মূল অভিযুক্তদের কাছেই তদন্ত প্রতিবেদন জমা

যশোর প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৮: ৩৬
Thumbnail image

যশোর শিক্ষা বোর্ডের চেক জালিয়াতির মাধ্যমে সাত কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বোর্ডের চেয়ারম্যান ও সচিবসহ বেশ কয়েকজনের একটি চক্র এসব ঘটনার সঙ্গে জড়িত। যারা যোগসাজশে বিভিন্ন সময়ে টাকা হাতিয়ে নিয়েছেন।

কমিটি গঠনের এক মাস ৭ দিন পর গত রোববার বিকেলে কমিটির প্রধান কলেজ পরিদর্শক কে এম রব্বানি ৫৮ পৃষ্ঠার এ প্রতিবেদন জমা দিয়েছেন।

এদিকে প্রতিবেদনে অভিযুক্ত বোর্ড সচিবের কাছেই জমা দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদনটি। যা অপর অভিযুক্ত যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রধান কে এম রব্বানি বলেন, ‘আত্নসাতের ঘটনায় ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক রাজারহাট এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বাবু ও শেখহাটি জামরুলতলা এলাকার শাহীলাল স্টোরের মালিক সিদ্দিক আলী বিশ্বাসের ছেলে আশরাফুল আলম জড়িত রয়েছেন। আমরা জালিয়াতির প্রমাণ পেয়েছি। প্রতিবেদন শিক্ষা বোর্ডের সচিবের কাছে জমা দেওয়া হয়েছে। সেখানে ৩৬টি চেকের মাধ্যমে প্রায় সাত কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য দেওয়া হয়েছে।’

কে এম রব্বানি বলেন, ‘প্রতিবেদনে আমরা কিছু সুপারিশ করেছি। বিশেষ করে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে নিয়ে। সুপারিশগুলো গ্রহণ করা হলে ভবিষ্যতে এমন জালিয়াতির ঘটনা ঘটবে না।’

এর আগে গত ১৮ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমীর হোসেন, সচিব অধ্যাপক এ এম এইচ আলী আর রেজা, হিসাব সহকারী আবদুস সালাম, ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম বাবু ও শেখহাটি জামরুলতলা এলাকার শাহীলাল স্টোরের মালিক আশরাফুল আলমের নামে মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত