বিনোদন প্রতিবেদক, ঢাকা
রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র উপস্থাপনা নিয়ে ব্যস্ত ছিলেন জিনাত সানু স্বাগতা। উপস্থাপনায় নতুন নন তিনি। কয়েক বছর আগে ‘সুপার হিরো সুপার হিরোইন’ নামের আরেকটি রিয়েলিটি শো উপস্থাপনা করেছিলেন। প্রতিযোগিতাটি চলচ্চিত্র নিয়ে ছিল বলেই করেছিলেন। তখন স্বাগতাও ছিলেন সিনেমার নায়িকা। আর এবারের অনুষ্ঠানটি গানের। স্বাগতা গানেরও মানুষ, তা ভক্তদের অজানা নয়।
স্বাগতা ও তাঁর ভাই সন্ধি ‘ম্যাজিক বাউলিয়ানা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। জীবনে এক অন্য রকম পাওয়া হলো দুজনার। স্বাগতা ও সন্ধি একসঙ্গে শাস্ত্রীয় সংগীত শিখেছেন। ২০০৪ সাল থেকে ৯ বছর ‘মহাকাল’ নামের একটি ব্যান্ড করেছেন দুজনে। রক মিউজিকের সঙ্গে বেশি সখ্য থাকলেও লোকগানেও দখল আছে তাঁদের। ছোটবেলায় বাবা সংগীতগুরু খোদাবক্স সানুর কাছে মাটির গান শিখেছেন তাঁরা। ‘ম্যাজিক বাউলিয়ানা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করতে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে।
স্বাগতা বলেন, ‘এত এত বাউল! আমি আর সন্ধি পাশে দাঁড়িয়ে তাঁদের গান শুনছি। জীবনযাপন দেখছি। মনে করছি, আমাদের দুজনের সংগীতের একটা ভ্রমণ হচ্ছে। এটা ভিন্নধর্মী একটা ফিলোসফিক্যাল জার্নি।’
স্বাগতা বর্তমানে ‘নির্দোষ’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন। ভিলেন চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। যে সবার জীবনে প্যাঁচ লাগিয়ে বেড়ায়। কাছাকাছি সময়ে বেশ কয়েকবার খলচরিত্রে অভিনয় করলেন স্বাগতা। তিনি বলেন, ‘ছোটবেলায় ‘‘টু-লেট’’ নামে একটি নাটকে নেতিবাচক চরিত্রে অভিনয় করি।
বেশ সাড়া পেয়েছিলাম। এর অনেক বছর পর “শত্রু শত্রু খেলা” সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করি। দারুণ সাড়া পেয়েছিলাম। সিনেমায় মান্না ভাই, মৌসুমী আপু, রাজ্জাক আঙ্কেল ছিলেন। তাঁদের মধ্যে আমার চরিত্রটাও বেশ প্রশংসা পায়। আমার চরিত্রটাই ছিল সবাইকে অতিষ্ঠ করার। তাই ভিলেন চরিত্রে অভিনয় করতে কখনোই না করি না। আমি চরিত্রনির্ভর নাটক কিংবা চলচ্চিত্রে অভিনয় করি। সব সময় তো প্রধান চরিত্রে কাজ করি না। তাই নেতিবাচক ও ইতিবাচক—সব কাজই করি।’
কিছুদিন আগে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ তিনটা লুকে পাওয়া গেছে স্বাগতাকে। এ সিরিজেও ভিলেন তিনি। সবাই বেশ পছন্দ করেছেন স্বাগতার চরিত্রটি। স্বাগতার মতে, ‘নেতিবাচক চরিত্রে অভিনয়ে বৈচিত্র্য বেশি থাকে। সারা বিশ্বের সিনেমা ও সিরিজে ভিলেন হয় ছেলেরা বেশি। তবে এই চরিত্রগুলোতে মেয়েদেরও অনেক সুযোগ আছে।’
খলচরিত্রে অনেকের অভিনয় অনুপ্রেরণা জোগায় স্বাগতাকে। তিনি বলেন, ‘আমার জন্মের পর থেকে যত সিনেমা বা নাটক দেখেছি, যত গান শুনেছি, লিরিকস পড়েছি—সবকিছু কিন্তু আমার ভেতরে একটু একটু করে জমা হয়েছে। মনের অজান্তে অনেকের বিভিন্ন ধরনের অভিনয় আমার মধ্যে জমা হয়েছে। সেখান থেকে বের করে আমি এখন অভিনয় করি।’
শিগগিরই স্বাগত ‘কাইজার টু’ সিরিজের শুটিং শুরু করবেন। আরও একাধিক ওয়েব সিরিজের প্রস্তাব পাচ্ছেন। তবে মনের মতো চরিত্র খুব একটা মিলছে না।
রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র উপস্থাপনা নিয়ে ব্যস্ত ছিলেন জিনাত সানু স্বাগতা। উপস্থাপনায় নতুন নন তিনি। কয়েক বছর আগে ‘সুপার হিরো সুপার হিরোইন’ নামের আরেকটি রিয়েলিটি শো উপস্থাপনা করেছিলেন। প্রতিযোগিতাটি চলচ্চিত্র নিয়ে ছিল বলেই করেছিলেন। তখন স্বাগতাও ছিলেন সিনেমার নায়িকা। আর এবারের অনুষ্ঠানটি গানের। স্বাগতা গানেরও মানুষ, তা ভক্তদের অজানা নয়।
স্বাগতা ও তাঁর ভাই সন্ধি ‘ম্যাজিক বাউলিয়ানা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। জীবনে এক অন্য রকম পাওয়া হলো দুজনার। স্বাগতা ও সন্ধি একসঙ্গে শাস্ত্রীয় সংগীত শিখেছেন। ২০০৪ সাল থেকে ৯ বছর ‘মহাকাল’ নামের একটি ব্যান্ড করেছেন দুজনে। রক মিউজিকের সঙ্গে বেশি সখ্য থাকলেও লোকগানেও দখল আছে তাঁদের। ছোটবেলায় বাবা সংগীতগুরু খোদাবক্স সানুর কাছে মাটির গান শিখেছেন তাঁরা। ‘ম্যাজিক বাউলিয়ানা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করতে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে।
স্বাগতা বলেন, ‘এত এত বাউল! আমি আর সন্ধি পাশে দাঁড়িয়ে তাঁদের গান শুনছি। জীবনযাপন দেখছি। মনে করছি, আমাদের দুজনের সংগীতের একটা ভ্রমণ হচ্ছে। এটা ভিন্নধর্মী একটা ফিলোসফিক্যাল জার্নি।’
স্বাগতা বর্তমানে ‘নির্দোষ’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন। ভিলেন চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। যে সবার জীবনে প্যাঁচ লাগিয়ে বেড়ায়। কাছাকাছি সময়ে বেশ কয়েকবার খলচরিত্রে অভিনয় করলেন স্বাগতা। তিনি বলেন, ‘ছোটবেলায় ‘‘টু-লেট’’ নামে একটি নাটকে নেতিবাচক চরিত্রে অভিনয় করি।
বেশ সাড়া পেয়েছিলাম। এর অনেক বছর পর “শত্রু শত্রু খেলা” সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করি। দারুণ সাড়া পেয়েছিলাম। সিনেমায় মান্না ভাই, মৌসুমী আপু, রাজ্জাক আঙ্কেল ছিলেন। তাঁদের মধ্যে আমার চরিত্রটাও বেশ প্রশংসা পায়। আমার চরিত্রটাই ছিল সবাইকে অতিষ্ঠ করার। তাই ভিলেন চরিত্রে অভিনয় করতে কখনোই না করি না। আমি চরিত্রনির্ভর নাটক কিংবা চলচ্চিত্রে অভিনয় করি। সব সময় তো প্রধান চরিত্রে কাজ করি না। তাই নেতিবাচক ও ইতিবাচক—সব কাজই করি।’
কিছুদিন আগে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ তিনটা লুকে পাওয়া গেছে স্বাগতাকে। এ সিরিজেও ভিলেন তিনি। সবাই বেশ পছন্দ করেছেন স্বাগতার চরিত্রটি। স্বাগতার মতে, ‘নেতিবাচক চরিত্রে অভিনয়ে বৈচিত্র্য বেশি থাকে। সারা বিশ্বের সিনেমা ও সিরিজে ভিলেন হয় ছেলেরা বেশি। তবে এই চরিত্রগুলোতে মেয়েদেরও অনেক সুযোগ আছে।’
খলচরিত্রে অনেকের অভিনয় অনুপ্রেরণা জোগায় স্বাগতাকে। তিনি বলেন, ‘আমার জন্মের পর থেকে যত সিনেমা বা নাটক দেখেছি, যত গান শুনেছি, লিরিকস পড়েছি—সবকিছু কিন্তু আমার ভেতরে একটু একটু করে জমা হয়েছে। মনের অজান্তে অনেকের বিভিন্ন ধরনের অভিনয় আমার মধ্যে জমা হয়েছে। সেখান থেকে বের করে আমি এখন অভিনয় করি।’
শিগগিরই স্বাগত ‘কাইজার টু’ সিরিজের শুটিং শুরু করবেন। আরও একাধিক ওয়েব সিরিজের প্রস্তাব পাচ্ছেন। তবে মনের মতো চরিত্র খুব একটা মিলছে না।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে