Ajker Patrika

সাক্ষী অপহরণের চেষ্টা ৩ আইনজীবী লাঞ্ছিত

পাবনা প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১১: ৪৭
সাক্ষী অপহরণের চেষ্টা ৩ আইনজীবী লাঞ্ছিত

পাবনায় যৌতুক মামলার অভিযোগকারী ও আসামিপক্ষের বিরোধের জেরে বহিরাগতদের হামলায় তিন আইনজীবী লাঞ্ছিত হয়েছেন। এ সময় বহিরাগতরা মামলার এক সাক্ষীকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

গত বুধবার দুপুরে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। আইনজীবী লাঞ্ছিতের ঘটনায় জেলায় আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

পাবনার আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আবদুল আহাদ বাবু বলেন, পাবনা আদালতের জ্যেষ্ঠ আইনজীবী খায়রুল আলম দুলাল তাঁর মক্কেল মো. কামরুজ্জামান, মক্কেলের জামাই মামলার সাক্ষী মো. মাসুদুজ্জামানকে নিয়ে গত বুধবার সকালে আদালতে আসেন। তাঁরা কামরুজ্জামানের স্ত্রীর করা যৌতুকের মামলায় চার্জ গঠনের শুনানিতে অংশ নিতে এসেছিলেন।

সকালে পাবনা বার সমিতির পাশের একটি হোটেলে নাশতা করার সময় একদল বহিরাগত যুবক তাঁদের অপহরণ করে নিয়ে যান। এ সময় কামরুজ্জামান পালিয়ে যেতে সক্ষম হলেও বহিরাগত যুবকেরা তাঁর জামাই মাসুদুজ্জামানকে ধরে নিয়ে গিয়ে প্রথমে শহরের তাড়াশ ভবনে ও পরে এলএমবি মার্কেটের একটি কক্ষে আটকে রাখেন।

পরে, বহিরাগতরা আবারও আদালত প্রাঙ্গণে এসে মামলা ইস্যুতে কামরুজ্জামান ও আইনজীবীদের সঙ্গে তর্ক শুরু করেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে আইনজীবী রিজভী শাওন, আশরাফুজ্জামান প্রিন্স ও প্লাবন এগিয়ে গেলে বহিরাগতরা তাঁদের মারধর করেন। একপর্যায়ে আইনজীবীরা পৌরসভা ভবনে দৌড়ে আশ্রয় নিলে বহিরাগত যুবকেরা সেখানেও তাঁদের মারধর করেন।

আহত আইনজীবী রিজভী শাওন বলেন, খায়রুল আলমের মামলার সাক্ষী অপহরণ হওয়ায় তাঁর কাছে ঘটনা শুনছিলেন তাঁরা। এ সময় দুই যুবকের নেতৃত্বে বহিরাগতরা তাঁদের মারধর করেন।

পাবনা আদালতের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, পৌরসভা চত্বরে ও মেয়রের কক্ষের সামনে হামলা করা হলেও পৌর কর্তৃপক্ষ তাঁদের রক্ষায় কোনো উদ্যোগ নেয়নি।

পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান বলেন, আইনজীবীদের কয়েকজন পৌর চত্বরে ঢুকলে তাঁদের পিছু নেওয়া কয়েকজন সেখানে এসে তাঁদের মারধর করেছে বলে শুনেছেন তিনি। বহিরাগতরা মারধরের পর জন্ম নিবন্ধনের সেবা নিতে আসাদের ভিড়ে মিশে যান। পরে আইনজীবীরা দল বেঁধে পৌরভবনে এলে নিরাপত্তার স্বার্থে ফটক বন্ধ রাখা হয়েছিল।

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। কিন্তু পৌরসভা চত্বরে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত