পাঞ্জাবিদের প্রশংসা আমার নতুন অভিজ্ঞতা

আপডেট : ০৬ জুন ২০২২, ০৮: ৪৫
Thumbnail image

ইউরোপ সফর কেমন হলো?
দারুণ! শুরু করেছিলাম বেলজিয়াম থেকে। সুইডেন আর ফ্রান্সেও শো করেছি। অনুষ্ঠান ঘিরে প্রবাসী দর্শকদের ছিল দারুণ উচ্ছ্বাস। সেখানকার বাঙালিরা সব সময়ই আমাকে অনুষ্ঠান করার আমন্ত্রণ জানাতেন। এবার গিয়ে তাঁদের পছন্দের গান শোনাতে পেরে ভালো লেগেছে। কনসার্ট আয়োজন করেছে ইউরোপের বাঙালি কমিউনিটি।

কোথায় কোথায় ঘুরলেন?
করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী থাকার পর বিদেশে গিয়ে রিফ্রেশমেন্ট পেয়েছি। ইউরোপে অনেক বছর পর আমার শো হয়েছে। ট্যুরে আমার সঙ্গে ছিল ঝিলিক, সিঁথি সাহা এবং আমার দুই ব্যান্ড মেম্বার কাইয়ুম ও মিঠু। আমরা সুইডেন থেকে ফিনল্যান্ডে ক্রুজে ঘুরেছি। প্যারিসের আইফেল টাওয়ার দেখেছি। নেদারল্যান্ডসের টিউলিপ গার্ডেন, বেলজিয়ামের নানা স্থাপত্য দেখেছি।

বিদেশের মাটিতে গান গাওয়ার অভিজ্ঞতা কেমন?
প্যারিসের কনসার্টটির অভিজ্ঞতা অসাধারণ। এত মানুষ আমার কনসার্টে আসবে, ভাবতেই পারিনি। মনে হচ্ছিল, একখণ্ড বাংলাদেশ। যখন গাইছিলাম, একটু পরপর বৃষ্টি হচ্ছিল। মানুষ ছাতা মাথায় দিয়ে কনসার্ট উপভোগ করেছেন। প্রবাসে বাস করেও বাংলা গানের প্রতি তাঁদের ভালোবাসা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে।

প্যারিসে ঝামেলা হয়েছে শুনেছি?
প্যারিসে প্রবাসীরা বৈশাখী মেলার আয়োজন করেছিলেন। মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম। আমাদের শো ভালো হয়েছে। পরে জেনেছি কনসার্টে হামলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপাবলিক চত্বরের মেলা এলাকাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘ সময় ঘিরে রাখে। আমরা শো শেষ করার পর ওই ঘটনা ঘটেছিল।

আপনার নতুন হিন্দি গানটি নিয়ে বলুন?
গত মাসের শেষে প্রকাশ পায় ‘ম্যায়নু দস্তু’ শিরোনামের হিন্দি গানটি। এটা আমার দ্বিতীয় হিন্দি গান আর পাঞ্জাবি ঘরানার প্রথম গান ও মিউজিক ভিডিও। লিখেছেন রজত, সুর ও সংগীত করেছেন রাহুল অঞ্জন। মডেল হয়েছেন ভারতের অনুজ সাইনি ও নন্দিনী শর্মা। পলক মুচ্ছালের সঙ্গে একটা ডুয়েট গান করেছিলাম বাংলা সিনেমার জন্য। ওই গানটি শুনে রাহুল অঞ্জন দা আমার সঙ্গে যোগাযোগ করে বলেন, আমরা হিন্দি গান করব।

কেমন সাড়া পাচ্ছেন গানটি নিয়ে?
ভালো সাড়া পাচ্ছি; বিশেষ করে পাঞ্জাবিরা গানটির প্রশংসা করছেন। পাঞ্জাবিদের প্রশংসা আমার নতুন অভিজ্ঞতা। মিউজিক ভিডিওতে থাকার কথা থাকলেও ভিসা আর শিডিউল-জটিলতার কারণে শুটিংয়ে অংশ নিতে পারিনি। তবে এই ভিডিওর সিক্যুয়েল হচ্ছে, সেখানে আমি থাকব।

গানের বর্তমান ব্যস্ততা কী?
এখন ঈদের জন্য গান তৈরি করছি। বৃষ্টির মৌসুম বলে এই সময়ে আউটডোর কনসার্ট কম হয়। তাই অডিও রেকর্ডই বেশি করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত