Ajker Patrika

সাবেক বিএনপি নেত্রীর পক্ষে শিবগঞ্জ আ.লীগ, ক্ষুব্ধ জাপা প্রার্থী

খালিদ হাসান, শিবগঞ্জ (বগুড়া)
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১০: ১২
সাবেক বিএনপি নেত্রীর পক্ষে শিবগঞ্জ আ.লীগ, ক্ষুব্ধ জাপা প্রার্থী

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তৌহিদুর রহমান। তবে ১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ঘোষণা আসে, আসনটি বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এতে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এবারের নির্বাচনী প্রচারে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক নেত্রী বিউটি বেগমের পক্ষে অবস্থান নিয়েছেন তাঁরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিউটি বেগম। তিনি ট্রাক প্রতীকে ভোট করছেন। তিনি একসময় বিএনপির জেলা কমিটিতে ছিলেন। ২০১৮ সালে উপজেলা নির্বাচন করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।

নির্বাচনী প্রচার শুরুর পর গত বৃহস্পতিবার থেকে বিউটির পক্ষে প্রচার শুরু করেছে স্থানীয় আওয়ামী লীগ। সেই োদিন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহসান হাবিব সবুজ, দেউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অনেক নেতাকে প্রকাশ্যে ট্রাক মার্কায় ভোট চাইতে দেখা যায়। এ সময় দেউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ভোট উন্মুক্ত করে দিয়েছেন। যে যাকে খুশি ভোট দেবে। আমরা তাই ট্রাক মার্কাকে বেছে নিয়েছি।’

শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব সবুজ বলেন, ট্রাক মার্কার প্রার্থী বিউটি বেগমের সঙ্গে আছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সব নেতা-কর্মী।

এতে ক্ষুব্ধ হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ও বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি উপজেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে বসেছিলাম। দলীয় মনোনয়ন প্রত্যাহার হওয়ায় তাঁরা আমার প্রতি ক্ষুব্ধ। এ কারণেই অন্য প্রার্থীর পক্ষে কাজ করছেন তাঁরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত