কাউনিয়ায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৩: ০৪
Thumbnail image

কাউনিয়ায় জলবায়ু পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধ ও লিঙ্গসমতা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ইএএলজি প্রকল্পের সহযোগিতায় পরিষদ চত্বরে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন।

ইউএনও তাহমিনা বলেন, ইএএলজি প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করার এই কর্মসূচি ওয়ার্ড পর্যায়ে করা গেলে আরও বেশি কার্যকর হবে। এতে অধিক সংখ্যক জনগণ জলবায়ু পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধ ও জেন্ডার বিষয়ে সচেতন হতে পারবে।

ইউএনও জলবায়ু পরিবর্তন, দুর্নীতি ও নারী নির্যাতন প্রতিরোধের বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত