চা–বাগানের টিলা কেটে রাস্তা জরিমানা, দুজনকে শোকজ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২২, ০৬: ৩২
আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৩: ৩২

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চা-বাগানের টিলা কেটে রাস্তা তৈরি করায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুজনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া একটি চা-বাগানের কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার জয়চণ্ডী ইউনিয়নে অবস্থিত মেরিনা চা-বাগান কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। পাশাপাশি ব্রাহ্মণবাজার ইউনিয়নের লোয়াইউনি-হলিছড়া চা-বাগানে টিলা কেটে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায় রাস্তা নির্মাণ করায় এ প্রকল্পের সঙ্গে জড়িত দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেরিনা চা-বাগান কর্তৃপক্ষ টিলা কেটে প্রায় দেড় কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু করে দুই মাস আগে।

বাগানের ৮ ও ৯ নম্বর সেকশন এলাকায় ১০ থেকে ১২টি ছোট-বড় টিলা খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে কাটা হয়। পরে গত সোমবার এই চা-বাগানের ব্যবস্থাপককে নোটিশ দেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক। বৃহস্পতিবার চা-বাগানের ব্যবস্থাপক রবিউল হাসান সেখানে উপস্থিত হয়ে শুনানিতে দায় স্বীকার করলে বাগান কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে লোয়াইউনি-হলিছড়া চা-বাগানের ১৭ নম্বর সেকশন এলাকায় কাবিখার আওতায় খননযন্ত্র দিয়ে টিলা কেটে রাস্তা তৈরি করা হয়। এ কাজের দায়িত্ব নেন প্রকল্পের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান আপ্তাব, প্রকল্পের সম্পাদক এ কে এম শাহজালাল।

পরিবেশ নষ্ট ও বাগানের নিরাপত্তা ব্যাহত হওয়ায় বাগান কর্তৃপক্ষ এবং শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন। এ নিয়ে বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় নোটিশ দেয়। এতে ওই প্রকল্পের সভাপতি ও সম্পাদককে ২৫ জুলাই পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলীকেও প্রকল্পের কাগজপত্র নিয়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।

শিমুল আলী বলেন, শ্রমিক দিয়ে কাজ না করে খননযন্ত্র ব্যবহার করায় কাবিখা প্রকল্পের শর্ত ভঙ্গ হয়েছে; পাশাপাশি টিলা কাটায় পরিবেশ আইন অমান্য করায় অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক বদরুল হুদা মোবাইলে জানান, লোয়াইউনি-হলিছড়া চা-বাগানে টিলা কেটে রাস্তা নির্মাণের অভিযোগে জড়িত দুজনকে শোকজ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত