চারঘাট প্রতিনিধি
চারঘাটে ‘ব্যাকটেরিয়া উইল্ড’ নামক রোগের আক্রমণ ঘটেছে বাগানের নতুন পেয়ারাগাছে। এতে গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে। বিভিন্ন ধরনের ছত্রাক প্রতিষেধক ব্যবহারেও মিলছে না সুফল। রোগের সংক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন পেয়ারাচাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চারঘাট উপজেলায় ২৩০ হেক্টর জমিতে পেয়ারার বাগান রয়েছে। সম্প্রতি উপজেলার থাই পেয়ারার বাগানে ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দেয়। এতে গাছ শুকিয়ে মরে যাচ্ছিল। তখন কৃষকেরা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। সাধারণ কীটনাশক ব্যবহারে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেছিলেন। কিন্তু সম্প্রতি ব্যাকটেরিয়ার সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। এমনকি কৃষি সম্প্রসারণ বিভাগের দ্বারস্থ হয়েও প্রতিকার পাচ্ছেন না কৃষকেরা।
শলুয়া ইউনিয়নের রাওথা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, চার বছর ধরে পেয়ারা চাষ করছেন তিনি। এর আগে গাছের বয়স ৫ থেকে ৬ বছর হলে মরে যেত। কিন্তু এখন নতুন গাছই মরে যাচ্ছে। এ বছর সাত বিঘা জমিতে পেয়ারা চাষ শুরু করেন তিনি। জমিতে অনেক গাছের পাতা শুকিয়ে মরে যাচ্ছে। গত ২০ দিনে তাঁর বাগানের ৪০টি গাছ মরে গেছে।
নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের পেয়ারাচাষি খায়রুল ইসলাম বলেন, জমি লিজ নিয়ে পেয়ারার বাগান করেছেন তিনি। এ অবস্থায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতে পারে তাঁকে।
শলুয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শামীম রেজা জানান, এ ধরনের রোগকে বৈজ্ঞানিক ভাষায় ব্যাকটেরিয়া উইল্ড বলে। এই রোগে আক্রান্ত গাছ শিকড় দিয়ে পানি ও খাবার নিতে পারে না। এতে গাছ দ্রুত শুকিয়ে মরে যায়। জৈব জীবাণুনাশক জাতীয় ওষুধ প্রয়োগ করলে উপকারী ব্যাকটেরিয়া মাটির কার্যকারিতা কিছুটা বাড়ায়। তবে বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায়, গাছটি মাটি থেকে উঠিয়ে চুন দিয়ে মাটি শোধন করে নতুন গাছ লাগালে ঝুঁকি কম থাকে।
চারঘাটে ‘ব্যাকটেরিয়া উইল্ড’ নামক রোগের আক্রমণ ঘটেছে বাগানের নতুন পেয়ারাগাছে। এতে গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে। বিভিন্ন ধরনের ছত্রাক প্রতিষেধক ব্যবহারেও মিলছে না সুফল। রোগের সংক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন পেয়ারাচাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চারঘাট উপজেলায় ২৩০ হেক্টর জমিতে পেয়ারার বাগান রয়েছে। সম্প্রতি উপজেলার থাই পেয়ারার বাগানে ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দেয়। এতে গাছ শুকিয়ে মরে যাচ্ছিল। তখন কৃষকেরা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। সাধারণ কীটনাশক ব্যবহারে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেছিলেন। কিন্তু সম্প্রতি ব্যাকটেরিয়ার সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। এমনকি কৃষি সম্প্রসারণ বিভাগের দ্বারস্থ হয়েও প্রতিকার পাচ্ছেন না কৃষকেরা।
শলুয়া ইউনিয়নের রাওথা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, চার বছর ধরে পেয়ারা চাষ করছেন তিনি। এর আগে গাছের বয়স ৫ থেকে ৬ বছর হলে মরে যেত। কিন্তু এখন নতুন গাছই মরে যাচ্ছে। এ বছর সাত বিঘা জমিতে পেয়ারা চাষ শুরু করেন তিনি। জমিতে অনেক গাছের পাতা শুকিয়ে মরে যাচ্ছে। গত ২০ দিনে তাঁর বাগানের ৪০টি গাছ মরে গেছে।
নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের পেয়ারাচাষি খায়রুল ইসলাম বলেন, জমি লিজ নিয়ে পেয়ারার বাগান করেছেন তিনি। এ অবস্থায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতে পারে তাঁকে।
শলুয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শামীম রেজা জানান, এ ধরনের রোগকে বৈজ্ঞানিক ভাষায় ব্যাকটেরিয়া উইল্ড বলে। এই রোগে আক্রান্ত গাছ শিকড় দিয়ে পানি ও খাবার নিতে পারে না। এতে গাছ দ্রুত শুকিয়ে মরে যায়। জৈব জীবাণুনাশক জাতীয় ওষুধ প্রয়োগ করলে উপকারী ব্যাকটেরিয়া মাটির কার্যকারিতা কিছুটা বাড়ায়। তবে বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায়, গাছটি মাটি থেকে উঠিয়ে চুন দিয়ে মাটি শোধন করে নতুন গাছ লাগালে ঝুঁকি কম থাকে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে