মীর রাকিব হাসান, ঢাকা
বহুল প্রতীক্ষিত পুলিশি অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ ছবিটি এখন প্রেক্ষাগৃহে চলছে। এরই মধ্যে বড় বাজেটের এই ছবিটি দেশে-বিদেশে সাড়া ফেলেছে। ছবিতে পুলিশ কর্মকর্তা হয়েছেন আরিফিন শুভ। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই ছবি। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার। এর আগে দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবির গল্পও লিখেছিলেন সানী সানোয়ার।
বছরজুড়ে আলোচিত
এ বছর ওয়েব কনটেন্ট কিংবা সিনেমা হল-পুলিশ আর গোয়েন্দাদের দাপট ছিল সবখানে। বাংলাদেশের ওয়েব সিরিজ ‘মহানগর’ দেখে মুগ্ধ হয়েছেন ভারতের বাংলা ছবির দাপুটে অভিনয়শিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। দুই বাংলা মিলিয়ে এ বছরের আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’। এই সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মোশাররফ করিম। সিরিজটিতে আরও দু্ইজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মম ও ইমরান। ‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মে গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তাঁর চরিত্রের নাম মাসুদ মুন্সি। গল্পে এক সরকারি কর্মকর্তার মৃত্যুরহস্যের তদন্ত করেন এই গোয়েন্দা। ‘আলো’ নাটকে ট্রাফিক সার্জেন্ট হয়েছেন মেহজাবীন চৌধুরী। নাটকটির জন্য মেহজাবীন চৌধুরী এবং পরিচালক মাহমুদুর রহমান হিমি পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ সম্মাননা। ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া ও ইরেশ যাকের। দুজনেই প্রশংসিত হয়েছেন। ‘মরীচিকা’ ওয়েব সিরিজে সিয়াম আহমেদ অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। এ ছাড়া ওয়েব ফিল্ম ‘জানোয়ার’-এ তাসকিন আহমেদ, ‘ট্রল’-এ শতাব্দী ওয়াদুদ, শ্যামল মাওলার ‘কন্ট্রাক্ট’, ‘বিলাপ’-এ শরিফুল রাজ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
মুক্তির অপেক্ষায়
মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খানের কাহিনি ও প্রযোজনায় আগামী ৭ জানুয়ারি মুক্তি পাবে পুলিশি অ্যাকশন থ্রিলার ‘শান’। ছবিতে পুলিশ কর্মকর্তা হয়েছেন সিয়াম আহমেদ। মূলত মানব পাচারের বিষয়ে সচেতনতা বাড়াতেই তৈরি হয়েছে ছবিটি। ইতিমধ্যেই ছবির ট্রেইলার-টিজার ও পোস্টার প্রশংসিত হয়েছে।
বহুল প্রতীক্ষিত ছবি ‘অপারেশন সুন্দরবন’। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। ‘ঢাকা অ্যাটাক’ ছবির সাফল্যের পর এটি নির্মাণ করেছেন দীপংকর দীপন। এখানে দেখা যাবে সুন্দরবনকে কীভাবে দস্যুদের হাত থেকে মুক্ত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ছবিতে র্যাব সদস্যের ভূমিকায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, রোশান, তাসকিন রহমান। ‘আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা’—এই মূল ভাবনা নিয়ে দীপংকর দীপন নির্মাণ করেছেন বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। চলচ্চিত্রে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট)-এর সাইবার সিকিউরিটি স্পেশালিস্টদের ভূমিকা গুরুত্ব পাবে।
সতর্কীকরণ
পর্দায় ‘সৎ’ পুলিশ কর্মকর্তাদের নানা সফলতা ও অভিযানের গল্প যেমন দেখানো হয়, তেমনি দেখা যায় ‘অসৎ’ পুলিশ কর্মকর্তার নানা ‘দুর্নীতির’ গল্প-কাহিনি। এসব কাহিনি বা ছবি নিয়ে আপত্তি না জানালেও পুলিশের পদ, পদবি ও পোশাক ব্যবহারের ক্ষেত্রে কিছু ‘বিধিনিষেধ’ মেনে চলার কথা বলা হয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে। কখনো কখনো পুলিশের পদবির সঙ্গে পরিহিত পোশাক ও ব্যাজের ব্যবহার ঠিকমতো হয় না। পুলিশের পদবির সঙ্গে পোশাক ব্যবহারের বিষয়ে সরকার অনুমোদিত একটি ‘ড্রেস রুল’ রয়েছে। ড্রেস রুল অনুযায়ী পুলিশ সদস্যরা র্যাঙ্ক ব্যাজ ব্যবহার করে পোশাক পরেন। নাটক ও সিনেমায় তা সঠিকভাবে উপস্থাপন করা না হলে জনমনে ভুল ধারণা জন্ম দিতে পারে বলে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন নির্মাতা।
বহুল প্রতীক্ষিত পুলিশি অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ ছবিটি এখন প্রেক্ষাগৃহে চলছে। এরই মধ্যে বড় বাজেটের এই ছবিটি দেশে-বিদেশে সাড়া ফেলেছে। ছবিতে পুলিশ কর্মকর্তা হয়েছেন আরিফিন শুভ। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই ছবি। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার। এর আগে দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবির গল্পও লিখেছিলেন সানী সানোয়ার।
বছরজুড়ে আলোচিত
এ বছর ওয়েব কনটেন্ট কিংবা সিনেমা হল-পুলিশ আর গোয়েন্দাদের দাপট ছিল সবখানে। বাংলাদেশের ওয়েব সিরিজ ‘মহানগর’ দেখে মুগ্ধ হয়েছেন ভারতের বাংলা ছবির দাপুটে অভিনয়শিল্পী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। দুই বাংলা মিলিয়ে এ বছরের আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’। এই সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মোশাররফ করিম। সিরিজটিতে আরও দু্ইজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মম ও ইমরান। ‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মে গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তাঁর চরিত্রের নাম মাসুদ মুন্সি। গল্পে এক সরকারি কর্মকর্তার মৃত্যুরহস্যের তদন্ত করেন এই গোয়েন্দা। ‘আলো’ নাটকে ট্রাফিক সার্জেন্ট হয়েছেন মেহজাবীন চৌধুরী। নাটকটির জন্য মেহজাবীন চৌধুরী এবং পরিচালক মাহমুদুর রহমান হিমি পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ সম্মাননা। ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া ও ইরেশ যাকের। দুজনেই প্রশংসিত হয়েছেন। ‘মরীচিকা’ ওয়েব সিরিজে সিয়াম আহমেদ অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। এ ছাড়া ওয়েব ফিল্ম ‘জানোয়ার’-এ তাসকিন আহমেদ, ‘ট্রল’-এ শতাব্দী ওয়াদুদ, শ্যামল মাওলার ‘কন্ট্রাক্ট’, ‘বিলাপ’-এ শরিফুল রাজ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
মুক্তির অপেক্ষায়
মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খানের কাহিনি ও প্রযোজনায় আগামী ৭ জানুয়ারি মুক্তি পাবে পুলিশি অ্যাকশন থ্রিলার ‘শান’। ছবিতে পুলিশ কর্মকর্তা হয়েছেন সিয়াম আহমেদ। মূলত মানব পাচারের বিষয়ে সচেতনতা বাড়াতেই তৈরি হয়েছে ছবিটি। ইতিমধ্যেই ছবির ট্রেইলার-টিজার ও পোস্টার প্রশংসিত হয়েছে।
বহুল প্রতীক্ষিত ছবি ‘অপারেশন সুন্দরবন’। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। ‘ঢাকা অ্যাটাক’ ছবির সাফল্যের পর এটি নির্মাণ করেছেন দীপংকর দীপন। এখানে দেখা যাবে সুন্দরবনকে কীভাবে দস্যুদের হাত থেকে মুক্ত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ছবিতে র্যাব সদস্যের ভূমিকায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, রোশান, তাসকিন রহমান। ‘আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা’—এই মূল ভাবনা নিয়ে দীপংকর দীপন নির্মাণ করেছেন বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। চলচ্চিত্রে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট)-এর সাইবার সিকিউরিটি স্পেশালিস্টদের ভূমিকা গুরুত্ব পাবে।
সতর্কীকরণ
পর্দায় ‘সৎ’ পুলিশ কর্মকর্তাদের নানা সফলতা ও অভিযানের গল্প যেমন দেখানো হয়, তেমনি দেখা যায় ‘অসৎ’ পুলিশ কর্মকর্তার নানা ‘দুর্নীতির’ গল্প-কাহিনি। এসব কাহিনি বা ছবি নিয়ে আপত্তি না জানালেও পুলিশের পদ, পদবি ও পোশাক ব্যবহারের ক্ষেত্রে কিছু ‘বিধিনিষেধ’ মেনে চলার কথা বলা হয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে। কখনো কখনো পুলিশের পদবির সঙ্গে পরিহিত পোশাক ও ব্যাজের ব্যবহার ঠিকমতো হয় না। পুলিশের পদবির সঙ্গে পোশাক ব্যবহারের বিষয়ে সরকার অনুমোদিত একটি ‘ড্রেস রুল’ রয়েছে। ড্রেস রুল অনুযায়ী পুলিশ সদস্যরা র্যাঙ্ক ব্যাজ ব্যবহার করে পোশাক পরেন। নাটক ও সিনেমায় তা সঠিকভাবে উপস্থাপন করা না হলে জনমনে ভুল ধারণা জন্ম দিতে পারে বলে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন নির্মাতা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে