বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রতিটি শিল্পী কাউকে না কাউকে দিয়ে অনুপ্রাণিত। রক গানের ক্ষেত্রে তো কথাই নেই। বেশির ভাগ রকশিল্পী ছোটবেলা থেকে অনুসরণ করেন পশ্চিমা ব্যান্ড ও শিল্পীদের। কনসার্টে মৌলিক গান গাওয়ার পাশাপাশি প্রিয় ব্যান্ড কিংবা প্রিয় শিল্পীর গানও কাভার করেন অনেকে। বাংলাদেশে এবার এমন একটি কনসার্ট হতে চলেছে, যেখানে ‘কাভার’ গানই হয়ে উঠবে মূল আয়োজন। অর্থাৎ এ কনসার্টে প্রতিটি বাংলা ব্যান্ড তাদের প্রিয় ব্যান্ডের গান গাইবে।
‘রক অ্যান্ড রিদম ৩.০ ট্রিবিউট ফিয়েস্তা’ নামের এ কনসার্টে অংশ নেবে দেশের ১২টি ব্যান্ড। ৫ মে রাজধানীর বসুন্ধরা আইসিসিবি কনভেনশন সেন্টারের নবরাত্রি হল ৪-এ কনসার্টটি হতে যাচ্ছে। এতে বিশ্বজুড়ে জনপ্রিয় ১৭টি ব্যান্ডকে ট্রিবিউট দেবে বাংলাদেশের ব্যান্ডগুলো। আয়োজনের দায়িত্বে আছে অ্যাডভেন্টর কমিউনিকেশন। আয়োজক প্রতিষ্ঠান দাবি করছে, বাংলাদেশে এ ধরনের কনসার্টের আয়োজন এবারই প্রথম।
‘রক অ্যান্ড রিদম ৩.০ ট্রিবিউট ফিয়েস্তা’ কনসার্টে আর্টসেল গাইবে তাদের প্রিয় কিছু ব্যান্ডের গান, ক্রিপটিক ফেট গাইবে আয়রন মেইডেনের গান, পাওয়ারসার্জ পরিবেশন করবে মেটালিকার গান। এ ছাড়া নেমেসিস, আর্বোভাইরাস, ইন্দালো, মেকানিকস, কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, আয়োনিক বন্ড, উন্মাদ ও ইকোস পারফর্ম করবে এ কনসার্টে। এসব ব্যান্ডের পরিবেশনায় শোনা যাবে বিশ্বখ্যাত ব্যান্ড প্যান্টেরা, অল্টার ব্রিজ, কোল্ডপ্লে, লিংকিন পার্ক, ইনকিউবাস, গ্রিন ডে, রেডিওহেড, নির্ভানা, এসি ডিসি, গানস অ্যান্ড রোজেস, ইল্যুভিটি, চিলড্রেন অব বডম, পিংক ফ্লয়েড এবং জিমি হেন্ডরিক্স, বব ডিলান ও বব মার্লের জনপ্রিয় গান।
৫ মে বেলা ৩টায় শুরু হবে এ কনসার্ট, চলবে রাত ১০টা পর্যন্ত। টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার টাকা (ভিআইপি) ও ৫০০ টাকা (সাধারণ)। ব্যতিক্রমী এ আয়োজন এরই মধ্যে ব্যান্ড সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছে। রাজধানীর প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান। ভক্তদের পাশাপাশি দেশের ব্যান্ডগুলোও এমন আয়োজন নিয়ে বেশ আগ্রহী।
প্রতিটি শিল্পী কাউকে না কাউকে দিয়ে অনুপ্রাণিত। রক গানের ক্ষেত্রে তো কথাই নেই। বেশির ভাগ রকশিল্পী ছোটবেলা থেকে অনুসরণ করেন পশ্চিমা ব্যান্ড ও শিল্পীদের। কনসার্টে মৌলিক গান গাওয়ার পাশাপাশি প্রিয় ব্যান্ড কিংবা প্রিয় শিল্পীর গানও কাভার করেন অনেকে। বাংলাদেশে এবার এমন একটি কনসার্ট হতে চলেছে, যেখানে ‘কাভার’ গানই হয়ে উঠবে মূল আয়োজন। অর্থাৎ এ কনসার্টে প্রতিটি বাংলা ব্যান্ড তাদের প্রিয় ব্যান্ডের গান গাইবে।
‘রক অ্যান্ড রিদম ৩.০ ট্রিবিউট ফিয়েস্তা’ নামের এ কনসার্টে অংশ নেবে দেশের ১২টি ব্যান্ড। ৫ মে রাজধানীর বসুন্ধরা আইসিসিবি কনভেনশন সেন্টারের নবরাত্রি হল ৪-এ কনসার্টটি হতে যাচ্ছে। এতে বিশ্বজুড়ে জনপ্রিয় ১৭টি ব্যান্ডকে ট্রিবিউট দেবে বাংলাদেশের ব্যান্ডগুলো। আয়োজনের দায়িত্বে আছে অ্যাডভেন্টর কমিউনিকেশন। আয়োজক প্রতিষ্ঠান দাবি করছে, বাংলাদেশে এ ধরনের কনসার্টের আয়োজন এবারই প্রথম।
‘রক অ্যান্ড রিদম ৩.০ ট্রিবিউট ফিয়েস্তা’ কনসার্টে আর্টসেল গাইবে তাদের প্রিয় কিছু ব্যান্ডের গান, ক্রিপটিক ফেট গাইবে আয়রন মেইডেনের গান, পাওয়ারসার্জ পরিবেশন করবে মেটালিকার গান। এ ছাড়া নেমেসিস, আর্বোভাইরাস, ইন্দালো, মেকানিকস, কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, আয়োনিক বন্ড, উন্মাদ ও ইকোস পারফর্ম করবে এ কনসার্টে। এসব ব্যান্ডের পরিবেশনায় শোনা যাবে বিশ্বখ্যাত ব্যান্ড প্যান্টেরা, অল্টার ব্রিজ, কোল্ডপ্লে, লিংকিন পার্ক, ইনকিউবাস, গ্রিন ডে, রেডিওহেড, নির্ভানা, এসি ডিসি, গানস অ্যান্ড রোজেস, ইল্যুভিটি, চিলড্রেন অব বডম, পিংক ফ্লয়েড এবং জিমি হেন্ডরিক্স, বব ডিলান ও বব মার্লের জনপ্রিয় গান।
৫ মে বেলা ৩টায় শুরু হবে এ কনসার্ট, চলবে রাত ১০টা পর্যন্ত। টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার টাকা (ভিআইপি) ও ৫০০ টাকা (সাধারণ)। ব্যতিক্রমী এ আয়োজন এরই মধ্যে ব্যান্ড সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছে। রাজধানীর প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান। ভক্তদের পাশাপাশি দেশের ব্যান্ডগুলোও এমন আয়োজন নিয়ে বেশ আগ্রহী।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে