বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এদের মধ্যে বিভিন্ন বয়সী নারী ও শিশুর সংখ্যাই বেশি। বহির্বিভাগে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। ভর্তি হচ্ছেন গড়ে ২৫-৩০ জন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়েছে রোগীর সংখ্যা। এই সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ বলে জানালেন সংশ্লিষ্টরা।
গত রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, চিকিৎসাসেবা নিতে আসা মানুষের দীর্ঘ সারি। এদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি। তাঁদের সেবা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। দেওয়া হচ্ছে ওষুধও। অধিকতর জটিল রোগীদের ভর্তি রাখা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে।
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে আসা রাবেয়া বেগম ও সাফিয়া বেগমের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, গত দুদিন ধরে প্রচণ্ড জ্বর, শ্বাসকষ্ট ও শরীর ব্যথায় ভুগছেন। আজ তাঁরা চিকিৎসা নিতে এসেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ফটোসাংবাদিক শফিকুল ইসলাম শফিক জানান, জ্বর আর গলা ও পেট ব্যথা নিয়ে তিনি তিন দিন হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসা নিয়ে এখন কিছুটা সুস্থ বোধ করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান মুসা বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের রোগজীবাণুতে আক্রান্ত হয় মানুষ। শীতের শুরুতে সারা দেশেই রোগীর সংখ্যা একটু কম হয়। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে রোগীর সংখ্যা। প্রতিদিন পর্যাপ্ত ওষুধ সরবরাহসহ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। যাঁরা বেশি অসুস্থ তাঁদের ভর্তি রেখে চিকিৎসা সেবা নিশ্চিত করছি আমরা। পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রম নিয়মিত চালু রয়েছে।’
বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এদের মধ্যে বিভিন্ন বয়সী নারী ও শিশুর সংখ্যাই বেশি। বহির্বিভাগে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। ভর্তি হচ্ছেন গড়ে ২৫-৩০ জন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেড়েছে রোগীর সংখ্যা। এই সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ বলে জানালেন সংশ্লিষ্টরা।
গত রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, চিকিৎসাসেবা নিতে আসা মানুষের দীর্ঘ সারি। এদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি। তাঁদের সেবা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। দেওয়া হচ্ছে ওষুধও। অধিকতর জটিল রোগীদের ভর্তি রাখা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সে।
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে আসা রাবেয়া বেগম ও সাফিয়া বেগমের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, গত দুদিন ধরে প্রচণ্ড জ্বর, শ্বাসকষ্ট ও শরীর ব্যথায় ভুগছেন। আজ তাঁরা চিকিৎসা নিতে এসেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ফটোসাংবাদিক শফিকুল ইসলাম শফিক জানান, জ্বর আর গলা ও পেট ব্যথা নিয়ে তিনি তিন দিন হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসা নিয়ে এখন কিছুটা সুস্থ বোধ করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান মুসা বলেন, ‘আবহাওয়া পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের রোগজীবাণুতে আক্রান্ত হয় মানুষ। শীতের শুরুতে সারা দেশেই রোগীর সংখ্যা একটু কম হয়। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে রোগীর সংখ্যা। প্রতিদিন পর্যাপ্ত ওষুধ সরবরাহসহ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। যাঁরা বেশি অসুস্থ তাঁদের ভর্তি রেখে চিকিৎসা সেবা নিশ্চিত করছি আমরা। পাশাপাশি করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রম নিয়মিত চালু রয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে