Ajker Patrika

আবারও দুলছে সোনার ফসল

কামরুজ্জামান রাজু, কেশবপুর
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১: ১৩
আবারও দুলছে সোনার ফসল

যশোরের কেশবপুরে কৃষকের দাবির মুখে গুঁড়িয়ে দেওয়া অবৈধ ইটভাটার আশপাশের এলাকার কৃষিজমিতে শোভা পাচ্ছে সরিষাসহ নানা ফসল। একসময় ইটভাটার চিমনি থেকে বের হওয়া ক্ষতিকর কার্বন ও ধোঁয়ার কারণে এখানে কোনো ফসল ফলাতে পারতেন না কৃষকেরা।

জানা গেছে, কয়েক বছর আগে উপজেলার সাতবাড়িয়া এলাকায় কৃষিজমিতে অনুমোদন ছাড়াই ওই ইটভাটা করায় ফসল উৎপাদন বন্ধ হয়ে যায়।

ফল ধরা কমে যায় বিভিন্ন গাছে। কৃষিজমিতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় এবং এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়ার কারণে কৃষকেরা ফুঁসে ওঠেন। ওই অবৈধ ইটভাটা বন্ধের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানান। কৃষকের দাবির মুখে গত বছর পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ভাটাটির চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

ভাটাটি বন্ধের পর এলাকার কৃষকেরা আগের মতো ওই এলাকার কৃষিজমিতে ফসল আবাদ শুরু করেন। চলতি বছর ওই এলাকায় ১৬ বিঘা জমিতে সরিষাসহ বিভিন্ন সবজির আবাদ করা হয়েছে। কৃষকেরা ভাটার ধোঁয়ার কারণে ফসল ফলাতে পারতেন না। সেখানে এবার সরিষার আবাদ করে কৃষকের মুখে ফিরেছে হাসি।

কৃষক আব্দুল জলিল বলেন, ‘ভাটার কারণে কৃষিজমিতে ফসল ফলাতে পারতাম না। তা ছাড়া নারকেল গাছের ফলনও ঠিকমতো আসত না। এবার ৪ বিঘা জমিতে সরিষার আবাদে বাম্পার ফলন এসেছে।’

কৃষক অসীম দত্ত বলেন, ‘আমার আড়াই বিঘা জমিতে সরিষার ফুল দেখতে এলাকার মানুষ খেতের আইলে ভিড় করেন।’

এলাকার পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সদস্য শেখ সাইফুল্লাহ বলেন, ‘গত বছর ঢাকার পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালিয়ে সাতবাড়িয়া সড়কের পাশে ফারুকুল ইসলামের অবৈধ সুপার ব্রিকস ইটভাটাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এর পরেই কৃষকেরা তাঁদের কৃষি জমিতে ফসল ফলাতে শুরু করেন। বর্তমানে ওই এলাকার কৃষি জমিতে সরিষা, বেগুন, শিম, পটোল ও ভুট্টার আবাদ করা হয়েছে; পাশাপাশি বিভিন্ন গাছের ফলও ধরা শুরু হয়েছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, ‘যেখানে ইটভাটা থাকে, ওই এলাকার কৃষিজমিতে ফসলাদি অনেক কমে যায়। অন্য কৃষি জমি থেকে মাটির উপরিভাগ (টপ সয়েল) কেটে আনার কারণে জমির উর্বরতা নষ্ট হয়। তা ছাড়া এলাকায় ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি করে। ওই ইটভাটাটি বন্ধ হওয়ার পর সেখানকার কৃষিজমিতে ফসলের ব্যাপক আবাদ হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত