গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মনোজিৎ বালার বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। ইউপি সদস্যদের সঙ্গে সভা না করেই চেয়ারম্যান প্রথম বরাদ্দের ছয়টি প্রকল্পের বাস্তবায়ন কমিটি গঠন করেছেন। আবার তিনি নিজেই সেগুলোর চেয়ারম্যান হয়েছেন বলে জানা গেছে।
এদিকে নতুন চেয়ারম্যান হওয়ায় আইন না জানার কারণে এমনটা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মনোজিৎ বালা।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের এমন কাজে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে স্থানীয় ১২ জন ইউপি সদস্যের মধ্যে। পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও চেয়ারম্যানের সততা নিয়ে প্রশ্ন উঠেছে। ইউপি সদস্যরা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রঘুনাথপুর ইউনিয়নে সাধারণ গ্রামীণ অবকাঠামো রণাবেণ (টিআর নগদ অর্থ) কর্মসূচির (দ্বিতীয় পর্যায়) আওতায় ২০২১-২২ অর্থবছরে ৩ লাখ ৩৫ হাজার টাকা ত্রাণ শাখা থেকে বরাদ্দ আসে। কিন্তু নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মনোজিৎ কুমার বালা সদস্যদের না জানিয়েই চলতি বছরের ২৭ জানুয়ারি ৬টি প্রকল্প কমিটি গঠন করেন। ৯ ফেব্রুয়ারি এসব কমিটির কাগজপত্র উপজেলা ত্রাণ শাখায় জমা দেন। কাগজপত্রে দেখা যায়, ইউপি চেয়ারম্যান নিজেই ওই ৬টি প্রকল্প বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান হয়েছেন।
ইউপি সদস্য অমিতেষ বালা, তুষার মল্লিক, মোজাহিদুল হক, ইকবাল মাসুদ আলামিন বিশ্বাসসহ উপস্থিত ইউপি সদস্যরা বলেন, ‘শপথ নিয়েই চেয়ারম্যান যেভাবে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা শুরু করেছেন তাতে পরিষদের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করার ইচ্ছা আমাদের নেই। আমরা এ অনিয়মের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
ইউপি চেয়ারম্যান মনোজিৎ কুমার বালা বলেন, ‘আমি নতুন চেয়ারম্যান হিসেবে আইন জানি না। তাৎক্ষণিকভাবে প্রকল্প কমিটি গঠনের নির্দেশনা পেয়ে রেজুলেশনের মাধ্যমে কমিটি গঠন করেছি। বরাদ্দকৃত টাকা যাতে চলে না যায় ব্যস্ততার কারণে ইউপি সদস্যদের জানানোর সুযোগ পাইনি। আমি মনে করেছিলাম চেয়ারম্যান হিসেবে আমার এমন করার এখতিয়ার আছে।’
ডুমুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, ‘আমি শুনেছি, রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের অনিয়মের বিষয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আমি চেয়ারম্যানের জমা দেওয়া কাগজ পত্র গুলো দেখব, অনিয়ম পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াদুদ বলেন, ‘রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মনোজিৎ বালার বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে। ইউপি সদস্যদের সঙ্গে সভা না করেই চেয়ারম্যান প্রথম বরাদ্দের ছয়টি প্রকল্পের বাস্তবায়ন কমিটি গঠন করেছেন। আবার তিনি নিজেই সেগুলোর চেয়ারম্যান হয়েছেন বলে জানা গেছে।
এদিকে নতুন চেয়ারম্যান হওয়ায় আইন না জানার কারণে এমনটা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মনোজিৎ বালা।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের এমন কাজে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে স্থানীয় ১২ জন ইউপি সদস্যের মধ্যে। পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও চেয়ারম্যানের সততা নিয়ে প্রশ্ন উঠেছে। ইউপি সদস্যরা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রঘুনাথপুর ইউনিয়নে সাধারণ গ্রামীণ অবকাঠামো রণাবেণ (টিআর নগদ অর্থ) কর্মসূচির (দ্বিতীয় পর্যায়) আওতায় ২০২১-২২ অর্থবছরে ৩ লাখ ৩৫ হাজার টাকা ত্রাণ শাখা থেকে বরাদ্দ আসে। কিন্তু নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মনোজিৎ কুমার বালা সদস্যদের না জানিয়েই চলতি বছরের ২৭ জানুয়ারি ৬টি প্রকল্প কমিটি গঠন করেন। ৯ ফেব্রুয়ারি এসব কমিটির কাগজপত্র উপজেলা ত্রাণ শাখায় জমা দেন। কাগজপত্রে দেখা যায়, ইউপি চেয়ারম্যান নিজেই ওই ৬টি প্রকল্প বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান হয়েছেন।
ইউপি সদস্য অমিতেষ বালা, তুষার মল্লিক, মোজাহিদুল হক, ইকবাল মাসুদ আলামিন বিশ্বাসসহ উপস্থিত ইউপি সদস্যরা বলেন, ‘শপথ নিয়েই চেয়ারম্যান যেভাবে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা শুরু করেছেন তাতে পরিষদের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করার ইচ্ছা আমাদের নেই। আমরা এ অনিয়মের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
ইউপি চেয়ারম্যান মনোজিৎ কুমার বালা বলেন, ‘আমি নতুন চেয়ারম্যান হিসেবে আইন জানি না। তাৎক্ষণিকভাবে প্রকল্প কমিটি গঠনের নির্দেশনা পেয়ে রেজুলেশনের মাধ্যমে কমিটি গঠন করেছি। বরাদ্দকৃত টাকা যাতে চলে না যায় ব্যস্ততার কারণে ইউপি সদস্যদের জানানোর সুযোগ পাইনি। আমি মনে করেছিলাম চেয়ারম্যান হিসেবে আমার এমন করার এখতিয়ার আছে।’
ডুমুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, ‘আমি শুনেছি, রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের অনিয়মের বিষয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আমি চেয়ারম্যানের জমা দেওয়া কাগজ পত্র গুলো দেখব, অনিয়ম পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াদুদ বলেন, ‘রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে