Ajker Patrika

‘আরিয়া ৩’-এ বিজয়

বিনোদন ডেস্ক
আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৭: ১৩
‘আরিয়া ৩’-এ বিজয়

সাড়া জাগানো রোমান্টিক অ্যাকশন ছবি ‘আরিয়া’। সুকুমারের পরিচালনায় তেলুগু ভাষার এ ছবিটি মুক্তি পায় ২০০৪ সালে। এরপর তৈরি হয় ইতিহাস। মাত্র ৪ কোটি রুপি বাজেটের ‘আরিয়া’ আয় করে ৩০ কোটি রুপিরও বেশি। পাঁচ বছরের বিরতি নিয়ে ২০১৯ সালে মুক্তি পায় এ ছবির দ্বিতীয় সিক্যুয়েল ‘আরিয়া ২’। দুটি ছবিরই নায়ক আল্লু অর্জুন।

সম্প্রতি সুকুমার ঘোষণা দিয়েছেন ছবিটির তৃতীয় পর্ব নির্মাণ করবেন। এ ঘোষণায় স্বাভাবিকভাবেই উৎফুল্ল দক্ষিণী ছবির ভক্তরা। তবে খবর আরও একটা আছে, ‘আরিয়া ৩’ ছবিতে নাকি থাকছেন না আল্লু অর্জুন! তাঁর বদলে দেখা যাবে ‘অর্জুন রেড্ডি’খ্যাত তারকা বিজয় দেবরাকোন্ডাকে, এমন খবর প্রকাশ করেছে তেলুগু বুলেটিন।

যদিও নির্মাতার তরফ থেকে ‘আরিয়া ৩’-এর অভিনয়শিল্পীদের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু এটা নিশ্চিত যে সুকুমার তাঁর পরবর্তী প্রজেক্ট বিজয় দেবরাকোন্ডাকে নিয়েই তৈরি করছেন। নির্মাতা নিজেও জানিয়েছেন এ খবর। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বিজয়কে নিয়ে সুকুমারের পরবর্তী প্রজেক্টটিই হতে যাচ্ছে ‘আরিয়া ৩’। ছবির নায়ক বদল হলেও সাফল্যের ধারা বদলাবে না বলেই বিশ্বাস নির্মাতা সুকুমারের।

বর্তমানে সুকুমার ও আল্লু অর্জুন একসঙ্গে কাজ করছেন ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে। দুই পর্বের এ ছবির প্রথম পর্ব মুক্তি পাবে আগামী ১৭ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত