বিহারীলাল শিকদার স্মরণে নৌকাবাইচ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ১০: ৪৬
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৭: ২০

মাগুরার মহম্মদপুরে মধুমতী নদীতে শেখ হাসিনা সেতু এলাকায় বিহারীলাল শিকদার স্মরণে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অষ্টমবারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।

খুলনা বিভাগের সর্ববৃহৎ প্রতিযোগিতায় মাগুরা, নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, রাজবাড়ী, কুষ্টিয়া, পাবনা ও ফরিদপুর থেকে বাহারি রঙের ২৮টি নৌকা বাইচে অংশ নেয়। নৌকাবাইচ উপলক্ষে নদীর দুই পাড়ে বসে গ্রামীণ মেলা। যেখানে শিশুদের জন্য নাগরদোলাসহ গ্রামীণ ঐতিহ্যের আরও বিভিন্ন রকম বিনোদনের আয়োজন করা হয়।

আয়োজক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাগুরা-২ আসনের সাংসদ ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। এ ছাড়াও জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আব্দুলাহেল কাফী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনার তেরোখাদার আব্দুস সালাম মুর্সিদীর নৌকা সোনার তরী প্রথম স্থান অধিকার করে ৩০ হাজার টাকা পুরস্কার পেয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গার মোকলেস মোল্লার নৌকা সবুজ সাথী দ্বিতীয় স্থান অধিকার করে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত