Ajker Patrika

জন্মদিনে সালমানের জানা–অজানা

বিনোদন ডেস্ক
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৭
জন্মদিনে সালমানের জানা–অজানা

বলিউড সুপারস্টার সালমান খানের ৫৬তম জন্মদিন আজ। তার আগেই ঘটেছে দুর্ঘটনা। গতকাল রোববার খামারবাড়িতে সাপে কামড়িয়েছে এই অভিনেতাকে। রায়গড়ের পানভেলে নিজের খামারবাড়িতে সময় কাটাচ্ছিলেন ‘ভাইজান’। সেখানেই এ ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের এক হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সাপটি বিষহীন থাকায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে সালমানকে। ২০২০ সালের জন্মদিনেও পানভেলের খামারবাড়িতে কাছের মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। প্রথম লকডাউনের সময়ও এখানেই আশ্রয় নিয়েছিলেন সালমান।জন্মদিনে সালমানভক্তদের জন্য তাঁর সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য প্রকাশ করা হলো।

সালমান খান

  • সব সময় হাতে ফিরোজা রঙের পাথর বসানো ব্রেসলেট পরেন সালমান। শুধু সালমানই নন, তাঁর বাবা সেলিম খানও সব সময় একই রকমের ব্রেসলেট পরে থাকেন। এই ব্রেসলেটকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেন তাঁরা।
  • সাঁতারু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন সালমান। স্কুলে পড়ার সময় বহুবার সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ভারতের প্রতিনিধি হিসেবে তিনি দেশের বাইরেও সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
  • বাড়িতে খালি পায়ে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সালমান। নিজের খামারবাড়িতে সময় কাটানোর সময়ও বেশির ভাগ সময় খালি পায়ে থাকেন তিনি।
  • গাড়ি চলাতে খুবই পছন্দ করেন সালমান। বিএমডব্লিউ, মার্সিডিজ এবং ল্যান্ড ক্রুজার গাড়ির প্রতি তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে।
  • অনেক দিন থেকেই নিজের দাতব্য সংস্থা বিয়িং হিউম্যানের মাধ্যমে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করে যাচ্ছেন সালমান। নিয়মিত রক্তদান কর্মসূচিতেও অংশ নেন সালমান।
  • সালমান খানের সবচেয়ে বেশি অভিনীত চরিত্রটির নাম ‘প্রেম’। ১৫টি ছবিতে তাঁর নাম ছিল ‘প্রেম’! এ নামটি তিনি বেশি পছন্দ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত