বুড়িচং প্রতিনিধি
বুড়িচং উপজেলার পাহাড়পুর গ্রামের ৮০ বিঘা পতিত জমিতে আউশ ধান চাষের উদ্যোগ গ্রহণ করেছে কৃষি বিভাগ। এ লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় ৪০ জন কৃষকের মধ্যে পাঁচ কেজি করে ব্রি ধান-৪৮-এর বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাহাড়পুর গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম ও বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় উপস্থিত থেকে এই বীজ বিতরণ করেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহেদ হোসেন জানান, পাহাড়পুর গ্রামের বেলবাড়ি মাঠে এ বছর আউশ আবাদ সম্প্রসারিত হবে। স্থানীয় কৃষকদের সঙ্গে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ একাধিক আলোচনা সভা করে তাঁদের চাহিদার ভিত্তিতে বীজের ব্যবস্থা করা হয়েছে। বীজ হাতে পেয়ে সবাই উৎসাহিত। সবার মধ্যে আসন্ন আউশ মৌসুমকে ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় বলেন, ক্রমহ্রাসমান কৃষিজমির বিপরীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে হলে মৌসুমি পতিত জমিগুলো আউশ আবাদের আওতায় আনতে হবে। গত বছরের ধারাবাহিকতায় এ বছর চারটি গ্রামে মৌসুমি পতিত জমিতে আউশ আবাদের বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে পাহাড়পুর গ্রামের বেলবাড়ি মাঠ অন্যতম। আদর্শ বীজতলা তৈরি থেকে শুরু করে সঠিক বয়সের চারা রোপণ, সুষম সার ব্যবস্থাপনা ও রোগ-পোকার ব্যবস্থাপনাসহ সব বিষয় নিশ্চিত করে ভালো ফলন নিশ্চিত করতে কর্মকর্তারা তৎপর থাকবেন বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিণা আক্তার বলেন, ‘আমাদের উদ্যোগের সঙ্গে থাকার জন্য ব্রি আঞ্চলিক কার্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। মৌসুমি পতিত জমিতে আউশ আবাদের বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে। এ বছর বুড়িচং উপজেলায় লক্ষ্যমাত্রার তুলনায় অধিক আউশ আবাদ অর্জন হবে বলে আশা করছি।’
বুড়িচং উপজেলার পাহাড়পুর গ্রামের ৮০ বিঘা পতিত জমিতে আউশ ধান চাষের উদ্যোগ গ্রহণ করেছে কৃষি বিভাগ। এ লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় ৪০ জন কৃষকের মধ্যে পাঁচ কেজি করে ব্রি ধান-৪৮-এর বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাহাড়পুর গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম ও বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় উপস্থিত থেকে এই বীজ বিতরণ করেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহেদ হোসেন জানান, পাহাড়পুর গ্রামের বেলবাড়ি মাঠে এ বছর আউশ আবাদ সম্প্রসারিত হবে। স্থানীয় কৃষকদের সঙ্গে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ একাধিক আলোচনা সভা করে তাঁদের চাহিদার ভিত্তিতে বীজের ব্যবস্থা করা হয়েছে। বীজ হাতে পেয়ে সবাই উৎসাহিত। সবার মধ্যে আসন্ন আউশ মৌসুমকে ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় বলেন, ক্রমহ্রাসমান কৃষিজমির বিপরীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে হলে মৌসুমি পতিত জমিগুলো আউশ আবাদের আওতায় আনতে হবে। গত বছরের ধারাবাহিকতায় এ বছর চারটি গ্রামে মৌসুমি পতিত জমিতে আউশ আবাদের বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে পাহাড়পুর গ্রামের বেলবাড়ি মাঠ অন্যতম। আদর্শ বীজতলা তৈরি থেকে শুরু করে সঠিক বয়সের চারা রোপণ, সুষম সার ব্যবস্থাপনা ও রোগ-পোকার ব্যবস্থাপনাসহ সব বিষয় নিশ্চিত করে ভালো ফলন নিশ্চিত করতে কর্মকর্তারা তৎপর থাকবেন বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিণা আক্তার বলেন, ‘আমাদের উদ্যোগের সঙ্গে থাকার জন্য ব্রি আঞ্চলিক কার্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। মৌসুমি পতিত জমিতে আউশ আবাদের বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে। এ বছর বুড়িচং উপজেলায় লক্ষ্যমাত্রার তুলনায় অধিক আউশ আবাদ অর্জন হবে বলে আশা করছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে