মায়ের কোলে ফিরল ১৮ মাসের শিশু

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ০৮: ২৮
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৩: ২০

কুড়িগ্রামের চিলমারীতে ১৮ মাসের পুত্রসন্তানকে এক সপ্তাহ ধরে জোর করে নিজের কাছে রেখে দিয়েছিলেন বাবা। যেতে দেননি মায়ের কাছে। অসহায় মা সন্তানকে কাছে পেতে অনেকের কাছে ছুটেছেন, কিন্তু পাননি সমাধান। অবশেষে চিলমারী মডেল থানার সহযোগিতায় মায়ের কোলে ফিরেছে ওই শিশু।

অভিযোগ সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার বজরা তবকপুর সরদারপাড়া এলাকার আমিনুল ইসলামের মেয়ে আখি বেগমের (২১) সঙ্গে তিন বছরে আগে চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের কিশামতবানু নালারপাড় এলাকার জাবিউল ইসলামের ছেলে ফরিদুল ইসলামের বিয়ে হয়।

গত ২৪ অক্টোবর সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জেরে স্বামী ফরিদুল ইসলাম ১৮ মাসের পুত্রসন্তানকে নিজের কাছে রেখে স্ত্রী আখিকে বাড়ি থেকে বের করে দেন। গত সোমবার বিকেলে সন্তান ফিরে পেতে চিলমারী মডেল থানায় অভিযোগ করেন আখি। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল শিশুটিকে উদ্ধার করে মা আখি বেগমের কোলে ফিরিয়ে দেয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত