Ajker Patrika

জাতিসংঘের পুরস্কার পেল রাঙামাটির পানির প্রকল্প

রাঙামাটি প্রতিনিধি
জাতিসংঘের পুরস্কার পেল রাঙামাটির পানির প্রকল্প

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত রাঙামাটির দুর্গম চারটি এলাকায় সৌরবিদ্যুতের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পটি জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-২৭ পুরস্কার লাভ করেছে। গত শনিবার মিসরে রাঙামাটি জেলা পরিষদের কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিনের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি দেওয়া হয় ১৫ হাজার ইউরো।

জেলা পরিষদ জানায়, ২০১৭ সালে রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এতে অনেক এলাকায় পানির উৎস নষ্ট হওয়ায় খাবার পানির সংকটে দুর্ভোগে পড়ে পাহাড়ের মানুষ। পানির এ কষ্ট নিরসনে জেলা পরিষদ ২০১৯ সালে সৌরবিদ্যুতের মাধ্যমে পানি সরবরাহের একটি প্রকল্প নেয়। পাইলট প্রকল্পে মোট ৮০ লাখ টাকা অর্থসহায়তা দেয় ডেনমার্ক সরকার। এ টাকা চারটি উপজেলায় ভাগ করে প্রকল্প নেওয়া হয়। টাকা কম হওয়ায় স্থানীয় জনগণ শারীরিক শ্রম দেওয়ার পাশাপাশি অর্থ দিয়ে প্রকল্পের কাজ শেষ করে। প্রকল্পের কাজ শেষে শত বছরের পানির কষ্ট দূর হয়।

পার্বত্য চট্টগ্রাম জলবায়ু সহনশীল প্রকল্পের জেলা কর্মকর্তা পলাশ খীসা বলেন, জেলা পরিষদে যে বরাদ্দ দেওয়া হয় তা সামান্য। এ সামান্য টাকায় এত বড় কাজ হয়েছে এটি সত্যি অভাবনীয়। স্থানীয় জনগণ স্বেচ্ছায় শ্রম দিয়েছেন। অর্থও দিয়েছেন তাঁরা।

এ পুরস্কারকে দেশের জন্য বড় অর্জন বলছেন বাস্তবায়নকারী সংস্থা রাঙামাটি জেলা পরিষদ। জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, এ প্রকল্প বাড়ানো গেলে পাহাড়ে অনেক এলাকা বিশুদ্ধ পানি সরবরাহের আওতায় আসবে। তাঁরা চেষ্টা করছেন, এটি আরও বাড়ানো যায় কি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত