ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এক্সিকিউটিভ এ্যাটায়ার লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সকালে বকেয়া বেতন নিতে এসে কারখানা বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তাঁরা মালিকপক্ষের লোকজনের সঙ্গে কথা বলেন। মালিকপক্ষ ২৫ নভেম্বর কারখানায় শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
জানা গেছে, ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকায় অবস্থিত এক্সিকিউটিভ এ্যাটায়ার লিমিটেড কারখানাটিতে তৈরি পোশাক সঠিক সময়ে রপ্তানি না হওয়ায় মালিকপক্ষ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এ কারণে শ্রমিকদের বেতনও আটকে যায়। ৯ নভেম্বর কারখানাটি লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকেরা জানান, ওই ফ্যাক্টরিতে তাঁরা প্রায় সাড়ে তিন শ শ্রমিক কর্মরত। ৯ নভেম্বর বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ না করেই কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়। ওই দিন জানিয়ে দেওয়া হয়েছিল ১৫ নভেম্বর বকেয়া বেতন পরিশোধ এবং শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের লে-অফ সুবিধা প্রদান করা হবে। গতকাল তাঁরা কারখানায় বেতন নিতে এসে গেটে নোটিশ টাঙানো দেখতে পান। নোটিশে বলা হয়েছে, ২৫ নভেম্বর সকাল ১০টায় ঢাকার বিজিএমএ কার্যালয় থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে।
শ্রমিকেরা আরও জানান, তাঁরা সাড়ে তিন শ শ্রমিক ঢাকা থেকে বেতন আনতে গেলে পরিবহনসহ নানা সমস্যা রয়েছে। তাই তাঁরা কারখানা থেকেই বেতন নিতে চান। কিন্তু মিল কর্তৃপক্ষ নোটিশের বাইরে কিছু করার নেই বলে জানিয়ে দেয়। এতে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ইমন বলেন, বিজিএমএর সিদ্ধান্ত অনুযায়ী বেতনের বিষয়ে নোটিশ টাঙানো হয়েছে। কিন্তু শ্রমিকেরা ওই নোটিশ না মেনে মহাসড়ক অবরোধ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘মহাসড়ক অবরোধের কথা শুনে ঘটনাস্থলে যাই। পরে মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে আগের সিদ্ধান্ত বাতিল করে ২৫ নভেম্বর ফ্যাক্টরি থেকেই বেতন দেওয়া হবে বলে শ্রমিকদের আশ্বস্ত করলে তাঁরা অবরোধ তুলে নেন।’
ময়মনসিংহ শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা বলে ২৫ নভেম্বর কারখানাতেই বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এক্সিকিউটিভ এ্যাটায়ার লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সকালে বকেয়া বেতন নিতে এসে কারখানা বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তাঁরা মালিকপক্ষের লোকজনের সঙ্গে কথা বলেন। মালিকপক্ষ ২৫ নভেম্বর কারখানায় শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।
জানা গেছে, ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকায় অবস্থিত এক্সিকিউটিভ এ্যাটায়ার লিমিটেড কারখানাটিতে তৈরি পোশাক সঠিক সময়ে রপ্তানি না হওয়ায় মালিকপক্ষ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এ কারণে শ্রমিকদের বেতনও আটকে যায়। ৯ নভেম্বর কারখানাটি লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকেরা জানান, ওই ফ্যাক্টরিতে তাঁরা প্রায় সাড়ে তিন শ শ্রমিক কর্মরত। ৯ নভেম্বর বকেয়া বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ না করেই কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়। ওই দিন জানিয়ে দেওয়া হয়েছিল ১৫ নভেম্বর বকেয়া বেতন পরিশোধ এবং শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের লে-অফ সুবিধা প্রদান করা হবে। গতকাল তাঁরা কারখানায় বেতন নিতে এসে গেটে নোটিশ টাঙানো দেখতে পান। নোটিশে বলা হয়েছে, ২৫ নভেম্বর সকাল ১০টায় ঢাকার বিজিএমএ কার্যালয় থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে।
শ্রমিকেরা আরও জানান, তাঁরা সাড়ে তিন শ শ্রমিক ঢাকা থেকে বেতন আনতে গেলে পরিবহনসহ নানা সমস্যা রয়েছে। তাই তাঁরা কারখানা থেকেই বেতন নিতে চান। কিন্তু মিল কর্তৃপক্ষ নোটিশের বাইরে কিছু করার নেই বলে জানিয়ে দেয়। এতে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ইমন বলেন, বিজিএমএর সিদ্ধান্ত অনুযায়ী বেতনের বিষয়ে নোটিশ টাঙানো হয়েছে। কিন্তু শ্রমিকেরা ওই নোটিশ না মেনে মহাসড়ক অবরোধ করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘মহাসড়ক অবরোধের কথা শুনে ঘটনাস্থলে যাই। পরে মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে আগের সিদ্ধান্ত বাতিল করে ২৫ নভেম্বর ফ্যাক্টরি থেকেই বেতন দেওয়া হবে বলে শ্রমিকদের আশ্বস্ত করলে তাঁরা অবরোধ তুলে নেন।’
ময়মনসিংহ শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা বলে ২৫ নভেম্বর কারখানাতেই বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে