জাকির হোসেন, সুনামগঞ্জ
সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার ও শান্তিগঞ্জসহ সদর উপজেলায় বন্যার পানিতে ডুবে যায় প্রায় দেড় হাজার নলকূপ। এসব নলকূপ থেকে ঘোলাটে ও দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও সুপেয় পানির সংকট রয়ে গেছে। অনেকে আবার পানিবাহিত রোগেও আক্রান্ত হচ্ছেন।
বন্যায় তলিয়ে যাওয়া নলকূপ দিয়ে ময়লা পানির সঙ্গে দুর্গন্ধও বের হওয়ায়; পানি ব্যবহার করতে পারছেন না মানুষ। অনেকে সুপেয় পানির জন্য দূর-দুরান্ত থেকে পানি আনতে যাচ্ছেন। এমন অবস্থায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বন্যাবলিতদের।
সুনামগঞ্জ সদর উপজেলার হাসনবসত গ্রামের পান্না বেগম বলেন, ‘আমরার ইকানো সরকারি একটা নলকূপ আছে। ইটা বন্যার পানিতে ডুবি গেছিল। এখন ময়লা পানি আইতাছে। আমরা অনেক দূর থাইকা পানি আইান্না খাইতাছি।’
সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, চলতি বন্যায় চার উপজেলায় প্রায় দেড় হাজার নলকূপ পানিতে তলিয়ে যায়। বেশ কয়েকটি নলকূপের লেয়ার অকেজো হয়ে গেছে। আরও সপ্তাহখানেক লাগবে নলকূপের সমস্যা স্বাভাবিক হতে।
এখনো অনেক গ্রামের সরকারি নলকূপের আশপাশে নোংরা পানি রয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার সুলতানপুর, হাসনবসত গ্রামের অনেক নলকূপ অন্যান্য জায়গা থেকে অপেক্ষাকৃত নিচু স্থানে বসানোর ফলে এসব নলকূপের কাছাকাছি বর্ষা কালে পানি থাকে। ফলে এসব নলকূপের পানি পান করার অনুপযোগী হয়ে পরে।
বন্যার পানিতে নলকূপ ছাড়াও ডিপ নলকূপগুলোতে সমস্যা দেখা দিয়েছে। বিদ্যুৎ চালিত ডিপ নলকূপের মোটরে ত্রুটির কারণে পানি উঠছে না।
দোয়ারাবাজার উপজেলার নুরপুর গ্রামের হরিমন বর্মন বলেন, ‘আমরা গাঁওয়ের সব নলকূপ পানিতে ডুবছিল। ওখনো ভালা পানি বাইর ওয় না। এই পানি দিয়া দুর্গন্ধ বাইর ওয়।’
বিশুদ্ধ খাবার পানির সংকটে বিপাকে পড়েছেন বন্যাকবলিতরা। বিশেষ করে শিশু ও বয়োজ্যেষ্ঠরা। ইতিমধ্যেই সুনামগঞ্জ সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই আউটডোরে শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন।
সুনামগঞ্জ সদর হাসপাতাল সূত্র জানায়, বন্যাকবলিত এলাকায় ক্যাম্পিং করা হয়েছে। প্রতিটি গ্রামেই পানিবাহিত রোগ সম্পর্কে সচেতনতামূলক প্রচারণাসহ ওষুধ সরবরাহ করা হয়েছে। ফলে এবারের বন্যায় পানিবাহিত রোগীর সংখ্যা কম।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাস বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলোতে নানা ধরনের ওষুধ সরবরাহ করা হয়েছে। ফলে এবার হাসপাতালের রোগীর চাপ কম।
যেসব নলকূপ বন্যার পানিতে ডুবেছিল এসব নলকূপের পানি পান ও মেরামতের জন্য আরও সপ্তাহখানেক সময় লাগবে। আপাতত ১০ মিনিট চাপ দিলে বিশুদ্ধ পানি বের হবে। পানি বিশুদ্ধকরণে ফিটকিরি ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, বন্যায় তলিয়ে যাওয়া নলকূপের পানি এখন পানি ব্যবহার করা যাবে। কিছু সময় চাপ দিলে বিশুদ্ধ পানি বের হবে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে।
সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার ও শান্তিগঞ্জসহ সদর উপজেলায় বন্যার পানিতে ডুবে যায় প্রায় দেড় হাজার নলকূপ। এসব নলকূপ থেকে ঘোলাটে ও দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও সুপেয় পানির সংকট রয়ে গেছে। অনেকে আবার পানিবাহিত রোগেও আক্রান্ত হচ্ছেন।
বন্যায় তলিয়ে যাওয়া নলকূপ দিয়ে ময়লা পানির সঙ্গে দুর্গন্ধও বের হওয়ায়; পানি ব্যবহার করতে পারছেন না মানুষ। অনেকে সুপেয় পানির জন্য দূর-দুরান্ত থেকে পানি আনতে যাচ্ছেন। এমন অবস্থায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বন্যাবলিতদের।
সুনামগঞ্জ সদর উপজেলার হাসনবসত গ্রামের পান্না বেগম বলেন, ‘আমরার ইকানো সরকারি একটা নলকূপ আছে। ইটা বন্যার পানিতে ডুবি গেছিল। এখন ময়লা পানি আইতাছে। আমরা অনেক দূর থাইকা পানি আইান্না খাইতাছি।’
সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, চলতি বন্যায় চার উপজেলায় প্রায় দেড় হাজার নলকূপ পানিতে তলিয়ে যায়। বেশ কয়েকটি নলকূপের লেয়ার অকেজো হয়ে গেছে। আরও সপ্তাহখানেক লাগবে নলকূপের সমস্যা স্বাভাবিক হতে।
এখনো অনেক গ্রামের সরকারি নলকূপের আশপাশে নোংরা পানি রয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার সুলতানপুর, হাসনবসত গ্রামের অনেক নলকূপ অন্যান্য জায়গা থেকে অপেক্ষাকৃত নিচু স্থানে বসানোর ফলে এসব নলকূপের কাছাকাছি বর্ষা কালে পানি থাকে। ফলে এসব নলকূপের পানি পান করার অনুপযোগী হয়ে পরে।
বন্যার পানিতে নলকূপ ছাড়াও ডিপ নলকূপগুলোতে সমস্যা দেখা দিয়েছে। বিদ্যুৎ চালিত ডিপ নলকূপের মোটরে ত্রুটির কারণে পানি উঠছে না।
দোয়ারাবাজার উপজেলার নুরপুর গ্রামের হরিমন বর্মন বলেন, ‘আমরা গাঁওয়ের সব নলকূপ পানিতে ডুবছিল। ওখনো ভালা পানি বাইর ওয় না। এই পানি দিয়া দুর্গন্ধ বাইর ওয়।’
বিশুদ্ধ খাবার পানির সংকটে বিপাকে পড়েছেন বন্যাকবলিতরা। বিশেষ করে শিশু ও বয়োজ্যেষ্ঠরা। ইতিমধ্যেই সুনামগঞ্জ সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই আউটডোরে শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন।
সুনামগঞ্জ সদর হাসপাতাল সূত্র জানায়, বন্যাকবলিত এলাকায় ক্যাম্পিং করা হয়েছে। প্রতিটি গ্রামেই পানিবাহিত রোগ সম্পর্কে সচেতনতামূলক প্রচারণাসহ ওষুধ সরবরাহ করা হয়েছে। ফলে এবারের বন্যায় পানিবাহিত রোগীর সংখ্যা কম।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাস বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলোতে নানা ধরনের ওষুধ সরবরাহ করা হয়েছে। ফলে এবার হাসপাতালের রোগীর চাপ কম।
যেসব নলকূপ বন্যার পানিতে ডুবেছিল এসব নলকূপের পানি পান ও মেরামতের জন্য আরও সপ্তাহখানেক সময় লাগবে। আপাতত ১০ মিনিট চাপ দিলে বিশুদ্ধ পানি বের হবে। পানি বিশুদ্ধকরণে ফিটকিরি ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, বন্যায় তলিয়ে যাওয়া নলকূপের পানি এখন পানি ব্যবহার করা যাবে। কিছু সময় চাপ দিলে বিশুদ্ধ পানি বের হবে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে