Ajker Patrika

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগের সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৪: ৪৫
রূপালী ব্যাংকের বরিশাল বিভাগের সম্মেলন

রূপালী ব্যাংক লিমিটেড বরিশাল বিভাগের ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। বরিশালে সাগরদীতে আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শনিবার দুপুরের এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

এতে বরিশালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে পর্যালোচনা করা হয়। এ সময় বরিশালের ব্যবসায়িক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ব্যাংকের সমৃদ্ধির জন্য সুদবিহীন আমানত বৃদ্ধি, এসএমই ঋণ বিতরণ ইত্যাদি বিষয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবাইকে আরও আন্তরিক হওয়ার উদাত্ত আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন ও শওকত আলী খান। বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক ইকবাল হোসেন খাঁ–এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের জোনাল ম্যানেজার রোকনুজ্জামান, ভোলার আমীর আলী, পিরোজপুরের ফরহাদ হোসেন খান ও পটুয়াখালীর মনজুর হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত