রাঙামাটি প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত রাঙামাটির দুর্গম চারটি এলাকায় সৌরবিদ্যুতের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পটি জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-২৭ পুরস্কার লাভ করেছে। গত শনিবার মিসরে রাঙামাটি জেলা পরিষদের কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিনের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি দেওয়া হয় ১৫ হাজার ইউরো।
জেলা পরিষদ জানায়, ২০১৭ সালে রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এতে অনেক এলাকায় পানির উৎস নষ্ট হওয়ায় খাবার পানির সংকটে দুর্ভোগে পড়ে পাহাড়ের মানুষ। পানির এ কষ্ট নিরসনে জেলা পরিষদ ২০১৯ সালে সৌরবিদ্যুতের মাধ্যমে পানি সরবরাহের একটি প্রকল্প নেয়। পাইলট প্রকল্পে মোট ৮০ লাখ টাকা অর্থসহায়তা দেয় ডেনমার্ক সরকার। এ টাকা চারটি উপজেলায় ভাগ করে প্রকল্প নেওয়া হয়। টাকা কম হওয়ায় স্থানীয় জনগণ শারীরিক শ্রম দেওয়ার পাশাপাশি অর্থ দিয়ে প্রকল্পের কাজ শেষ করে। প্রকল্পের কাজ শেষে শত বছরের পানির কষ্ট দূর হয়।
পার্বত্য চট্টগ্রাম জলবায়ু সহনশীল প্রকল্পের জেলা কর্মকর্তা পলাশ খীসা বলেন, জেলা পরিষদে যে বরাদ্দ দেওয়া হয় তা সামান্য। এ সামান্য টাকায় এত বড় কাজ হয়েছে এটি সত্যি অভাবনীয়। স্থানীয় জনগণ স্বেচ্ছায় শ্রম দিয়েছেন। অর্থও দিয়েছেন তাঁরা।
এ পুরস্কারকে দেশের জন্য বড় অর্জন বলছেন বাস্তবায়নকারী সংস্থা রাঙামাটি জেলা পরিষদ। জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, এ প্রকল্প বাড়ানো গেলে পাহাড়ে অনেক এলাকা বিশুদ্ধ পানি সরবরাহের আওতায় আসবে। তাঁরা চেষ্টা করছেন, এটি আরও বাড়ানো যায় কি না।
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত রাঙামাটির দুর্গম চারটি এলাকায় সৌরবিদ্যুতের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পটি জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-২৭ পুরস্কার লাভ করেছে। গত শনিবার মিসরে রাঙামাটি জেলা পরিষদের কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিনের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি দেওয়া হয় ১৫ হাজার ইউরো।
জেলা পরিষদ জানায়, ২০১৭ সালে রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এতে অনেক এলাকায় পানির উৎস নষ্ট হওয়ায় খাবার পানির সংকটে দুর্ভোগে পড়ে পাহাড়ের মানুষ। পানির এ কষ্ট নিরসনে জেলা পরিষদ ২০১৯ সালে সৌরবিদ্যুতের মাধ্যমে পানি সরবরাহের একটি প্রকল্প নেয়। পাইলট প্রকল্পে মোট ৮০ লাখ টাকা অর্থসহায়তা দেয় ডেনমার্ক সরকার। এ টাকা চারটি উপজেলায় ভাগ করে প্রকল্প নেওয়া হয়। টাকা কম হওয়ায় স্থানীয় জনগণ শারীরিক শ্রম দেওয়ার পাশাপাশি অর্থ দিয়ে প্রকল্পের কাজ শেষ করে। প্রকল্পের কাজ শেষে শত বছরের পানির কষ্ট দূর হয়।
পার্বত্য চট্টগ্রাম জলবায়ু সহনশীল প্রকল্পের জেলা কর্মকর্তা পলাশ খীসা বলেন, জেলা পরিষদে যে বরাদ্দ দেওয়া হয় তা সামান্য। এ সামান্য টাকায় এত বড় কাজ হয়েছে এটি সত্যি অভাবনীয়। স্থানীয় জনগণ স্বেচ্ছায় শ্রম দিয়েছেন। অর্থও দিয়েছেন তাঁরা।
এ পুরস্কারকে দেশের জন্য বড় অর্জন বলছেন বাস্তবায়নকারী সংস্থা রাঙামাটি জেলা পরিষদ। জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, এ প্রকল্প বাড়ানো গেলে পাহাড়ে অনেক এলাকা বিশুদ্ধ পানি সরবরাহের আওতায় আসবে। তাঁরা চেষ্টা করছেন, এটি আরও বাড়ানো যায় কি না।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে