নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ জানুয়ারি এই নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। একই দিন ভোট হবে টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে এবং পাঁচটি পৌরসভা নির্বাচনে। গতকাল মঙ্গলবার এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এদিকে ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর আগামী ৫ জানুয়ারি হবে পঞ্চম ধাপের নির্বাচন। এ ছাড়া ৩১ জানুয়ারির মধ্যে ষষ্ঠ ও শেষ ধাপের নির্বাচনও সম্পন্ন করতে চায় ইসি। সব মিলিয়ে জানুয়ারিতে চার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ৫ জানুয়ারি ইউপি নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণের পর নারায়ণগঞ্জ সিটি, টাঙ্গাইল-৭ ও পাঁচটি পৌরসভায় ভোট হবে। এই তিন নির্বাচনেই ভোটগ্রহণ করা হবে আগামী ১৬ জানুয়ারি। এ ছাড়া ৩১ জানুয়ারির মধ্যেই গ্রহণ হবে ইউপির শেষ ধাপের ভোট।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় ভোটের তারিখ অনুমোদন দেওয়া হয়। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ ডিসেম্বর পর্যন্ত। ২০ ডিসেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। ২০১১ সালে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এটি নারায়ণগঞ্জ সিটির তৃতীয় নির্বাচন। এবার এই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
যে পাঁচ পৌরসভায় ভোট
১৬ জানুয়ারি যে পাঁচ পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা হয়েছে, সেগুলো হলো নোয়াখালী, নাটোরের বাগাতিপাড়া, যশোরের ঝিকরগাছা, চট্টগ্রামের বাঁশখালী ও স্থগিত থাকা নাটোর পৌরসভা। নাটোর পৌরসভায় প্রার্থীদের মনোনয়ন জমার সুযোগ দিয়ে যে পর্যায় থেকে নির্বাচন স্থগিত হয়েছিল, সে পর্যায় থেকেই ভোটের কাজ শুরু হবে। তবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের নতুন করে দিতে হবে না।
টাঙ্গাইল-৭ উপনির্বাচন
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের আওয়ামী লীগের সাংসদ একাব্বর হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনের উপনির্বাচনের তফসিলও গতকাল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। এই আসনটিতে শতভাগ ইভিএমে ভোট হবে। একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিলে পরিবর্তন
সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপে ৭০৭ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠেয় ভোটের তফসিলে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ৭ ডিসেম্বরের পরিবর্তে ৯ ডিসেম্বর, বাছাই ৯ ডিসেম্বরের পরিবর্তে ১২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বরের পরিবর্তে ১৯ ডিসেম্বর করা হয়েছে। তবে ভোটের তারিখ আগের ঘোষিত ৫ জানুয়ারি বহাল রাখা হয়েছে।
এর আগে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর এক হাজার ইউপিতে ভোট হয়। এ ছাড়া চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৪০টি ইউপিতে ভোটগ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ জানুয়ারি এই নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। একই দিন ভোট হবে টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে এবং পাঁচটি পৌরসভা নির্বাচনে। গতকাল মঙ্গলবার এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এদিকে ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর আগামী ৫ জানুয়ারি হবে পঞ্চম ধাপের নির্বাচন। এ ছাড়া ৩১ জানুয়ারির মধ্যে ষষ্ঠ ও শেষ ধাপের নির্বাচনও সম্পন্ন করতে চায় ইসি। সব মিলিয়ে জানুয়ারিতে চার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ৫ জানুয়ারি ইউপি নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণের পর নারায়ণগঞ্জ সিটি, টাঙ্গাইল-৭ ও পাঁচটি পৌরসভায় ভোট হবে। এই তিন নির্বাচনেই ভোটগ্রহণ করা হবে আগামী ১৬ জানুয়ারি। এ ছাড়া ৩১ জানুয়ারির মধ্যেই গ্রহণ হবে ইউপির শেষ ধাপের ভোট।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় ভোটের তারিখ অনুমোদন দেওয়া হয়। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ ডিসেম্বর পর্যন্ত। ২০ ডিসেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। ২০১১ সালে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এটি নারায়ণগঞ্জ সিটির তৃতীয় নির্বাচন। এবার এই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
যে পাঁচ পৌরসভায় ভোট
১৬ জানুয়ারি যে পাঁচ পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা হয়েছে, সেগুলো হলো নোয়াখালী, নাটোরের বাগাতিপাড়া, যশোরের ঝিকরগাছা, চট্টগ্রামের বাঁশখালী ও স্থগিত থাকা নাটোর পৌরসভা। নাটোর পৌরসভায় প্রার্থীদের মনোনয়ন জমার সুযোগ দিয়ে যে পর্যায় থেকে নির্বাচন স্থগিত হয়েছিল, সে পর্যায় থেকেই ভোটের কাজ শুরু হবে। তবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের নতুন করে দিতে হবে না।
টাঙ্গাইল-৭ উপনির্বাচন
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের আওয়ামী লীগের সাংসদ একাব্বর হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনের উপনির্বাচনের তফসিলও গতকাল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। এই আসনটিতে শতভাগ ইভিএমে ভোট হবে। একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিলে পরিবর্তন
সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপে ৭০৭ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠেয় ভোটের তফসিলে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ৭ ডিসেম্বরের পরিবর্তে ৯ ডিসেম্বর, বাছাই ৯ ডিসেম্বরের পরিবর্তে ১২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বরের পরিবর্তে ১৯ ডিসেম্বর করা হয়েছে। তবে ভোটের তারিখ আগের ঘোষিত ৫ জানুয়ারি বহাল রাখা হয়েছে।
এর আগে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর এক হাজার ইউপিতে ভোট হয়। এ ছাড়া চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৪০টি ইউপিতে ভোটগ্রহণ করা হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে