Ajker Patrika

হাওরে কৃষকদের উৎকণ্ঠা

সম্পাদকীয়
আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৯: ৫২
হাওরে কৃষকদের উৎকণ্ঠা

জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতি এখন আর সব সময় স্বাভাবিক আচরণ করে না। গ্রীষ্মের গরম এর মধ্যেই অসহনীয় হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে বিদ্যুৎ ঘাটতির খবরও 

পাওয়া যাচ্ছে। দিনরাতের বেশির ভাগ সময়ই অনেক জায়গায় বিদ্যুৎ থাকে না। শতভাগ বিদ্যুতায়নের কথার সঙ্গে বিদ্যুতের এই না-থাকার খবর অসংগতিপূর্ণ। বৈশাখের প্রারম্ভেই ঝড়-বজ্রপাতের দাপটে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

এখন হাওরাঞ্চলে সবচেয়ে বড় আশঙ্কা হলো ফসল ঘরে তোলা নিয়ে। পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে হাওরাঞ্চলের কয়েক হাজার হেক্টর ফসল তলিয়ে যাওয়ার রেশ না কাটতেই শোনা যাচ্ছে আকস্মিক অকালবন্যার পদধ্বনি। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কয়েকটি স্থানে বাঁধে ফাটল দেখা দেওয়ায় জমির ফসল ঝুঁকিতে আছে। বাঁধগুলো দ্রুত মেরামতের উদ্যোগ না নিলে কৃষকদের আতঙ্ক বাড়বে। দফায় দফায় কালবৈশাখী ও ভারী শিলাবৃষ্টির কারণেও হাওরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে কৃষকদের দিন কাটছে দারুণ উৎকণ্ঠায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের আসাম, মেঘালয় ও অরুণাচলে ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার নদ-নদীর পানি বেড়ে এসব এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

হাওর এলাকায় সাড়ে তিন হাজার কোটি টাকার ধান উৎপাদন হয় বলে জানা গেছে। কিন্তু এবার খেতের সব ধান এখনো পাকেনি। হঠাৎ পানি বেড়ে গেলে কিংবা বাঁধ ভেঙে গেলে ধান তলিয়ে যাবে। তাই কৃষক যাতে ফসল ঘরে তুলতে পারেন, তার জন্য জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিতে হবে। তার মধ্যে অগ্রাধিকার দিতে হবে ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতের কাজে। বাঁধ নির্মাণকাজে দুর্নীতি ও অনিয়ম করা হয় বলে অনেক অভিযোগ আছে। তদারকির অভাবে এমন হয়। মেরামতকাজে যেন কোনো গাফিলতির অভিযোগ না ওঠে, সেটা নিশ্চিত করতে হবে। ক্ষয়ক্ষতি কমাতে কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ধান কাটার তাগাদা দেওয়া হচ্ছে কৃষকদের। যদিও বেশির ভাগ ধান এখনো পাকেনি; তবু পরিস্থিতি সামাল দিতে ৭০-৮০ শতাংশ পাকলেই ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছে। সুনামগঞ্জে দ্রুত ধান কাটতে পাঁচ শতাধিক কম্বাইন্ড হারভেস্টর মেশিন এবং জেলার বাইরে থেকে প্রায় ২০ হাজার শ্রমিক আনা হয়েছে।

এদিকে গত শনিবার সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন এবং কম্বাইন্ড হারভেস্টরে ধান কাটা উদ্বোধন করতে গিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, হাওরের পুরো ধান নষ্ট হয়ে গেলে চালের দাম অবশ্যই বাড়বে। হাওর এলাকায় দ্রুত পাকবে—এমন ধান চাষাবাদের ব্যাপারে বিজ্ঞানীরা গবেষণা করছেন জানিয়ে তিনি আরও বলেন, হাওরের ফসল ঝুঁকিমুক্ত করতে নদী খনন, ডিসেম্বরের আগে হাওর রক্ষা বাঁধের কাজ শুরুসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসব উদ্যোগের সুফল যেন কৃষকেরা পান, সেটা নিশ্চিত করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত