নিজস্ব প্রতিবেদক, বরিশাল
যাত্রীসংকটের অজুহাত দেখিয়ে বরিশাল-ঢাকা সড়ক ও নৌপথে যানবাহন চলাচল অনেকটাই বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে হাতে গোনা কয়েকটা বাস গেছে। আর বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে নৌবন্দর থেকে গতকাল চারটি লঞ্চ যাওয়ার কথা থাকলেও সেগুলোর যাত্রা বাতিল করা হয়েছে। তবে শিডিউলের বাইরে অন্য একটি লঞ্চ ছেড়ে যায়। এদিকে পটুয়াখালী থেকে গতকাল দুটি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা থাকলেও একটিও ছাড়েনি।
পরিবহন মালিক ও শ্রমিকেরা জানিয়েছেন, সীমিত বাস ও লঞ্চ চলছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ ১০ ডিসেম্বর শনিবার ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করেই বরিশালে পরিবহন সেক্টরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বরিশালে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
শুক্রবার দুপুরে নথুল্লাবাদ বিআরটিসি টার্মিনালে ঢুকতে গিয়ে স্টাফদের বাধার মুখে পড়তে হয়। তাঁদের ভাষ্যমতে, যাত্রী নেই তাই সকাল থেকে বিআরটিসি বাস চলাচল বন্ধ রয়েছে। অবশ্য সেখানে বেশ কিছু যাত্রীকে অপেক্ষমাণ দেখা গেছে। এর পাশেই নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন নেই বললেই চলে। দিনভর হাতে গোনা কয়েকটা বাস ঢাকার উদ্দেশে গেছে। হানিফসহ কোনো কোনো বাস সার্ভিস গত বৃহস্পতিবার বিকেল থেকেই বন্ধ করে দেওয়া হয়। সেখানকার একাধিক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকায় বিএনপির সমাবেশ, তাই মালিকেরা বাস চালাতে আগ্রহী না। যাত্রীসংখ্যাও কম।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, নিয়মিত যে সার্ভিস আছে সে অনুযায়ী বাস ঢাকায় যাচ্ছে। এ ক্ষেত্রে তাঁদের কোনো বিধিনিষেধ নেই। নথুল্লাবাদ বাস টার্মিনালে একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের ঢাকা যাওয়ার দরকার হলেও বাস না থাকায় যেতে পারছেন না। দিনভর হাতে গোনা কয়েকটি বাস চলেছে।
এদিকে বরিশাল নৌবন্দর সূত্রে জানা গেছে, গতকাল বরিশাল নৌবন্দর থেকে ৪টি লঞ্চ ঢাকার উদ্দেশে যাওয়ার কথা ছিল। সেগুলো হচ্ছে পারাবত-১৮, সুরভী-৭, প্রিন্স-১০ এবং সুন্দরবন-১০। তবে সার্ভিসে থাকা এই ৪টি লঞ্চের কোনোটিই ঢাকার উদ্দেশে ছাড়েনি। তবে পারাবত-১১ নামে একটি লঞ্চ রাত সোয়া নয়টার দিকে ঢাকার উদ্দেশে যায় বলে বিআইডব্লিউটিএ বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানিয়েছেন।
এদিকে আজ ১০ ডিসেম্বর ইস্যুতে বরিশালে নানা উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বরিশাল প্রায় শূন্য হয়ে পড়েছে নেতা-কর্মীতে। যদিও বাবুগঞ্জ, হিজলা, বাকেরগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। হিজলা বিএনপির আহ্বায়ক আ. গফ্ফার তালুকদারসহ ৫৫ জনের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। বাবুগঞ্জ ও বাকেরগঞ্জে দায়ের হয়েছে বিস্ফোরক মামলা।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন এ প্রসঙ্গে বলেছেন, গায়েবি মামলা দিয়ে নেতা-কর্মীদের ঢাকার সমাবেশে আসা থামানো যাবে না। তাঁরা এরই মধ্যে ঢাকায় পৌঁছে গেছেন। তিনি বলেন, শেষ মুহূর্তে বাস, লঞ্চ চলাচল ব্যাহত করে বিএনপিকে নয়, বরং জনগণকে বিপাকে ফেলছে ক্ষমতাসীন দল। এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, ঢাকায় বিএনপির সমাবেশ নিয়ে তাঁদের মাথাব্যথা নেই।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর) মোহাম্মদ নজরুল হোসেন বলেন, পুলিশ ১০ ডিসেম্বর ইস্যুতে প্রস্তুত আছে। নগরের আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এদিকে ঢাকা-পটুয়াখালী নৌপথে হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ রেখেছে লঞ্চ কর্তৃপক্ষ। গতকাল পটুয়াখালী নদীবন্দর থেকে ঢাকা অভিমুখে দুটি দোতলা যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছেড়ে যায়নি। লঞ্চ কর্তৃপক্ষ বলছে, যাত্রীসংকট থাকায় লঞ্চ চলাচল আপাতত বন্ধ রয়েছে, পরে মালিক পক্ষের সিদ্ধান্তে লঞ্চ চলাচল করবে।
পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘হঠাৎ করে শুনি মালিকপক্ষ নাকি লঞ্চ চলাচল বন্ধ রেখেছে।’
যাত্রীসংকটের অজুহাত দেখিয়ে বরিশাল-ঢাকা সড়ক ও নৌপথে যানবাহন চলাচল অনেকটাই বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে হাতে গোনা কয়েকটা বাস গেছে। আর বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে নৌবন্দর থেকে গতকাল চারটি লঞ্চ যাওয়ার কথা থাকলেও সেগুলোর যাত্রা বাতিল করা হয়েছে। তবে শিডিউলের বাইরে অন্য একটি লঞ্চ ছেড়ে যায়। এদিকে পটুয়াখালী থেকে গতকাল দুটি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা থাকলেও একটিও ছাড়েনি।
পরিবহন মালিক ও শ্রমিকেরা জানিয়েছেন, সীমিত বাস ও লঞ্চ চলছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ ১০ ডিসেম্বর শনিবার ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করেই বরিশালে পরিবহন সেক্টরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বরিশালে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
শুক্রবার দুপুরে নথুল্লাবাদ বিআরটিসি টার্মিনালে ঢুকতে গিয়ে স্টাফদের বাধার মুখে পড়তে হয়। তাঁদের ভাষ্যমতে, যাত্রী নেই তাই সকাল থেকে বিআরটিসি বাস চলাচল বন্ধ রয়েছে। অবশ্য সেখানে বেশ কিছু যাত্রীকে অপেক্ষমাণ দেখা গেছে। এর পাশেই নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন নেই বললেই চলে। দিনভর হাতে গোনা কয়েকটা বাস ঢাকার উদ্দেশে গেছে। হানিফসহ কোনো কোনো বাস সার্ভিস গত বৃহস্পতিবার বিকেল থেকেই বন্ধ করে দেওয়া হয়। সেখানকার একাধিক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকায় বিএনপির সমাবেশ, তাই মালিকেরা বাস চালাতে আগ্রহী না। যাত্রীসংখ্যাও কম।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, নিয়মিত যে সার্ভিস আছে সে অনুযায়ী বাস ঢাকায় যাচ্ছে। এ ক্ষেত্রে তাঁদের কোনো বিধিনিষেধ নেই। নথুল্লাবাদ বাস টার্মিনালে একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের ঢাকা যাওয়ার দরকার হলেও বাস না থাকায় যেতে পারছেন না। দিনভর হাতে গোনা কয়েকটি বাস চলেছে।
এদিকে বরিশাল নৌবন্দর সূত্রে জানা গেছে, গতকাল বরিশাল নৌবন্দর থেকে ৪টি লঞ্চ ঢাকার উদ্দেশে যাওয়ার কথা ছিল। সেগুলো হচ্ছে পারাবত-১৮, সুরভী-৭, প্রিন্স-১০ এবং সুন্দরবন-১০। তবে সার্ভিসে থাকা এই ৪টি লঞ্চের কোনোটিই ঢাকার উদ্দেশে ছাড়েনি। তবে পারাবত-১১ নামে একটি লঞ্চ রাত সোয়া নয়টার দিকে ঢাকার উদ্দেশে যায় বলে বিআইডব্লিউটিএ বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানিয়েছেন।
এদিকে আজ ১০ ডিসেম্বর ইস্যুতে বরিশালে নানা উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বরিশাল প্রায় শূন্য হয়ে পড়েছে নেতা-কর্মীতে। যদিও বাবুগঞ্জ, হিজলা, বাকেরগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। হিজলা বিএনপির আহ্বায়ক আ. গফ্ফার তালুকদারসহ ৫৫ জনের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। বাবুগঞ্জ ও বাকেরগঞ্জে দায়ের হয়েছে বিস্ফোরক মামলা।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন এ প্রসঙ্গে বলেছেন, গায়েবি মামলা দিয়ে নেতা-কর্মীদের ঢাকার সমাবেশে আসা থামানো যাবে না। তাঁরা এরই মধ্যে ঢাকায় পৌঁছে গেছেন। তিনি বলেন, শেষ মুহূর্তে বাস, লঞ্চ চলাচল ব্যাহত করে বিএনপিকে নয়, বরং জনগণকে বিপাকে ফেলছে ক্ষমতাসীন দল। এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, ঢাকায় বিএনপির সমাবেশ নিয়ে তাঁদের মাথাব্যথা নেই।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর) মোহাম্মদ নজরুল হোসেন বলেন, পুলিশ ১০ ডিসেম্বর ইস্যুতে প্রস্তুত আছে। নগরের আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এদিকে ঢাকা-পটুয়াখালী নৌপথে হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ রেখেছে লঞ্চ কর্তৃপক্ষ। গতকাল পটুয়াখালী নদীবন্দর থেকে ঢাকা অভিমুখে দুটি দোতলা যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছেড়ে যায়নি। লঞ্চ কর্তৃপক্ষ বলছে, যাত্রীসংকট থাকায় লঞ্চ চলাচল আপাতত বন্ধ রয়েছে, পরে মালিক পক্ষের সিদ্ধান্তে লঞ্চ চলাচল করবে।
পটুয়াখালী নদীবন্দর কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘হঠাৎ করে শুনি মালিকপক্ষ নাকি লঞ্চ চলাচল বন্ধ রেখেছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে