শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে নিবন্ধনবিহীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের ছড়াছড়ি। এগুলোতে নেই আধুনিক পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি, চিকিৎসক ও টেকনিশিয়ান। এতে না জেনে স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষ প্রতারিত হচ্ছে।
তবে জেলা সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য আজকের পত্রিকাকে বলেন, ‘নিবন্ধনবিহীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক থাকলে তা সরাসরি বন্ধ করে দেওয়া হবে। নিবন্ধন ছাড়া কোনো ডায়াগনস্টিক সেন্টার চলতে পারবে না। প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে তা বন্ধ করে দেওয়া হবে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, উপজেলায় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের সংখ্যা ১১টি। তার মধ্যে পাঁচটির নিবন্ধন রয়েছে, এর মধ্যে কয়েকটির নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে। বাকি ছয়টি নিবন্ধনবিহীন এবং বন্ধ রয়েছে।
কিন্তু বাস্তবে কোনো ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ নেই। এ ছাড়া উপজেলার কুরুয়া বাজার, ভায়াডাঙ্গা বাজার, সিংগারুনা বাজারসহ বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অবৈধ ডায়াগনস্টিক ও প্যাথলজি ল্যাব।
স্থানীয়রা জানান, শ্রীবরদীতে শতকরা ৯০ ভাগ ডায়াগনস্টিক সেন্টারে নেই কোনো মেডিকেল টেকনোলজিস্ট। নামমাত্র টেকনিশিয়ান দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ডায়াগনস্টিক সেন্টারের মালিকেরা। অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ল্যাব পিয়ন, আয়া দিয়ে এক্স-রে, ইসিজি, রক্ত সংগ্রহ এবং টেকনিশিয়ান দিয়ে প্যাথলজি, বায়োকেমিস্ট্রি, সেরোলজি ও হরমোনের কাজ করানোর, যাদের কোনো নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা।
সাধারণত একটি ডায়াগনস্টিক সেন্টারে একজন টেকনোলজিস্ট ও দুজন টেকনিশিয়ান থাকার সরকারি বাধ্যবাধকতা রয়েছে; কিন্তু নিয়মনীতির কোনো তোয়াক্কা না করে অদক্ষ জনবল দিয়ে পরিচালনা করা হচ্ছে এসব ডায়াগনস্টিক সেন্টারগুলো।
সরেজমিনে দেখা যায়, কুরুয়া বাজারে সুরুজ জামান ডায়াবেটিস সেন্টার ও স্বাস্থ্যকেন্দ্র এবং গফুর ডেন্টাল কেয়ার অ্যান্ড প্যাথলজি।
স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক মো. মমিরুল হাসান সুমন বলেন, ‘আমি কিছুদিন আগে এটি স্থাপন করেছি।’ এখানে কী কী পরীক্ষা করা হয় জানতে চাইলে তিনি বলেন, ‘আল্ট্রাসনোগ্রাম, ইসিজি ও প্যাথলজিক্যাল টেস্ট করা হয়। তবে কিছুদিন ধরে বন্ধ রয়েছে।’
গফুর ডেন্টাল কেয়ার অ্যান্ড প্যাথলজির মালিক আ. গফুর বলেন, ‘আমরা বর্তমানে টেস্ট করা বন্ধ করে দিয়েছি।’ অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আর করব না, বিষয়টি ক্ষমারদৃষ্টিতে দেখেন।’
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিন বলেন, ‘আমাদের উপজেলায় অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজির কাগজপত্র রয়েছে। যেসব ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজির কাগজপত্র নেই, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।’
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। নিবন্ধনবিহীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক থাকলে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
শেরপুরের শ্রীবরদীতে নিবন্ধনবিহীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের ছড়াছড়ি। এগুলোতে নেই আধুনিক পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি, চিকিৎসক ও টেকনিশিয়ান। এতে না জেনে স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষ প্রতারিত হচ্ছে।
তবে জেলা সিভিল সার্জন অনুপম ভট্টাচার্য আজকের পত্রিকাকে বলেন, ‘নিবন্ধনবিহীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক থাকলে তা সরাসরি বন্ধ করে দেওয়া হবে। নিবন্ধন ছাড়া কোনো ডায়াগনস্টিক সেন্টার চলতে পারবে না। প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে তা বন্ধ করে দেওয়া হবে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, উপজেলায় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের সংখ্যা ১১টি। তার মধ্যে পাঁচটির নিবন্ধন রয়েছে, এর মধ্যে কয়েকটির নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে। বাকি ছয়টি নিবন্ধনবিহীন এবং বন্ধ রয়েছে।
কিন্তু বাস্তবে কোনো ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ নেই। এ ছাড়া উপজেলার কুরুয়া বাজার, ভায়াডাঙ্গা বাজার, সিংগারুনা বাজারসহ বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অবৈধ ডায়াগনস্টিক ও প্যাথলজি ল্যাব।
স্থানীয়রা জানান, শ্রীবরদীতে শতকরা ৯০ ভাগ ডায়াগনস্টিক সেন্টারে নেই কোনো মেডিকেল টেকনোলজিস্ট। নামমাত্র টেকনিশিয়ান দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ডায়াগনস্টিক সেন্টারের মালিকেরা। অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ল্যাব পিয়ন, আয়া দিয়ে এক্স-রে, ইসিজি, রক্ত সংগ্রহ এবং টেকনিশিয়ান দিয়ে প্যাথলজি, বায়োকেমিস্ট্রি, সেরোলজি ও হরমোনের কাজ করানোর, যাদের কোনো নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা।
সাধারণত একটি ডায়াগনস্টিক সেন্টারে একজন টেকনোলজিস্ট ও দুজন টেকনিশিয়ান থাকার সরকারি বাধ্যবাধকতা রয়েছে; কিন্তু নিয়মনীতির কোনো তোয়াক্কা না করে অদক্ষ জনবল দিয়ে পরিচালনা করা হচ্ছে এসব ডায়াগনস্টিক সেন্টারগুলো।
সরেজমিনে দেখা যায়, কুরুয়া বাজারে সুরুজ জামান ডায়াবেটিস সেন্টার ও স্বাস্থ্যকেন্দ্র এবং গফুর ডেন্টাল কেয়ার অ্যান্ড প্যাথলজি।
স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক মো. মমিরুল হাসান সুমন বলেন, ‘আমি কিছুদিন আগে এটি স্থাপন করেছি।’ এখানে কী কী পরীক্ষা করা হয় জানতে চাইলে তিনি বলেন, ‘আল্ট্রাসনোগ্রাম, ইসিজি ও প্যাথলজিক্যাল টেস্ট করা হয়। তবে কিছুদিন ধরে বন্ধ রয়েছে।’
গফুর ডেন্টাল কেয়ার অ্যান্ড প্যাথলজির মালিক আ. গফুর বলেন, ‘আমরা বর্তমানে টেস্ট করা বন্ধ করে দিয়েছি।’ অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আর করব না, বিষয়টি ক্ষমারদৃষ্টিতে দেখেন।’
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিন বলেন, ‘আমাদের উপজেলায় অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজির কাগজপত্র রয়েছে। যেসব ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজির কাগজপত্র নেই, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।’
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। নিবন্ধনবিহীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক থাকলে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে