কামরুল হাসান
সে সময় কিষণগঞ্জ ছিল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর সীমানা পার হয়ে বিহারের পূর্ণিয়া জেলার একটি মহকুমা শহর। পটুয়া কামরুল হাসানদের বহু আত্মীয়-স্বজন কিষণগঞ্জেই স্থিত হয়েছিলেন। কামরুল হাসানের বাবার বড় ভাইও ছিলেন সেখানে। মজার ব্যাপার, সেই পরিবারের পুরুষেরা বলত উর্দু আর মেয়েরা বলত বাংলা। ১৯৩৫ সালে পূজার ছুটিতে বড় বুবুর বিয়ে উপলক্ষে কামরুল হাসান গিয়েছিলেন কিষণগঞ্জে। এরপর গেছেন বহুবার।
কলকাতা থেকে কিষণগঞ্জ গেলে চাচাতো ভাই-বোনেরা যেন হাতে চাঁদ পেতেন; বিশেষ করে মেয়েরা। কারণ, কিছু দিন স্কুলে পড়াশোনা করে তাঁদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলিম মেয়েদের বেশি দূর পড়ানো হতো না, তাই তাঁরা তখন অবরোধবাসিনী। সে সময় তাঁদের হিন্দু বান্ধবীদের মাধ্যমে ছায়াছবির খবর পেতেন তাঁরা। অশোক কুমার, দেবিকা রানীসহ সবার নাম শুনতেন আর ভাবতেন সিনেমা দেখতে যাবেন।
কামরুল কিষণগঞ্জে থাকতেই ‘ঝুলা’ সিনেমাটি এল সেখানে। দুই চাচাতো বোন আর এক খালাতো বোন কামরুলকে ধরে বসলেন সিনেমা দেখাতে হবে। ঠিক হলো লুকিয়ে নাইট শোতে যাওয়া হবে। বাড়িতে ছিল একটা ঘোড়ার গাড়ি, একটা গরুর গাড়ি। গরুর গাড়োয়ানকে এক টাকা দিয়ে বলা হলো, রাতে নির্দিষ্ট এক জায়গায় যেন সে গরু নিয়ে দাঁড়িয়ে থাকে। কুয়োতলার কাছে কামরুলরা নিয়ে এলেন গরুবিহীন গাড়ি। রাতে যখন চারদিক সুনসান, তখন রাত আটটার পর টুপ করে সে গাড়িতে বসে পড়লেন এক বোন। তারপর আরেক বোন। এবার কামরুল আর এক ভাই জোয়াল তুলে নিলেন কাঁধে। আরও এক বোনকে ওঠালেন। তারপর এগিয়ে চললেন এমনভাবে যেন গরু জোতা হয়েছে গাড়িতে।
কিছুটা দূরেই চতুষ্পদী দুই বলদ নিয়ে অপেক্ষা করছিল গাড়োয়ান। কামরুলরা বলদের ভূমিকা থেকে উদ্ধার পেলেন। এবার সিনেমা হলের দিকে এগিয়ে চলল গরুর গাড়ি। ফেরার পথে আবারও একই রকমভাবে দ্বিপদী বলদের ভূমিকা নিতে হলো কামরুলকে।
সূত্র: কামরুল হাসান, বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা, পৃষ্ঠা ১৮৫-১৮৭
সে সময় কিষণগঞ্জ ছিল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর সীমানা পার হয়ে বিহারের পূর্ণিয়া জেলার একটি মহকুমা শহর। পটুয়া কামরুল হাসানদের বহু আত্মীয়-স্বজন কিষণগঞ্জেই স্থিত হয়েছিলেন। কামরুল হাসানের বাবার বড় ভাইও ছিলেন সেখানে। মজার ব্যাপার, সেই পরিবারের পুরুষেরা বলত উর্দু আর মেয়েরা বলত বাংলা। ১৯৩৫ সালে পূজার ছুটিতে বড় বুবুর বিয়ে উপলক্ষে কামরুল হাসান গিয়েছিলেন কিষণগঞ্জে। এরপর গেছেন বহুবার।
কলকাতা থেকে কিষণগঞ্জ গেলে চাচাতো ভাই-বোনেরা যেন হাতে চাঁদ পেতেন; বিশেষ করে মেয়েরা। কারণ, কিছু দিন স্কুলে পড়াশোনা করে তাঁদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলিম মেয়েদের বেশি দূর পড়ানো হতো না, তাই তাঁরা তখন অবরোধবাসিনী। সে সময় তাঁদের হিন্দু বান্ধবীদের মাধ্যমে ছায়াছবির খবর পেতেন তাঁরা। অশোক কুমার, দেবিকা রানীসহ সবার নাম শুনতেন আর ভাবতেন সিনেমা দেখতে যাবেন।
কামরুল কিষণগঞ্জে থাকতেই ‘ঝুলা’ সিনেমাটি এল সেখানে। দুই চাচাতো বোন আর এক খালাতো বোন কামরুলকে ধরে বসলেন সিনেমা দেখাতে হবে। ঠিক হলো লুকিয়ে নাইট শোতে যাওয়া হবে। বাড়িতে ছিল একটা ঘোড়ার গাড়ি, একটা গরুর গাড়ি। গরুর গাড়োয়ানকে এক টাকা দিয়ে বলা হলো, রাতে নির্দিষ্ট এক জায়গায় যেন সে গরু নিয়ে দাঁড়িয়ে থাকে। কুয়োতলার কাছে কামরুলরা নিয়ে এলেন গরুবিহীন গাড়ি। রাতে যখন চারদিক সুনসান, তখন রাত আটটার পর টুপ করে সে গাড়িতে বসে পড়লেন এক বোন। তারপর আরেক বোন। এবার কামরুল আর এক ভাই জোয়াল তুলে নিলেন কাঁধে। আরও এক বোনকে ওঠালেন। তারপর এগিয়ে চললেন এমনভাবে যেন গরু জোতা হয়েছে গাড়িতে।
কিছুটা দূরেই চতুষ্পদী দুই বলদ নিয়ে অপেক্ষা করছিল গাড়োয়ান। কামরুলরা বলদের ভূমিকা থেকে উদ্ধার পেলেন। এবার সিনেমা হলের দিকে এগিয়ে চলল গরুর গাড়ি। ফেরার পথে আবারও একই রকমভাবে দ্বিপদী বলদের ভূমিকা নিতে হলো কামরুলকে।
সূত্র: কামরুল হাসান, বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা, পৃষ্ঠা ১৮৫-১৮৭
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে