Ajker Patrika

নিজ ঘরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাগমারা প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৪: ২১
নিজ ঘরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীর বাগমারায় নিজ ঘর থেকে এক নারীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওই নারীর নাম শরিফা বিবি (৫০)। তিনি গোয়ালকান্দি ইউনিয়নের আওরঙ্গবাদ গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। গতকাল সোমবার সকালে নিজ ঘর থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের সার্কেল অফিসার।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাতের খেয়ে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন শরিফা বিবি। তাঁর বাড়ির সঙ্গে লাগোয়া পাশের বাড়িতে তাঁর মেয়ে থাকেন। সকাল হলেও মায়ের সাড়াশব্দ না পেয়ে তাঁর মেয়ে ডাকাডাকি শুরু করেন। পরে দেখতে পান, মায়ের ঝুলন্ত লাশ। তখন পুলিশে খবর দেওয়া হয়। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, শরিফা বিবি আত্মহত্যা করেছেন। তাঁর পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয় থানা-পুলিশ।

এ বিষয়ে বাগমারা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত