এ বছরেই ইমন-মিথিলার শিশুতোষ সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

প্রথমবারের মতো শিশুতোষ সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক ইমন ও রাফিয়াত রশিদ মিথিলা। শাহরিয়ার কবিরের লেখা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে সিনেমাটি। পরিচালনা করছেন লুবনা শারমিন। বর্তমানে এফডিসিতে সিনেমার শেষ ভাগের শুটিং চলছে। দ্রুত কাজ শেষ করে চলতি বছরেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা।

‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ সিনেমায় নেলী খালা চরিত্রে অভিনয় করছেন মিথিলা। সিনেমায় অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘সবাই জানে আমি শিশুদের নিয়ে কাজ করি। ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে রয়েছি। এ বিষয়ে পিএইচডিও করছি। তাই শিশু-কিশোরদের নিয়ে তৈরি এই সিনেমার সঙ্গে যুক্ত হওয়া। আর একটি কারণ আছে, সেটি হলো, সিনেমাটি তৈরি হচ্ছে শাহরিয়ার কবিরের বিখ্যাত উপন্যাস থেকে।’

নিজের চরিত্র নিয়ে মিথিলা বলেন, ‘সিনেমাটি মূলত শিশু-কিশোরদের নিয়ে। তারাই এ সিনেমার মূল চরিত্র। নেলী খালা হয়ে আমি তাদের সঙ্গ দিয়েছি। নেলী খালা আসলে দুষ্টু বাচ্চাদের লিডার। অনেক ভার্সেটাইল, একসঙ্গে অনেক ধরনের কাজ করে সে। দৃঢ়প্রতিজ্ঞ একজন মানুষ। ব্যক্তিগতভাবে আমিও দৃঢ়চেতা, মানসিকভাবে শক্তিশালী। সে হিসেবে চরিত্রটা আমার সঙ্গে যায়। পরিচালকও বিশ্বাস করেছেন এ চরিত্রটা আমি ঠিকঠাক করতে পারব।’

ইমনউপন্যাসের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলাটা অনেক চ্যালেঞ্জিং মনে করেন মিথিলা। তবে নিজের সর্বোচ্চ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন বলে জানিয়েছেন তিনি।

এ সিনেমায় বিজিবির মেজর হিসেবে দেখা যাবে ইমনকে। চরিত্রের নাম জাহেদ। তিনি বলেন, ‘গল্পটি যখন পড়েছিলাম মনে হয়েছিল সিনেমা হওয়া উচিত। আমার মনে হয় সিনেমাটি আমার ক্যারিয়ারে ট্রেডমার্ক হয়ে থাকবে। আমি অভিনয় করেছি বিজিবির একজন মেজরের চরিত্রে। এটি একটি অভিযানের সিনেমা। পুরো জার্নি ও চরিত্রটা বেশ উপভোগ করছি।’

 নির্মাতা লুবনা শারমিন বলেন, ‘আগে থেকেই পরিকল্পনা ছিল এ সিনেমাটি দিয়ে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করব। গল্পটা আমার ভীষণ পছন্দের। আশা করছি, এ বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটি দর্শকদের উপহার দিতে পারব।’

সরকারি অনুদানের এ সিনেমায় ইমন-মিথিলা ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন স্বপ্নিল, হিয়া, রাহিন, ইশরাত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত