আজকের পত্রিকা ডেস্ক
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে কয়েক দিন আগে থেকেই রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। গতকাল বৃহস্পতিবার শেষ কর্মদিবসের পর ঘরমুখী মানুষের চাপ বেড়ে যায় কয়েক গুণ। এর প্রভাব পড়ে সড়ক ও মহাসড়কেও। আগের বছরগুলোর মতো এবার যানজটের খবর পাওয়া যায়নি। তবে সড়ক-মহাসড়কে গাড়ির গতি ছিল লাগামের মধ্যে।
গাজীপুর প্রতিনিধি জানান, সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ বাড়তে শুরু করে। স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করে। এতে মহাসড়কের কোথাও থেমে থেমে, আবার কোথাও হালকা যানজটের সৃষ্টি হয়।
সিরাজগঞ্জ যাওয়ার জন্য চন্দ্রায় অপেক্ষা করছিলেন মিলন হোসেন। তিনি বলেন, ‘বেলা ১১টা পর্যন্ত ডিউটি করে আমাদের কারখানা আজ (বৃহস্পতিবার) ১০ দিনের ছুটি দিয়েছে। আগেই ব্যাগ গুছিয়ে রেখে এসেছিলাম, তাই ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে এখন রওনা হয়েছি। আরও কারখানা ছুটি হলে সড়কে মানুষের ভিড় বাড়বে।’
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, যানবাহনে চাপ বাড়ছে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। যে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন। ট্রাক, বাস, প্রাইভেট কারে করে বাড়ি ফিরতে দেখা গেছে মানুষকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনও বাড়তে শুরু করে। তবে দুপুরের পর থেকে যানবাহনের চাপ একটু বেশি ছিল।
সাভার (ঢাকা) প্রতিনিধি জানান, সড়কে অতিরিক্ত পুলিশের পাশাপাশি যানজট নিরসনে স্পিকারযুক্ত ড্রোন ক্যামেরা উড়বে আকাশে। দুর্ঘটনা এড়াতে খোলা ট্রাকে বা বাসের ছাদে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। এসব তথ্য জানান হাইওয়ে পুলিশপ্রধান অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যাত্রীর চাপ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপও। তবে এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। যাত্রীরা নির্বিঘ্নেই গন্তব্যে যেতে পারছেন। গতকাল দুপুরে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ চিত্র দেখা যায়।
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় মহাসড়কে এবার এখন পর্যন্ত যানজট নেই। ফলে ঈদে ঘরমুখী মানুষকে এখনো বিড়ম্বনায় পড়ার খবর পাওয়া যায়নি। তবে আজ থেকে যানবাহনের সংখ্যা বাড়লে দু-একটি স্থানে যানজট দেখা দিতে পারে। বগুড়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মাহবুবুল ইসলাম খান বলেন, মহাসড়কে যানবাহনের চাপ এখনো বাড়েনি। মাঝেমধ্যে সামান্য যানজটের সৃষ্টি হলেও, যাত্রীদের তেমন দুর্ভোগে পড়তে হচ্ছে না।
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, মানিকগঞ্জের পাটুরিয়ায় গতকাল ভোরে পন্টুনে বিকল হওয়া একটি ট্রাক সরাতে গেলে রেকার উল্টে যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। ৮ ঘণ্টা পর বেলা দেড়টার দিকে ঘাট দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, ভোর ৫টার দিকে একটি ট্রাক পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের ফেরিতে উঠতে গেলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আধা ঘণ্টা পর ভোর সাড়ে ৫টার দিকে বিআইডব্লিউটিসির একটি রেকার দিয়ে ট্রাকটি সরাতে গেলে রেকারটি পন্টুনের ওপর উল্টে যায়। তখন থেকেই ওই ঘাট দিয়ে পারাপার বন্ধ থাকে।
এদিকে নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, ঘরে ফেরার মূল স্রোত শুরু হয়েছে গতকাল। নৌপথের সবচেয়ে আরামদায়ক যান লঞ্চে তাই স্পেশাল সার্ভিসও শুরু হয় গতকাল। প্রথম দিনেই আটটি লঞ্চ ঢাকা থেকে বরিশালে আসার কথা রয়েছে। অবশ্য লঞ্চমালিকেরা দাবি করেছেন, কেবিনে যাত্রী হলেও ডেকে যাত্রী নেই।
গতকাল ঢাকা থেকে সুরভী লঞ্চে বরিশাল আসা ব্যবসায়ী মজিদ হোসেন বলেন, কোরবানিতে পরিবার নিয়ে একটু আগেভাগেই বাড়ি ফিরেছেন। কেবিনে স্বাচ্ছন্দ্যে এসেছেন। চাপ আগের মতো নেই।
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে কয়েক দিন আগে থেকেই রাজধানী ছাড়ছেন সাধারণ মানুষ। গতকাল বৃহস্পতিবার শেষ কর্মদিবসের পর ঘরমুখী মানুষের চাপ বেড়ে যায় কয়েক গুণ। এর প্রভাব পড়ে সড়ক ও মহাসড়কেও। আগের বছরগুলোর মতো এবার যানজটের খবর পাওয়া যায়নি। তবে সড়ক-মহাসড়কে গাড়ির গতি ছিল লাগামের মধ্যে।
গাজীপুর প্রতিনিধি জানান, সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহনের চাপ বাড়তে শুরু করে। স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করে। এতে মহাসড়কের কোথাও থেমে থেমে, আবার কোথাও হালকা যানজটের সৃষ্টি হয়।
সিরাজগঞ্জ যাওয়ার জন্য চন্দ্রায় অপেক্ষা করছিলেন মিলন হোসেন। তিনি বলেন, ‘বেলা ১১টা পর্যন্ত ডিউটি করে আমাদের কারখানা আজ (বৃহস্পতিবার) ১০ দিনের ছুটি দিয়েছে। আগেই ব্যাগ গুছিয়ে রেখে এসেছিলাম, তাই ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে এখন রওনা হয়েছি। আরও কারখানা ছুটি হলে সড়কে মানুষের ভিড় বাড়বে।’
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, যানবাহনে চাপ বাড়ছে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। যে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন। ট্রাক, বাস, প্রাইভেট কারে করে বাড়ি ফিরতে দেখা গেছে মানুষকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনও বাড়তে শুরু করে। তবে দুপুরের পর থেকে যানবাহনের চাপ একটু বেশি ছিল।
সাভার (ঢাকা) প্রতিনিধি জানান, সড়কে অতিরিক্ত পুলিশের পাশাপাশি যানজট নিরসনে স্পিকারযুক্ত ড্রোন ক্যামেরা উড়বে আকাশে। দুর্ঘটনা এড়াতে খোলা ট্রাকে বা বাসের ছাদে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। এসব তথ্য জানান হাইওয়ে পুলিশপ্রধান অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যাত্রীর চাপ বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপও। তবে এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। যাত্রীরা নির্বিঘ্নেই গন্তব্যে যেতে পারছেন। গতকাল দুপুরে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ চিত্র দেখা যায়।
বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ায় মহাসড়কে এবার এখন পর্যন্ত যানজট নেই। ফলে ঈদে ঘরমুখী মানুষকে এখনো বিড়ম্বনায় পড়ার খবর পাওয়া যায়নি। তবে আজ থেকে যানবাহনের সংখ্যা বাড়লে দু-একটি স্থানে যানজট দেখা দিতে পারে। বগুড়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মাহবুবুল ইসলাম খান বলেন, মহাসড়কে যানবাহনের চাপ এখনো বাড়েনি। মাঝেমধ্যে সামান্য যানজটের সৃষ্টি হলেও, যাত্রীদের তেমন দুর্ভোগে পড়তে হচ্ছে না।
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, মানিকগঞ্জের পাটুরিয়ায় গতকাল ভোরে পন্টুনে বিকল হওয়া একটি ট্রাক সরাতে গেলে রেকার উল্টে যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। ৮ ঘণ্টা পর বেলা দেড়টার দিকে ঘাট দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে, ভোর ৫টার দিকে একটি ট্রাক পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের ফেরিতে উঠতে গেলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আধা ঘণ্টা পর ভোর সাড়ে ৫টার দিকে বিআইডব্লিউটিসির একটি রেকার দিয়ে ট্রাকটি সরাতে গেলে রেকারটি পন্টুনের ওপর উল্টে যায়। তখন থেকেই ওই ঘাট দিয়ে পারাপার বন্ধ থাকে।
এদিকে নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, ঘরে ফেরার মূল স্রোত শুরু হয়েছে গতকাল। নৌপথের সবচেয়ে আরামদায়ক যান লঞ্চে তাই স্পেশাল সার্ভিসও শুরু হয় গতকাল। প্রথম দিনেই আটটি লঞ্চ ঢাকা থেকে বরিশালে আসার কথা রয়েছে। অবশ্য লঞ্চমালিকেরা দাবি করেছেন, কেবিনে যাত্রী হলেও ডেকে যাত্রী নেই।
গতকাল ঢাকা থেকে সুরভী লঞ্চে বরিশাল আসা ব্যবসায়ী মজিদ হোসেন বলেন, কোরবানিতে পরিবার নিয়ে একটু আগেভাগেই বাড়ি ফিরেছেন। কেবিনে স্বাচ্ছন্দ্যে এসেছেন। চাপ আগের মতো নেই।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে