পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
এক যুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি মাঠের রাজনীতিতেও আছে বেকায়দায়। সাংগঠনিক কর্মসূচিতেও নিষ্ক্রিয় দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের কর্মীরাও। এমন পরিস্থিতিতে রমজান মাসে ইফতার মাহফিলকেন্দ্রিক ঘরোয়া রাজনীতিতে মনোযোগ দিচ্ছে দলটি। এ ক্ষেত্রে ইফতার মাহফিলের ব্যানারে উপজেলায় একাধিক রাজনৈতিক সমাবেশ করেছে পটিয়া উপজেলা বিএনপি।
খোঁজ নিয়ে জানা গেছে, মূলত এসব ইফতার মাহফিলের মাধ্যমে রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে উপজেলা বিএনপি। রমজানের শুরু থেকেই প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ইফতারের ব্যানারে ঘরোয়াভাবে রাজনৈতিক সমাবেশের আয়োজন করছে দলটি। ইফতারকেন্দ্রিক এসব সমাবেশে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবির পাশাপাশি মাঠপর্যায়ের নেতা-কর্মীদের দেওয়া হচ্ছে দিকনির্দেশনা। রমজানজুড়েই বিএনপির এমন কর্মসূচি চলবে বলে জানা গেছে।
দলের নেতারা জানান, পুলিশ দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলা বিএনপিকে বড় পরিসরে সভা-সমাবেশ করতে দিচ্ছে না। এমন পরিস্থিতিতে রাজনীতির মাঠে টিকে থাকতে কৌশলী কর্মসূচি দিতে হচ্ছে। ইফতার মাহফিলের ব্যানারে সমাবেশও একধরনের কৌশলী কর্মসূচি।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপি ছাড়াও সহযোগী সংগঠনগুলোও ইফতার মাহফিল এবং সমাবেশের আয়োজন করছে। এরই মধ্যে বেশ কয়েকটি ইউনিয়নে বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার হয়েছে মৎস্যজীবী দলের ইফতার মাহফিল। পর্যায়ক্রমে বিএনপির ইফতার মাহফিল হওয়ার কথা রয়েছে রমজান মাসজুড়ে অন্যান্য ইউনিয়নে। এ ছাড়া পৌরসভায় সুবিধামতো সময়ে ইফতার মাহফিল ও সভার আয়োজন করবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘ইফতার মাহফিলের একটা সুবিধা আছে। প্রতিটি থানা ও ইউনিয়ন পর্যায়ে আমরা যেতে পারছি। ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষার পাশাপাশি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে পারছি, তাদের কথা শোনার সুযোগ হচ্ছে।’
অন্যদিকে সাবেক সাংসদ গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল গ্রুপ ও এনামুল হক এনাম গ্রুপ উপজেলা বিএনপির রাজনীতিতে থাকলেও মাঠপর্যায়ে দলীয় কর্মসূচি পালন করতে চোখে পড়ছে এনাম গ্রুপের নেতা-কর্মীদের।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির রাজনীতি কিছুটা সচল হলেও নির্বাচনে দলীয় প্রার্থী না দেওয়া এবং বর্জনের পর আবারও ঝিমিয়ে পড়ে সাংগঠনিক কার্যক্রম। দুর্বল হয়ে পড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জড়তা কাটিয়ে দলীয় কর্মীদের মনোবল চাঙা করতে ইফতার মাহফিলের আড়ালে ইউনিয়ন পর্যায়ে দল গোছাতে আহ্বায়ক কমিটি গঠনের আয়োজন করেছে দলটি।
উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, ‘অত্যাচার, জেল-জুলুমে অনেক নেতা-কর্মী হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। কিন্তু আমি এক দিনের জন্যও হতাশ হইনি। কারণ, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে।’
কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ‘ইফতার মাহফিলে দলের নেতা-কর্মীরা পরস্পরের কাছে যাওয়ার সুযোগ পান। এতে দলীয় নেতা-কর্মীদের মনোবল আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
পটিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব খোরশেদ আলম বলেন, ইফতার মাহফিলের মাধ্যমে নেতা-কর্মীদের মিলনমেলা হচ্ছে। এর ফলে তাঁদের মধ্যে নতুন কর্মস্পৃহা জাগ্রত হবে। রমজান মাসে রাজপথে কর্মসূচি না থাকলেও সাংগঠনিক কর্মকাণ্ড বন্ধ থাকবে না। ইফতার মাহফিলও সাংগঠনিক কর্মকাণ্ডের অংশ বলে জানান উপজেলা বিএনপির এই নেতা।
এক যুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি মাঠের রাজনীতিতেও আছে বেকায়দায়। সাংগঠনিক কর্মসূচিতেও নিষ্ক্রিয় দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের কর্মীরাও। এমন পরিস্থিতিতে রমজান মাসে ইফতার মাহফিলকেন্দ্রিক ঘরোয়া রাজনীতিতে মনোযোগ দিচ্ছে দলটি। এ ক্ষেত্রে ইফতার মাহফিলের ব্যানারে উপজেলায় একাধিক রাজনৈতিক সমাবেশ করেছে পটিয়া উপজেলা বিএনপি।
খোঁজ নিয়ে জানা গেছে, মূলত এসব ইফতার মাহফিলের মাধ্যমে রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে উপজেলা বিএনপি। রমজানের শুরু থেকেই প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ইফতারের ব্যানারে ঘরোয়াভাবে রাজনৈতিক সমাবেশের আয়োজন করছে দলটি। ইফতারকেন্দ্রিক এসব সমাবেশে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবির পাশাপাশি মাঠপর্যায়ের নেতা-কর্মীদের দেওয়া হচ্ছে দিকনির্দেশনা। রমজানজুড়েই বিএনপির এমন কর্মসূচি চলবে বলে জানা গেছে।
দলের নেতারা জানান, পুলিশ দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলা বিএনপিকে বড় পরিসরে সভা-সমাবেশ করতে দিচ্ছে না। এমন পরিস্থিতিতে রাজনীতির মাঠে টিকে থাকতে কৌশলী কর্মসূচি দিতে হচ্ছে। ইফতার মাহফিলের ব্যানারে সমাবেশও একধরনের কৌশলী কর্মসূচি।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপি ছাড়াও সহযোগী সংগঠনগুলোও ইফতার মাহফিল এবং সমাবেশের আয়োজন করছে। এরই মধ্যে বেশ কয়েকটি ইউনিয়নে বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার হয়েছে মৎস্যজীবী দলের ইফতার মাহফিল। পর্যায়ক্রমে বিএনপির ইফতার মাহফিল হওয়ার কথা রয়েছে রমজান মাসজুড়ে অন্যান্য ইউনিয়নে। এ ছাড়া পৌরসভায় সুবিধামতো সময়ে ইফতার মাহফিল ও সভার আয়োজন করবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, ‘ইফতার মাহফিলের একটা সুবিধা আছে। প্রতিটি থানা ও ইউনিয়ন পর্যায়ে আমরা যেতে পারছি। ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষার পাশাপাশি নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে পারছি, তাদের কথা শোনার সুযোগ হচ্ছে।’
অন্যদিকে সাবেক সাংসদ গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল গ্রুপ ও এনামুল হক এনাম গ্রুপ উপজেলা বিএনপির রাজনীতিতে থাকলেও মাঠপর্যায়ে দলীয় কর্মসূচি পালন করতে চোখে পড়ছে এনাম গ্রুপের নেতা-কর্মীদের।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির রাজনীতি কিছুটা সচল হলেও নির্বাচনে দলীয় প্রার্থী না দেওয়া এবং বর্জনের পর আবারও ঝিমিয়ে পড়ে সাংগঠনিক কার্যক্রম। দুর্বল হয়ে পড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জড়তা কাটিয়ে দলীয় কর্মীদের মনোবল চাঙা করতে ইফতার মাহফিলের আড়ালে ইউনিয়ন পর্যায়ে দল গোছাতে আহ্বায়ক কমিটি গঠনের আয়োজন করেছে দলটি।
উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, ‘অত্যাচার, জেল-জুলুমে অনেক নেতা-কর্মী হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। কিন্তু আমি এক দিনের জন্যও হতাশ হইনি। কারণ, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে।’
কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ‘ইফতার মাহফিলে দলের নেতা-কর্মীরা পরস্পরের কাছে যাওয়ার সুযোগ পান। এতে দলীয় নেতা-কর্মীদের মনোবল আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
পটিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব খোরশেদ আলম বলেন, ইফতার মাহফিলের মাধ্যমে নেতা-কর্মীদের মিলনমেলা হচ্ছে। এর ফলে তাঁদের মধ্যে নতুন কর্মস্পৃহা জাগ্রত হবে। রমজান মাসে রাজপথে কর্মসূচি না থাকলেও সাংগঠনিক কর্মকাণ্ড বন্ধ থাকবে না। ইফতার মাহফিলও সাংগঠনিক কর্মকাণ্ডের অংশ বলে জানান উপজেলা বিএনপির এই নেতা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে