মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১১: ৩৬
Thumbnail image

খাগড়াছড়ির মহালছড়ির ৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। দলীয় প্রার্থী হতে নেতাদের কাছে ধরনা দিচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। তবে এবার ইউপি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এ ছাড়া আঞ্চলিক দলগুলোর মধ্যেও নির্বাচন নিয়ে তেমন তৎপরতা চোখে পড়ছে না।

আওয়ামী লীগ সূত্র জানায়, মহালছড়ি সদর ইউপিতে এবারও দলের মনোনয়ন চাইছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান রতন কুমার শীল। এ ছাড়া মাইসছড়িতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, বর্তমান চেয়ারম্যান সাজাই মারমা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ নৌকার হয়ে লড়তে আগ্রহী।

মুবাছড়িতে উপজেলা জাতীয় পার্টির সভাপতি কংজরী মারমা মহাজোটের হয়ে মনোনয়ন চাইছেন। এ ছাড়া ক্যায়াংঘাটের মনোনয়ন প্রত্যাশীদের নাম এখনো উপজেলা আওয়ামী লীগের অফিসে জমা পড়েনি।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসিত খীসাপন্থী অংশের উপজেলা সমন্বয়ক সুকুমার চাকমা বলেন, ‘ইউপি নির্বাচনে অংশ নেওয়া না করা নিয়ে কেন্দ্রীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। জনগণের স্বার্থ রক্ষায় যে প্রার্থী কাজ করবেন তাঁকে সমর্থন জানাব।’

এদিকে এমএন লারমা পন্থী জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল কান্তি চাকমা জানান, আসন্ন ইউপি নির্বাচনে জেএসএস প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা জানান, আসন্ন ইউপি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত