝিরঘাট ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ‘দিনে মাঝিরঘাট শিমুলিয়া নৌরুটে ২টি ও রাতে ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। কুয়াশা ও নাব্য সংকটে নদী পারাপারে সময় কিছুটা বেশি লাগছে। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। ফলে ঘাটে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। পাইনপাড়া চ্যানেলের খনন কাজ শেষ হলে নাব্য সংকট কেটে যাবে। তখন এই সমস্যার সমাধান হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে